কলকাতা, 24 জুলাই: তামিলনাড়ু, কেরলের পর এবার পশ্চিমবঙ্গ বিধানসভাতেও পাশ হল নিট বিরোধী প্রস্তাব ৷ শাসকদলের হয়ে বক্তব্য রাখেন মহম্মদ আলি, রফিকুর রহমান, ব্রাত্য বসু এবং শোভনদেব চট্টোপাধ্যায় ৷ প্রস্তাব পাশের পর রাজ্যের হাতে মেডিক্যাল জয়েন্টের পরীক্ষা দেওয়ার অধিকার দেওয়ার দাবিও জানিয়েছে তৃণমূল নেতৃত্ব ৷
নিট প্রস্তাব আলোচনায় অবশ্য রাজ্য সরকারের অস্বস্তিও বেড়েছে । কেন্দ্রীয় সরকারের পরীক্ষায় দুর্নীতি হয়েছে, কার্যত তা মেনে নিলেও রাজ্যের শিক্ষা দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়করা ৷ মঙ্গলবার বিধানসভায় মূল প্রস্তাব পেশ হওয়ার পর আজ এই প্রস্তাবের উপর বক্তব্য রাখেন বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী থেকে শুরু করে দীপক বর্মন, বিশ্বনাথ কারক, নীলাদ্রি শেখর দানা ও শঙ্কর ঘোষ । সবচেয়ে আক্রমণাত্মক ভূমিকায় দেখা যায় বিজেপির মুখ্য সচেতন শঙ্করকে ।
শঙ্কর ঘোষ বলেন, ‘‘আমার ভীষণভাবে লজ্জা হয় ৷ কারণ আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সেই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এখন জেলে । শোভনবাবুরা যে প্রস্তাব এনেছেন, তার অনেকগুলি অংশ নিয়ে আলোচনা করা দরকার । কিন্তু প্রশ্ন হল এসব নিয়ে আলোচনা করার কোনও নৈতিক অধিকার বাংলার শাসকদলের আছে কি না ? দেশের শীর্ষ আদালত রায়ে বলেছে, কোনও সিস্টেমেটিক ব্লিচ খুঁজে পাওয়া যায়নি । তাহলে এই নিয়ে আলোচনার কোনও অবকাশ রয়েছে কি না তা নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে ।’’
স্বচ্ছতার প্রশ্নেও শাসককে কাঠগড়ায় তুলেছেন শিলিগুড়ির বিধায়ক । তিনি বলেন, ‘‘স্বচ্ছতার সঙ্গে তৃণমূলের যুগ যুগ ধরে কোনও সম্পর্ক নেই । হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো । যে শিক্ষা দুর্নীতির জাল এখানে ছড়িয়ে গিয়েছিল, তারই প্রতিফলন নিটে হয়েছে । এবার হচ্ছে মুখ আর মুখিয়া ৷’’
অন্যদিকে, শাসককে বিঁধতে গিয়ে দুর্নীতির প্রশ্নে যেভাবে বাংলা এবং ইন্ডিয়াকে একই সারণিতে এনেছেন শঙ্কর, তা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল । তাহলে কি শংকর ঘোষ নিটে যে দুর্নীতি হয়েছে সে কথা মেনে নিলেন ? প্রশ্ন তুলেছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় । শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ‘‘বিজেপি বাঙালিকে ব্যঙ্গ করে, কিন্তু মহামতি গোখলের কথাকে উদ্ধৃত করে ৷ এভাবে বাঙালিকে ব্যঙ্গ করা হবে, ভাবা যায় না । এই ঘটনা খুব দুর্ভাগ্যের । বাংলায় যদি দুর্নীতি হয়, তাহলে ওরা কেন দুর্নীতি করবে না ? একথা বলার মাধ্যমে শঙ্কর ঘোষ কার্যত স্বীকার করে নিয়েছেন, নিটে দুর্নীতি হয়েছে ।’’