ETV Bharat / state

চলছে সংস্কার, শনিবার রাতে পুরোপুরি বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু - vidyasagar setu vehicles restricted

Second Hooghly Bridge Repair: শনিবার রাতে ফের সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, জানিয়েছেন কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল ৷

ETV Bharat
দ্বিতীয় হুগলি সেতুর সংস্কার কাজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 2:31 PM IST

হাওড়া, 14 মার্চ: নির্মাণের 32 বছর পর প্রথম সম্পূর্ণ সংস্কার চলছে বিদ্যাসাগর সেতুর ৷ এই সংস্কারের জেরে চলতি সপ্তাহের শনিবার 16 মার্চ রাত 1টা থেকে 3টে পর্যন্ত সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কলকাতা পুলিশ থেকে জারি করা নির্দেশিকায় এমনটাই জানিয়েছেন কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল ৷

সেতু বন্ধ থাকার দরুন ওই দিন রাতে কলকাতার দিক থেকে সব গাড়িকে হেস্টিংস ক্রসিংয়ের গ্রেড রোড হয়ে সেন্ট জর্জ গেট রোড, স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ হয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷ একইভাবে হাওড়ার দিক থেকেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ সেক্ষেত্রে হাওড়ার তরফ থেকে নিবরা ক্রসিং হয়ে সাঁতরাগাছি হয়ে কলকাতা অভিমুখের সব গাড়িকেও ঘুরপথে চলাচল করানো হবে বলেই সূত্রের খবর ৷

উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর সংস্কারের কারণে 8 মাস সেতুর উপরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ গত বছর 1 নভেম্বর বুধবার থেকে দ্বিতীয় হুগলি সেতুর উপর যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয় ৷ সেতুর সংস্কারের কাজ 1 নভেম্বর থেকে শুরু হয়ে চলবে চলতি বছরের 30 জুন পর্যন্ত ৷ বিদ্যাসাগর সেতু মেরামতির কাজ করছে হুগলি রিভার ব্রিজ কমিশন (এইচআরবিসি) ৷

এই সেতুটি একটি কেবল-স্টেয়েড সেতু, যেখানে 121টি কেবল একটি পাখার ব্যবস্থা রয়েছে, যা 127.62 মিটার (418.7 ফুট) উঁচু স্টিলের তোরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে ৷ বিদ্যাসাগর সেতুর মোট দৈর্ঘ্য 832 মিটার (2 হাজার 700 ফুট) যা ভারতের সবচেয়ে দীর্ঘতম তারের সেতু ৷ সেতুর ডেক দু'টি ক্যারেজওয়ে-সহ যৌগিক ইস্পাত-রিইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি ৷ সেতুটির মোট প্রস্থ 35 মিটার (115 ফুট), প্রতিটি দিকে 3 লেন এবং প্রতিটি দিকে 1.2 মিটার (3 ফুট 11 ইঞ্চি) প্রশস্ত ফুটপাথ রয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'সংবিধানে রয়েছে, নাগরিকত্ব আইন কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়', সাফ বার্তা শাহের
  2. দিল্লির বহুতলে অগ্নিকাণ্ড, দুই শিশু-সহ মৃত 4

হাওড়া, 14 মার্চ: নির্মাণের 32 বছর পর প্রথম সম্পূর্ণ সংস্কার চলছে বিদ্যাসাগর সেতুর ৷ এই সংস্কারের জেরে চলতি সপ্তাহের শনিবার 16 মার্চ রাত 1টা থেকে 3টে পর্যন্ত সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কলকাতা পুলিশ থেকে জারি করা নির্দেশিকায় এমনটাই জানিয়েছেন কলকাতার নগরপাল বিনীত কুমার গোয়েল ৷

সেতু বন্ধ থাকার দরুন ওই দিন রাতে কলকাতার দিক থেকে সব গাড়িকে হেস্টিংস ক্রসিংয়ের গ্রেড রোড হয়ে সেন্ট জর্জ গেট রোড, স্ট্যান্ড রোড, হাওড়া ব্রিজ হয়ে ঘুরিয়ে দেওয়া হবে ৷ একইভাবে হাওড়ার দিক থেকেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ৷ সেক্ষেত্রে হাওড়ার তরফ থেকে নিবরা ক্রসিং হয়ে সাঁতরাগাছি হয়ে কলকাতা অভিমুখের সব গাড়িকেও ঘুরপথে চলাচল করানো হবে বলেই সূত্রের খবর ৷

উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর সংস্কারের কারণে 8 মাস সেতুর উপরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে ৷ গত বছর 1 নভেম্বর বুধবার থেকে দ্বিতীয় হুগলি সেতুর উপর যান চলাচল নিয়ন্ত্রণ শুরু হয় ৷ সেতুর সংস্কারের কাজ 1 নভেম্বর থেকে শুরু হয়ে চলবে চলতি বছরের 30 জুন পর্যন্ত ৷ বিদ্যাসাগর সেতু মেরামতির কাজ করছে হুগলি রিভার ব্রিজ কমিশন (এইচআরবিসি) ৷

এই সেতুটি একটি কেবল-স্টেয়েড সেতু, যেখানে 121টি কেবল একটি পাখার ব্যবস্থা রয়েছে, যা 127.62 মিটার (418.7 ফুট) উঁচু স্টিলের তোরণ ব্যবহার করে তৈরি করা হয়েছে ৷ বিদ্যাসাগর সেতুর মোট দৈর্ঘ্য 832 মিটার (2 হাজার 700 ফুট) যা ভারতের সবচেয়ে দীর্ঘতম তারের সেতু ৷ সেতুর ডেক দু'টি ক্যারেজওয়ে-সহ যৌগিক ইস্পাত-রিইনফোর্সড কংক্রিট দিয়ে তৈরি ৷ সেতুটির মোট প্রস্থ 35 মিটার (115 ফুট), প্রতিটি দিকে 3 লেন এবং প্রতিটি দিকে 1.2 মিটার (3 ফুট 11 ইঞ্চি) প্রশস্ত ফুটপাথ রয়েছে ৷

আরও পড়ুন:

  1. 'সংবিধানে রয়েছে, নাগরিকত্ব আইন কেন্দ্রের বিষয়, রাজ্যের নয়', সাফ বার্তা শাহের
  2. দিল্লির বহুতলে অগ্নিকাণ্ড, দুই শিশু-সহ মৃত 4
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.