কলকাতা, 25 জুলাই: মেঘ বৃষ্টি রোদের খেলায় নিজস্ব ছন্দে শ্রাবণ। জুন মাসের বৃষ্টি ঘাটতি থাকলেও, চলতি মাসের বৃষ্টিপাতের পরিমাণ সেই ঘাটতি অনেকটাই কমিয়েছে ৷ তবে যেভাবে মৌসুমী অক্ষরেখা সক্রিয়, তাতে রাজ্যের বৃষ্টি পরিস্থিতিতে আশার আলো। আগামী দু’দিন কলকাতা-সহ দুই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর ৷
আলিপুর আবহাত্তয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান, গত 24 ঘণ্টায় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে ৷ বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যেটি সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের উপর দিয়েই যাচ্ছে । তার প্রভাবে আগামী দুইদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ।
হাওয়া অফিসসূত্রে খবর, কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী দুই থেকে তিন দিন। তারপরেও দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে ৷ দক্ষিণবঙ্গের বীরভূম, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ৷ উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আগামী 24 ঘণ্টায় ধীরে ধীরে কমতে থাকবে ৷
জুন মাসের এক তারিখ থেকে 24 জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি চলছে 46 শতাংশ ৷ দক্ষিণবঙ্গে শুধু জুলাই মাসে জুন মাসের তুলনায় ঘাটতি কম রয়েছে, 26 শতাংশ । উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত স্বাভাবিক থেকে বেশি। 1 জুন থেকে 24 জুলাই পর্যন্ত 47 শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। সামগ্রিকভাবে গোটা পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত স্বাভাবিক হয়েছে। সমুদ্রে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের ইঙ্গিত না থাকলেও আগামী 3 দিন মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধ করেছে আলিপুর হাওয়া অফিস ৷
বুধবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা 27.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92 শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74 শতাংশ। বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে । বজ্রবিদ্যুৎ- সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷