ETV Bharat / state

সিঙ্গুরের জমি চাষযোগ্য করার দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি - Singur Land Protest

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 9:06 PM IST

Land Movement in Singur: ফের একবার জমি নিয়ে আন্দোলন মাথাচাড়া দিচ্ছে সিঙ্গুরে ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জমি চাষযোগ্য করে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে ৷ আর সেই নিয়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন সিঙ্গুরের বন্ধ্যা জমির কৃষকরা ৷

Land Movement in Singur
সিঙ্গুরের জমি চাষযোগ্য করার দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি কৃষকদের ৷ (নিজস্ব চিত্র)

সিঙ্গুর, 26 অগস্ট: জমি নিয়ে ফের আন্দোলনের দানা বাঁধছে সিঙ্গুরে ৷ কৃষক সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, চাষযোগ্য নয় এমন 700 একর জমি পড়ে রয়েছে ৷ অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও টাটা প্রজেক্টের সব জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হয়নি সরকারের তরফে ৷ 2016 সালের 30 অগস্টের সেই নির্দেশ এখনও বর্তমান সরকার পালন করেনি ৷

সিঙ্গুরের জমি চাষযোগ্য করার দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি কৃষকদের ৷ (ইটিভি ভারত)

তাই এবার বিচারের আশায় জোট বাঁধছে সিঙ্গুরের বন্ধ্যা জমির কৃষকরা ৷ একাধিক দাবি নিয়ে 30 অগস্ট গণস্বাক্ষর অভিযান ঘোষণা করা হয়েছে ৷ তৈরি করা হচ্ছে অরাজনৈতিক মঞ্চ ৷ দাবি উঠেছে, জমি চাষ যোগ্য করে দিতে হবে ৷ নয় তো শিল্পের জন্য অনুমতির ব্যবস্থা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷ যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না ৷ তিনি দাবি করেছেন, সিঙ্গুরের 90 শতাংশ জমি চাষযোগ্য করে দেওয়া হয়েছে ৷ যার পালটা সিপিআইএম নেতৃত্বের কটাক্ষ, বিলম্বিত বোধদয় ৷ মন্ত্রী বেচারাম মিথ্যে ভাষণ করছেন ৷

এই ইস্যুতে একাধিক জমির কৃষক একত্রিত হয়েছেন ৷ আজ (সোমবার) বিকেলে সিঙ্গুরে বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি গঠন করার কথা জানান হয়েছে ৷ 25 জনের কমিটি তৈরি করা হয়েছে এর জন্য ৷ সেই কমিটি এই আন্দোলনের ডাক দেবে বলে সংগঠনের তরফে জানান হয়েছে ৷ মোট সাত দফা দাবি তোলা হয়েছে ৷ কৃষকদের বাড়ি-বাড়ি গিয়ে দাবি সম্মিলিত লিফলেট দেওয়া হচ্ছে ৷ আর 30 অগস্ট গণস্বাক্ষর সংগ্ৰহের জন্য মঞ্চ তৈরি করবে এই সংগঠন ৷ সেখানে কৃষকদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হবে ৷ একমাসের মধ্যে সমস্ত আবেদন সংগ্ৰহ করা হবে বলে জানিয়েছে ওই সংগঠন ৷

সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটির 7 দফা দাবিগুলি হল-

  • অতি দ্রুত বন্ধ্যা জমি যেখানে পাথর, ইট, বালি, লোহা, লাল মাটি রয়েছে ও উঁচু-নীচু রয়েছে, তা চাষের উপযোগী করে জমির সীমানা নির্ধারণ ৷
  • জমির জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন।
  • সরকারের তৈরি 56টি সাব মার্সিবলের জায়গায় সোলার সিস্টেম চালু ৷
  • মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জমিতে অধিগ্রহণের পূর্বের ন্যায় কৃষকের পূর্ণ অধিকার, মিউটেশন, কনভারশন চালু করা ৷
  • নানা কারণে যে সমস্ত চাষিরা জমির মূল্য ও পর্চা পায়নি, সেই সমস্যার সমাধান ।
  • অধিগ্রহণের পূর্বে অধিগৃহীত এলাকায় থাকা শিল্প পুনরায় তৈরির অনুমতি প্রদান ।
  • যদি সব রকম চেষ্টা করেও দেখা যায় যে, জমি চাষযোগ্য করা যাচ্ছে না ৷ তা হলে সেই জমিকে শিল্পের কাজে ব্যবহার করা ।

উপযুক্ত আবেদন ও জমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করবে সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি ৷ আপাতত 500 জন কৃষক সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি সঙ্গে যুক্ত হয়েছেন ৷ বাম আমলে সিঙ্গুরের কৃষিজমি রক্ষা কমিটিতে থাকা সামনের সারির নেতারাই নেতৃত্ব দিচ্ছেন এখানে ৷ এই মঞ্চ থেকে আবেদন করা হচ্ছে, সিঙ্গুরের ইচ্ছুক ও অনিচ্ছুক চাষিদের যুক্ত হওয়ার জন্য ৷ আপাতত শান্তিপূর্ণ আন্দোলনই শুরু করার কথা জানিয়েছেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রীর যদি উপযুক্ত ব্যবস্থা না নেন, তা হলে ফের সিঙ্গুরে আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি ৷

সিঙ্গুর, 26 অগস্ট: জমি নিয়ে ফের আন্দোলনের দানা বাঁধছে সিঙ্গুরে ৷ কৃষক সংগঠনের তরফে অভিযোগ করা হয়েছে, চাষযোগ্য নয় এমন 700 একর জমি পড়ে রয়েছে ৷ অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও টাটা প্রজেক্টের সব জমি চাষযোগ্য করে ফেরত দেওয়া হয়নি সরকারের তরফে ৷ 2016 সালের 30 অগস্টের সেই নির্দেশ এখনও বর্তমান সরকার পালন করেনি ৷

সিঙ্গুরের জমি চাষযোগ্য করার দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি কৃষকদের ৷ (ইটিভি ভারত)

তাই এবার বিচারের আশায় জোট বাঁধছে সিঙ্গুরের বন্ধ্যা জমির কৃষকরা ৷ একাধিক দাবি নিয়ে 30 অগস্ট গণস্বাক্ষর অভিযান ঘোষণা করা হয়েছে ৷ তৈরি করা হচ্ছে অরাজনৈতিক মঞ্চ ৷ দাবি উঠেছে, জমি চাষ যোগ্য করে দিতে হবে ৷ নয় তো শিল্পের জন্য অনুমতির ব্যবস্থা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ৷ যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না ৷ তিনি দাবি করেছেন, সিঙ্গুরের 90 শতাংশ জমি চাষযোগ্য করে দেওয়া হয়েছে ৷ যার পালটা সিপিআইএম নেতৃত্বের কটাক্ষ, বিলম্বিত বোধদয় ৷ মন্ত্রী বেচারাম মিথ্যে ভাষণ করছেন ৷

এই ইস্যুতে একাধিক জমির কৃষক একত্রিত হয়েছেন ৷ আজ (সোমবার) বিকেলে সিঙ্গুরে বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি গঠন করার কথা জানান হয়েছে ৷ 25 জনের কমিটি তৈরি করা হয়েছে এর জন্য ৷ সেই কমিটি এই আন্দোলনের ডাক দেবে বলে সংগঠনের তরফে জানান হয়েছে ৷ মোট সাত দফা দাবি তোলা হয়েছে ৷ কৃষকদের বাড়ি-বাড়ি গিয়ে দাবি সম্মিলিত লিফলেট দেওয়া হচ্ছে ৷ আর 30 অগস্ট গণস্বাক্ষর সংগ্ৰহের জন্য মঞ্চ তৈরি করবে এই সংগঠন ৷ সেখানে কৃষকদের কাছ থেকে আবেদনপত্র সংগ্রহ করা হবে ৷ একমাসের মধ্যে সমস্ত আবেদন সংগ্ৰহ করা হবে বলে জানিয়েছে ওই সংগঠন ৷

সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটির 7 দফা দাবিগুলি হল-

  • অতি দ্রুত বন্ধ্যা জমি যেখানে পাথর, ইট, বালি, লোহা, লাল মাটি রয়েছে ও উঁচু-নীচু রয়েছে, তা চাষের উপযোগী করে জমির সীমানা নির্ধারণ ৷
  • জমির জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন।
  • সরকারের তৈরি 56টি সাব মার্সিবলের জায়গায় সোলার সিস্টেম চালু ৷
  • মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ মতো জমিতে অধিগ্রহণের পূর্বের ন্যায় কৃষকের পূর্ণ অধিকার, মিউটেশন, কনভারশন চালু করা ৷
  • নানা কারণে যে সমস্ত চাষিরা জমির মূল্য ও পর্চা পায়নি, সেই সমস্যার সমাধান ।
  • অধিগ্রহণের পূর্বে অধিগৃহীত এলাকায় থাকা শিল্প পুনরায় তৈরির অনুমতি প্রদান ।
  • যদি সব রকম চেষ্টা করেও দেখা যায় যে, জমি চাষযোগ্য করা যাচ্ছে না ৷ তা হলে সেই জমিকে শিল্পের কাজে ব্যবহার করা ।

উপযুক্ত আবেদন ও জমি সংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানোর ব্যবস্থা করবে সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি ৷ আপাতত 500 জন কৃষক সিঙ্গুর বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি সঙ্গে যুক্ত হয়েছেন ৷ বাম আমলে সিঙ্গুরের কৃষিজমি রক্ষা কমিটিতে থাকা সামনের সারির নেতারাই নেতৃত্ব দিচ্ছেন এখানে ৷ এই মঞ্চ থেকে আবেদন করা হচ্ছে, সিঙ্গুরের ইচ্ছুক ও অনিচ্ছুক চাষিদের যুক্ত হওয়ার জন্য ৷ আপাতত শান্তিপূর্ণ আন্দোলনই শুরু করার কথা জানিয়েছেন তাঁরা ৷ মুখ্যমন্ত্রীর যদি উপযুক্ত ব্যবস্থা না নেন, তা হলে ফের সিঙ্গুরে আন্দোলনের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বন্ধ্যা জমি পুনর্ব্যবহার কমিটি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.