ETV Bharat / state

খাবার চুরি করে পালাচ্ছে বাঁদর, উৎপাতে অতিষ্ঠ চা শ্রমিকরা - tea worker facing problem - TEA WORKER FACING PROBLEM

Monkey Steal Food: লোকালয়ে বাঁদরের অত্যাচার ৷ চা শ্রমিকদের খাবার নিয়ে চলে যাচ্ছে বাঁদর ৷ কাজ ছেড়ে খাবার পাহাড়া দিচ্ছেন অন্য আরও এক শ্রমিক ৷ পরিস্থিতি সামাল দিতে এলাকাবাসীকে সচেতন হওয়ার কথাও বলা হয়েছে পরিবেশ প্রেমী সংগঠনের আধিকারিকদের পক্ষ থেকে ৷

Monkey Steal Food
চা শ্রমিকদের খাবার চুরি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 10:30 PM IST

চা শ্রমিকদের খাবার চুরি

জলপাইগুড়ি, 28 এপ্রিল: বাড়ি থেকে খাবার বানিয়ে সকাল সাতটায় চা বাগানের কাজ যোগ দেন চা শ্রমিকরা। সারাদিন পাতা তোলার কাজে ব্যস্ত থাকেন ৷ দীর্ঘ পরিশ্রমের পর যখন দুপুরের খাবার খেতে গেলেন, তখনই বুঝলেন অঘটন ঘটেছে ! টিফিন-সহ টিফিন বক্স উধাও ৷ প্রথম দিকে অবাক হলেও, পরে বোঝা যায় এটি বাঁদরের কীর্তি ! চা শ্রমিকদের না থাকার সুযোগে খাবারের ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে এক দল বাঁদর । তাদের অত্যাচারে অতিষ্ঠ ডুয়ার্সের চা শ্রমিকরা।

শুধুমাত্রা চা বাগান নয়, খাবারের সন্ধানে লোকালয়েও চলে আসছে বাঁদরের দল। সম্প্রতি জলপাইগুড়ি, ময়নাগুড়ি শহরেও বাঁদরের অত্যাচার বেড়েই চলেছে। শহরের আশেপাশে কোনও বন-জঙ্গল নেই, তবুও বাঁদরের দল শহরের বিভিন্ন এলাকায় খাবারের জন্য আসছে । এর থেকেই বোঝা যাচ্ছে, এলাকায় বাঁদরের খাবারের অভাব দেখা দিয়েছ ৷ তাই তারা হানা দিচ্ছে লোকালয়ে ৷

ডেঙ্গুয়াঝার চা বাগানের চা শ্রমিক আশা মুন্ডা, যাঁর দায়িত্ব বাঁদরের হাত থেকে খাবার রক্ষা করা ৷ তাঁর কথায়, "সকালে বাবা-মায়েরা খাবার নিয়ে কাজে আসে। সেই খাবার বাঁদরে নিয়ে চলে যায় । তাই আমাকে পাহাড়া দিতে হচ্ছে । পাহাড়া না দিলে বাঁদর খাবার নিয়ে চলে যাচ্ছে ৷ না খেয়ে থাকতে হচ্ছে বাবা-মাকে ৷

বাঁদরের এই অত্যাচারের কথা ইতিমধ্যেই ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের আধিকারিকদের কাছেও পৌঁছেছে ৷ এই সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, "মূলত খাবারের সন্ধানেই বাঁদরের দল লোকালয়ে হানা দিচ্ছে । জঙ্গলের খাবারের অভাবের কারণেই শহর ও জঙ্গল সংলগ্ন এলাকায় বাঁদরের উৎপাত বাড়ছে । তবে এটা আগে ছিল না । বর্তমানে আরও বেড়ে গিয়েছে গরম । অন্যদিকে লোকালয়ে বাঁদর এলে অনেকেই খাবার ছুড়ে দিচ্ছে । অতি সহজেই তারা খাবার পেয়ে যাচ্ছে। ফলে আর জঙ্গলের ফিরতে চাইছে না।"

জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ বিজয় জানান, লোকালয়ে বাঁদরের উৎপাতের খবর পাচ্ছি ৷ সাধারণ মানুষ খাবার দিয়েই সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে । বাঁদর আর এলাকা ছাড়ছে না । উপরন্তু অত্যাচার আরও বাড়াচ্ছে ৷

আরও পড়ুন:

  1. বৃন্দাবনে রোদচশমা ছিনতাই করল বাঁদর, কীভাবে ফিরে পেলেন মিমি ? দেখুন ভিডিয়ো
  2. বেঙ্গল সাফারি পার্কের পথে নতুন অতিথি, ত্রিপুরা থেকে আসছে দু’টি বিশেষ প্রজাতির বাঁদর ও দুটি সিংহ
  3. চশমা বাঁদরকে এসকর্ট করে আসা গাড়ির সঙ্গে লরির ধাক্কায় মৃত বনকর্মী, জখম 3

চা শ্রমিকদের খাবার চুরি

জলপাইগুড়ি, 28 এপ্রিল: বাড়ি থেকে খাবার বানিয়ে সকাল সাতটায় চা বাগানের কাজ যোগ দেন চা শ্রমিকরা। সারাদিন পাতা তোলার কাজে ব্যস্ত থাকেন ৷ দীর্ঘ পরিশ্রমের পর যখন দুপুরের খাবার খেতে গেলেন, তখনই বুঝলেন অঘটন ঘটেছে ! টিফিন-সহ টিফিন বক্স উধাও ৷ প্রথম দিকে অবাক হলেও, পরে বোঝা যায় এটি বাঁদরের কীর্তি ! চা শ্রমিকদের না থাকার সুযোগে খাবারের ব্যাগ নিয়ে চম্পট দিচ্ছে এক দল বাঁদর । তাদের অত্যাচারে অতিষ্ঠ ডুয়ার্সের চা শ্রমিকরা।

শুধুমাত্রা চা বাগান নয়, খাবারের সন্ধানে লোকালয়েও চলে আসছে বাঁদরের দল। সম্প্রতি জলপাইগুড়ি, ময়নাগুড়ি শহরেও বাঁদরের অত্যাচার বেড়েই চলেছে। শহরের আশেপাশে কোনও বন-জঙ্গল নেই, তবুও বাঁদরের দল শহরের বিভিন্ন এলাকায় খাবারের জন্য আসছে । এর থেকেই বোঝা যাচ্ছে, এলাকায় বাঁদরের খাবারের অভাব দেখা দিয়েছ ৷ তাই তারা হানা দিচ্ছে লোকালয়ে ৷

ডেঙ্গুয়াঝার চা বাগানের চা শ্রমিক আশা মুন্ডা, যাঁর দায়িত্ব বাঁদরের হাত থেকে খাবার রক্ষা করা ৷ তাঁর কথায়, "সকালে বাবা-মায়েরা খাবার নিয়ে কাজে আসে। সেই খাবার বাঁদরে নিয়ে চলে যায় । তাই আমাকে পাহাড়া দিতে হচ্ছে । পাহাড়া না দিলে বাঁদর খাবার নিয়ে চলে যাচ্ছে ৷ না খেয়ে থাকতে হচ্ছে বাবা-মাকে ৷

বাঁদরের এই অত্যাচারের কথা ইতিমধ্যেই ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের আধিকারিকদের কাছেও পৌঁছেছে ৷ এই সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, "মূলত খাবারের সন্ধানেই বাঁদরের দল লোকালয়ে হানা দিচ্ছে । জঙ্গলের খাবারের অভাবের কারণেই শহর ও জঙ্গল সংলগ্ন এলাকায় বাঁদরের উৎপাত বাড়ছে । তবে এটা আগে ছিল না । বর্তমানে আরও বেড়ে গিয়েছে গরম । অন্যদিকে লোকালয়ে বাঁদর এলে অনেকেই খাবার ছুড়ে দিচ্ছে । অতি সহজেই তারা খাবার পেয়ে যাচ্ছে। ফলে আর জঙ্গলের ফিরতে চাইছে না।"

জলপাইগুড়ি বনবিভাগের ডিএফও বিকাশ বিজয় জানান, লোকালয়ে বাঁদরের উৎপাতের খবর পাচ্ছি ৷ সাধারণ মানুষ খাবার দিয়েই সমস্যা আরও বাড়িয়ে দিচ্ছে । বাঁদর আর এলাকা ছাড়ছে না । উপরন্তু অত্যাচার আরও বাড়াচ্ছে ৷

আরও পড়ুন:

  1. বৃন্দাবনে রোদচশমা ছিনতাই করল বাঁদর, কীভাবে ফিরে পেলেন মিমি ? দেখুন ভিডিয়ো
  2. বেঙ্গল সাফারি পার্কের পথে নতুন অতিথি, ত্রিপুরা থেকে আসছে দু’টি বিশেষ প্রজাতির বাঁদর ও দুটি সিংহ
  3. চশমা বাঁদরকে এসকর্ট করে আসা গাড়ির সঙ্গে লরির ধাক্কায় মৃত বনকর্মী, জখম 3
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.