ETV Bharat / state

সন্দীপ ঘনিষ্ঠদের নিয়মিত টাকা পাঠাতেন আশিস, বিস্ফোরক দাবি সিবিআইয়ের - RG Kar Corruption Probe - RG KAR CORRUPTION PROBE

আরজি কর দুর্নীতি-কাণ্ডে আশিস পাণ্ডের সঙ্গে সন্দীপ ঘোষের দিনের পর দিন টাকার লেনদেন ৷ সন্দীপ ঘনিষ্ঠদের মধ্যে আর্থিক দুর্নীতির সেতুবন্ধনের কাজ করতেন এই চিকিৎসক ৷

RG KAR CORRUPTION PROBE
সন্দীপ ঘোষের সঙ্গে আর্থিক লেনদেন চলত আশিস পাণ্ডের (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 6:42 PM IST

কলকাতা, 5 অক্টোবর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি-কাণ্ডে ধৃত চিকিৎসক আশিস পাণ্ডের বিষয়ে বিস্ফোরক তথ্য হাতে পেল সিবিআই । জানা গিয়েছে, বছরের পর বছর ধরে ধৃত আশিসের সঙ্গে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক লেনদেন হয়েছিল । লক্ষাধিক টাকার আর্থিক লেনদেন প্রত্যেক মাসেই হতো বলে সিবিআই সূত্রে খবর ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আশিস পাণ্ডে মূলত সন্দীপ ও তাঁর ঘনিষ্ঠদের মধ্যে আর্থিক দুর্নীতির সেতুবন্ধনের কাজ করতেন । কিন্তু কীভাবে? সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের অ্যকাউন্টে টাকা পাঠিয়েছেন আশিস পাণ্ডে । তৃণমূলের এই যুবনেতা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ভালোভাবে খতিয়ে দেখার পর এমনই বিস্ফোরক তথ্য হাতে এসেছে সিবিআইয়ের । আশিসের অ্যাকাউন্ট থেকে কাদের কাদের টাকা পাঠানো হয়েছিল, সেই সমস্ত অ্যাকাউন্টের ডিটেলস এবং সমস্ত ব্যক্তিদের সম্পর্কেও ইতিমধ্যে খোঁজখবর শুরু করেছে সিবিআই ।

RG KAR CORRUPTION PROBE
আরজি কর-কাণ্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের (নিজস্ব ছবি)

সিবিআইয়ের দাবি, মূলত সন্দীপ ঘোষের কথাতেই তাঁর ঘনিষ্ঠদের টাকা পাঠিয়েছিলেন আশিস পাণ্ডে । আর এই 'দুর্নীতির' সুবাদে আরজি করের মতো একটি নামকরা সরকারি হাসপাতালে হাউসস্টাফ হয়ে গিয়েছিলেন আশিস । সিবিআইয়ের অভিযোগ, সমস্ত কিছুই সন্দীপ ঘোষের প্রভাবেই হয়েছিল ।

এছাড়া সিবিআইয়ের তরফে জানা গিয়েছে, গত 9 অগস্ট যখন আরজি কর হাসপাতালে চারতলার সেমিনার হল থেকে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়, তারপর ঘটনাস্থলে দেখা গিয়েছিল এই চিকিৎসক আশিস পাণ্ডেকে । ফলে হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য-প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জের সঙ্গে আশিস পাণ্ডে যোগসাজস করেছিল বলে অভিযোগ সিবিআইয়ের ।

RG KAR CORRUPTION PROBE
সন্দীপ ঘনিষ্ঠদের নিয়মিত টাকা পাঠাতেন আশিস বলে অভিযোগ (নিজস্ব ছবি)

বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই ৷ শুক্রবার তাঁকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় ৷ আশিস পাণ্ডেকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ এই সময় তাঁকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য আসছে সিবিআইয়ের সামনে ৷

কলকাতা, 5 অক্টোবর: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতি-কাণ্ডে ধৃত চিকিৎসক আশিস পাণ্ডের বিষয়ে বিস্ফোরক তথ্য হাতে পেল সিবিআই । জানা গিয়েছে, বছরের পর বছর ধরে ধৃত আশিসের সঙ্গে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আর্থিক লেনদেন হয়েছিল । লক্ষাধিক টাকার আর্থিক লেনদেন প্রত্যেক মাসেই হতো বলে সিবিআই সূত্রে খবর ।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, আশিস পাণ্ডে মূলত সন্দীপ ও তাঁর ঘনিষ্ঠদের মধ্যে আর্থিক দুর্নীতির সেতুবন্ধনের কাজ করতেন । কিন্তু কীভাবে? সিবিআই সূত্রে খবর, সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের অ্যকাউন্টে টাকা পাঠিয়েছেন আশিস পাণ্ডে । তৃণমূলের এই যুবনেতা একাধিক ব্যাংক অ্যাকাউন্ট ভালোভাবে খতিয়ে দেখার পর এমনই বিস্ফোরক তথ্য হাতে এসেছে সিবিআইয়ের । আশিসের অ্যাকাউন্ট থেকে কাদের কাদের টাকা পাঠানো হয়েছিল, সেই সমস্ত অ্যাকাউন্টের ডিটেলস এবং সমস্ত ব্যক্তিদের সম্পর্কেও ইতিমধ্যে খোঁজখবর শুরু করেছে সিবিআই ।

RG KAR CORRUPTION PROBE
আরজি কর-কাণ্ডে বিস্ফোরক দাবি সিবিআইয়ের (নিজস্ব ছবি)

সিবিআইয়ের দাবি, মূলত সন্দীপ ঘোষের কথাতেই তাঁর ঘনিষ্ঠদের টাকা পাঠিয়েছিলেন আশিস পাণ্ডে । আর এই 'দুর্নীতির' সুবাদে আরজি করের মতো একটি নামকরা সরকারি হাসপাতালে হাউসস্টাফ হয়ে গিয়েছিলেন আশিস । সিবিআইয়ের অভিযোগ, সমস্ত কিছুই সন্দীপ ঘোষের প্রভাবেই হয়েছিল ।

এছাড়া সিবিআইয়ের তরফে জানা গিয়েছে, গত 9 অগস্ট যখন আরজি কর হাসপাতালে চারতলার সেমিনার হল থেকে চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধার হয়, তারপর ঘটনাস্থলে দেখা গিয়েছিল এই চিকিৎসক আশিস পাণ্ডেকে । ফলে হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য-প্রমাণ লোপাটে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জের সঙ্গে আশিস পাণ্ডে যোগসাজস করেছিল বলে অভিযোগ সিবিআইয়ের ।

RG KAR CORRUPTION PROBE
সন্দীপ ঘনিষ্ঠদের নিয়মিত টাকা পাঠাতেন আশিস বলে অভিযোগ (নিজস্ব ছবি)

বৃহস্পতিবার আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির ঘটনায় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডেকে গ্রেফতার করে সিবিআই ৷ শুক্রবার তাঁকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হয় ৷ আশিস পাণ্ডেকে 3 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ এই সময় তাঁকে জেরা করে একের পর এক বিস্ফোরক তথ্য আসছে সিবিআইয়ের সামনে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.