ETV Bharat / state

দক্ষিণবঙ্গে রবিবার থেকে কমবে বৃষ্টি, রথের দিন দুর্যোগ অব্যাহত পাহাড়ে - West Bengal Weather Update

Monsoon Update for West Bengal: রীতি বজায় রেখে রবিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে হালকা থেকে মাঝারি বৃষ্টি ৷ উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি বজায় থাকবে ৷ পূর্বাভাসে এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 7, 2024, 7:17 AM IST

Monsoon Update for West Bengal
রথের দিন বঙ্গে বৃষ্টির পূর্বাভাস (নিজস্ব চিত্র)

কলকাতা, 7 জুলাই: রথের দিন বৃষ্টি হওয়ার রীতি বহু যুগের । আজ, রবিবার রথ । আষাঢ় মাসে জগন্নাথদেবের উৎসবের সঙ্গে বৃষ্টির যোগ নতুন কিছু নয় । এবার সেই রীতি বজায় রয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের সর্বত্রই হবে বৃষ্টি ৷ তবে হালকা থেকে মাঝারি ।

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 91 শতাংশ এবং সর্বনিম্ন 65 শতাংশ । আজ, রবিবার দিনের আকাশ থাকবে মেঘলা । কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

রাজ্যে সক্রিয় প্রভাব রয়েছে বর্ষার । সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণাবর্ত । পাশাপাশি, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । এই অক্ষরেখা বিহার, রাজ্যের হিমালয়ের পাদদেশ, সিকিম, উত্তর বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে । ফলসরূপ উত্তরবঙ্গের উপর ভারী থেকে অতিভারী বৃষ্টির খাঁড়া । বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের এই পরিস্থিতি পালটানোর কোনও সম্ভাবনা নেই ।

দক্ষিণবঙ্গে আজ, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে । তবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস । আগামীকাল, সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে প্রচুর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । বাকি তিনটি জেলাতে একই রকম বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী 9 জুলাই উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ এছাড়া বাকি তিনটি জেলা ও দক্ষিণবঙ্গের নদিয়া, দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী 10 এবং 11 জুলাই উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তা হালকা থেকে মাঝারি বৃষ্টি ।

কলকাতা, 7 জুলাই: রথের দিন বৃষ্টি হওয়ার রীতি বহু যুগের । আজ, রবিবার রথ । আষাঢ় মাসে জগন্নাথদেবের উৎসবের সঙ্গে বৃষ্টির যোগ নতুন কিছু নয় । এবার সেই রীতি বজায় রয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ দক্ষিণবঙ্গের সর্বত্রই হবে বৃষ্টি ৷ তবে হালকা থেকে মাঝারি ।

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 91 শতাংশ এবং সর্বনিম্ন 65 শতাংশ । আজ, রবিবার দিনের আকাশ থাকবে মেঘলা । কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

রাজ্যে সক্রিয় প্রভাব রয়েছে বর্ষার । সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণাবর্ত । পাশাপাশি, দক্ষিণ-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । এই অক্ষরেখা বিহার, রাজ্যের হিমালয়ের পাদদেশ, সিকিম, উত্তর বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে । ফলসরূপ উত্তরবঙ্গের উপর ভারী থেকে অতিভারী বৃষ্টির খাঁড়া । বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের এই পরিস্থিতি পালটানোর কোনও সম্ভাবনা নেই ।

দক্ষিণবঙ্গে আজ, রবিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও কমবে । তবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস । আগামীকাল, সোমবার উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে প্রচুর বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস । বাকি তিনটি জেলাতে একই রকম বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী 9 জুলাই উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ এছাড়া বাকি তিনটি জেলা ও দক্ষিণবঙ্গের নদিয়া, দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুরেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আগামী 10 এবং 11 জুলাই উত্তরবঙ্গের জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা । দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে তা হালকা থেকে মাঝারি বৃষ্টি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.