কলকাতা, 13 জুন: মৌসুমী বায়ু নিয়ে দিল্লির মৌসম ভবন 14 তারিখের আগে কোনও পূর্বাভাস দেওয়ার জায়গায় নেই। আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ নিয়ে শব্দ এখনই খরচ করতে নারাজ। তবে পরিস্থিতির দিকে নজর রেখে বর্ষা প্রবেশ নিয়ে পূর্বাভাস দিতে চায় আলিপুর। এমনিতে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের নির্ধারিত দিন ছিল 10 জুন। তবে মনে করা হচ্ছে, 14 জুন, আগামিকাল বর্ষা প্রবেশ করতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ৷ যদিও বুধবার রাতে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে হালকা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বয়েছে।
আলিপুর জানিয়েছে, গতকালের মতো আজও দক্ষিণের হাওড়া, হুগলি, কলকাতা এবং উপকূলের দুই জেলা বাদ দিয়ে বাকি সব জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 15 তারিখ সামান্য বৃষ্টি হতে পারে। তবে, 16, 17 এবং 18 কিছুটা আশানুরূপ বৃষ্টি পেতে পারে কলকাতায়। সেইসঙ্গে দক্ষিণের জেলাগুলোতে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস।
আজ উত্তরবঙ্গের ওপরের 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা এবং দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল একই পূর্বাভাস রয়েছে ৷ 16, 17 ও 18 তারিখ উত্তরবঙ্গে ভারী এবং দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। 13, 14, 15 তারিখ অর্থাৎ আজ, আগামিকাল এবং শনিবার পশ্চিমের 3 জেলা পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়ায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে ৷ আর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর। বাকি জেলায় চূড়ান্ত আর্দ্র আবহাওয়ার ফলে ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতি থাকবে ৷
বুধবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি। আজ দিনের আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি এবং 30 ডিগ্রির আশেপাশে থাকবে ৷