ETV Bharat / state

উত্তরে প্রবল বৃষ্টির সতর্কতা ! দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, এখনও বর্ষার অপেক্ষা - West Bengal Weather Update - WEST BENGAL WEATHER UPDATE

Heatwave and Rainfall Update for Bengal: দক্ষিণবঙ্গে বর্ষা আসার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। এই অনুকূল পরিস্থিতি তৈরি হলে পূর্বাভাস দেওয়া সম্ভব হবে বলে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। সেইসঙ্গে হাওয়া অফিস শুক্রবার পাহাড় থেকে সমতলে কোথায় কেমন আবহাওয়া থাকবে তা নিয়েও সতর্কতা জানিয়ে দিল ৷ এই প্রতিবেদনে জেনে নিন বিস্তারিত ৷

Heatwave and Rainfall Update in Bengal
বর্ষার আগমনীর আশায় দক্ষিণবঙ্গ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 7:42 AM IST

কলকাতা, 14 জুন: দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে? উত্তরটা এখনও সঠিকভাবে বলতে পারছে না আবহাওয়া দফতর। তবে আজ থেকে আগামী সাতদিন অর্থাৎ 14-20 জুন এই সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের 2 থেকে 3 ডিগ্রির উপরে থাকবে। স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গে। পরবর্তী সাতদিন অর্থাৎ 21 থেকে 27 জুন তাপমাত্রা সামান্য কমলেও বৃষ্টির পরিমাণ বাড়বে। এই পরিস্থিতিকে বর্ষার আগমনী বলছেন আবহাত্তয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে দমকা ও ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। পাহাড়ে প্রবল বৃষ্টি ও দুর্যোগ আপাতত চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা ও দক্ষিণ দিনাজপুরেও।

উলটো ছবি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। তাপপ্রবাহের সতর্কতা ও পরিস্থিতি থাকবে আজ এবং আগামিকাল ৷ এই দুইদিন চরম তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় ৷ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকছে।

বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। আজ, শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা। রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।

কলকাতা, 14 জুন: দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে? উত্তরটা এখনও সঠিকভাবে বলতে পারছে না আবহাওয়া দফতর। তবে আজ থেকে আগামী সাতদিন অর্থাৎ 14-20 জুন এই সপ্তাহে তাপমাত্রা স্বাভাবিকের 2 থেকে 3 ডিগ্রির উপরে থাকবে। স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হবে দক্ষিণবঙ্গে। পরবর্তী সাতদিন অর্থাৎ 21 থেকে 27 জুন তাপমাত্রা সামান্য কমলেও বৃষ্টির পরিমাণ বাড়বে। এই পরিস্থিতিকে বর্ষার আগমনী বলছেন আবহাত্তয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেইসঙ্গে দমকা ও ঝোড়ো বাতাসের সম্ভাবনা থাকছে। পাহাড়ে প্রবল বৃষ্টি ও দুর্যোগ আপাতত চলবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে মালদা ও দক্ষিণ দিনাজপুরেও।

উলটো ছবি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে। তাপপ্রবাহের সতর্কতা ও পরিস্থিতি থাকবে আজ এবং আগামিকাল ৷ এই দুইদিন চরম তাপপ্রবাহের পরিস্থিতি এবং তাপপ্রবাহের সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলায় ৷ তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বাকি জেলাতেও গরম ও অস্বস্তিকর আবহাওয়া জারি থাকছে।

বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। আজ, শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা। রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.