ETV Bharat / state

আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি, বাদ যাবে না উত্তরও - BENGAL WEATHER UPDATE

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 29, 2024, 7:29 AM IST

Updated : Jul 29, 2024, 8:53 AM IST

weather Update: মোটের উপর আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷

weather Update
আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি (ফাইল ছবি)

কলকাতা, 29 জুলাই: নিম্নচাপ সক্রিয়তা আর নেই। মৌসুমী অক্ষরেখা দক্ষিণ-পূর্ব দিকে ঝুঁকে রয়েছে ৷ ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম ৷ তবে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া ও ঝাড়গ্রামে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । এছাড়াও অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ৷

আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি (ইটিভি ভারত)

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ তবে সমুদ্রে কোনও ঘূর্ণাবর্ত না-থাকায় মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা জারি করা হয়নি ৷ আজ সোমবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

সোমবারের মতো মঙ্গলবারও দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গের উত্তরের জেলা এবং উপকুলে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর । বর্ধমান, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ৷ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগণাতে।

বুধবারও দুই 24 পরগনা এবং দুই মেদনীপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে ৷ বাকি জেলাগুলিকতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ ৷ সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69 শতাংশ। ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করেছে। তা আরও কমবে বলে বলছে আলিপুর।

কলকাতা, 29 জুলাই: নিম্নচাপ সক্রিয়তা আর নেই। মৌসুমী অক্ষরেখা দক্ষিণ-পূর্ব দিকে ঝুঁকে রয়েছে ৷ ফলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম ৷ তবে দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া ও ঝাড়গ্রামে সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । এছাড়াও অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত ৷

আজ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বৃষ্টি (ইটিভি ভারত)

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ৷ তবে সমুদ্রে কোনও ঘূর্ণাবর্ত না-থাকায় মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা জারি করা হয়নি ৷ আজ সোমবার দিনের আকাশ সাধারণত মেঘলা থাকবে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

সোমবারের মতো মঙ্গলবারও দক্ষিণবঙ্গে সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গের উত্তরের জেলা এবং উপকুলে জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর । বর্ধমান, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তা রয়েছে ৷ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগণাতে।

বুধবারও দুই 24 পরগনা এবং দুই মেদনীপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর ৷ উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে ভারী বৃষ্টি হতে পারে ৷ বাকি জেলাগুলিকতেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 93 শতাংশ ৷ সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 69 শতাংশ। ইতিমধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করেছে। তা আরও কমবে বলে বলছে আলিপুর।

Last Updated : Jul 29, 2024, 8:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.