কলকাতা, 10 সেপ্টেম্বর: বাংলা থেকে এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি ৷ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের কারণে পুজোর সময় ছিটেফোটা বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যবাসী ৷ এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে এই মুহূর্তে ওড়িশা উপকূলভাগ অতিক্রম করে পুরীর কাছাকাছি রয়েছে, যার প্রভাবে উত্তাল সাগর ৷ তাই মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দিনের আকাশ থাকবে মেঘলা । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 28 ডিগ্রির আশেপাশে থাকবে ৷ সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ ও সর্বনিম্ন 64 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমান 13.1 মিলিমিটার ।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণে রাজ্যের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও দক্ষিণ 24 পরগনায় । তবে মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরে । বুধবার দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বৃহস্পতিবার নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা । শুক্রবার মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বুধবার ৷ কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । এছাড়া বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের সব জেলায় । কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, 1 জুন থেকে এখনও পর্যন্ত রাজ্যে বৃষ্টিপাতের ঘাটতি 8 শতাংশ, যা স্বাভাবিক ।