কৃষ্ণনগর, 2 সেপ্টেম্বর: এশিয়ান স্পেসিফিক যোগাসন প্রতিযোগিতায় বড় সাফল্য ৷ দ্বীপরাষ্ট্রে পোডিয়াম শীর্ষে ফিনিশ করলেন নদিয়ার মেয়ে ৷ সিলভার জিতলেন মা ও প্রশিক্ষক ৷ যোগাসনে রোগমুক্তি ! তার হাত ধরেই এবার সাফল্য রাজ্যের ৷ কৃষ্ণনগরের আস্থা প্রশিক্ষণ কেন্দ্রের হয়ে অংশগ্রহণ করেছিলেন ঘূর্ণির বক্সিপাড়ার বাসিন্দা চম্পা হালদার ও তাঁর মেয়ে আর্যহী হালদার । ওই কেন্দ্রেরই প্রশিক্ষক বিপাশা মুখোপাধ্যায় ৷
প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীরা ৷ একের পর এক ধাপ পেরিয়ে মা চম্পা হালদার সিলভার ছিনিয়ে নেন ৷ মেয়ে দু’টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সোনা জিতে নেন । যোগাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষিকা বিপাশা মুখোপাধ্যায়ও জিতে নিয়েছেন সিলভার ৷ অর্থাৎ নদিয়ার তিনজনের মুকুটে উঠল নতুন পালক ৷
রুপোজয়ী চম্পা হালদার জানান, সাফল্যের পথে এসেছিল নানা বাঁধা ৷ পরিবারের সহযোগিতা পেলেও পথ বন্ধুর করে তুলেছিল আর্থিক সমস্যা ৷ তারমধ্যেই সাহস জুগিয়েছেন স্বামী।
প্রশিক্ষণ কেন্দ্রের প্রধান শিক্ষিকা বিপাশা মুখোপাধ্যায় বলেন, ‘‘যোগাসন একটি সাধনা ৷ সাফল্য পেতে গেলে নিজেকে অনেক পরিশ্রম করতে হবে ৷’’ তবে দেশের হয়ে এত বড় সাফল্য আসবে তা ভাবতে পারেননি । এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল পাকিস্তান, বাংলাদেশ, ভুটান-সহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা ৷ তিনি এও জানান, তাঁর প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় 300 জন কচিকাঁচা ও অভিভাবকরা যোগাসন শেখে । আগে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক সাফল্য এসেছে ৷ তবে এই প্রথম এশিয়া স্পেসিফিক যোগাসন কম্পিটিশনে এত বড় সাফল্য আসল ।
এটাই শেষ নয়, আরও বড় সাফল্যকেই পাখির চোখ করেছেন চম্পা, বিপাশারা ৷ তাদের কথায়, যোগ প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মেলে না সরকারি সাহায্য, সেই সাহায্য এলে শুধু সাফল্যই নয়, আরও উজ্জ্বল হবে ভবিষ্যৎ প্রজন্মও ।