বালুরঘাট, 20 এপ্রিল: লোকসভা ভোটের নির্বাচনী প্রচারে এসে সুকান্ত মজুমদারকে শংসাপত্র দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী । বালুরঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের ৷ তাঁর সমর্থনে প্রচার করতেই দক্ষিণ দিনাজপুরে এসেছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী ৷ তপন হাইস্কুলের মাঠে নির্বাচনী প্রচারও করেন ৷ এদিন সন্ধ্যেই মিঠুন চক্রবর্তী মঞ্চে উঠলেও তাঁকে দেখার জন্য দুপুর থেকেই সভাস্থল এবং রাস্তার দুপাশে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন।
হেলিকপ্টার বিভ্রাটের কারণে সময়মত সভাস্থলে পৌঁছতে না-পারায় মঞ্চে উঠেই সকলের কাছে ক্ষমা চেয়ে নেন ৷ দেরিতে মঞ্চে ওঠায় সাধারণ মানুষের মন জয় করতে কিছুটা সময় ছবি তোলার সুযোগও করে দিয়েছেন মিঠুন চক্রবর্তী। এরপরই ভিড় সভায় বক্তব্য রাখতে শুরু করেন মিঠুন ৷ এই সভাতেই বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, "বিজেপি বুঝে-শুনে প্রার্থী করে ৷ এমন কোনও নেতা নেই যারা দুর্নীতিতে জড়িত ৷ সুকান্ত মজুমদার সৎ ব্যক্তি ৷ তাই দল থেকে তাঁকে প্রার্থী করেছে ৷ তাই বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ৷" পাশাপাশি চুরি, দুর্নীতি, অপরাধমূলক কাজে তৃণমূল জড়িত বলে তাদের প্রার্থীকে একটিও ভোট না-দেওয়ার পরমর্শ দেন অভিনেতা ৷
সবশেষে মহাগুরু মুখে সিনেমার ডায়লগও বাদ যায়নি ৷ যদিও ভোট শুরু হয়ে য়াওয়ায় বেশ কিছু আইনি জটিলতার কারণে কয়েকটি সিমেনার ডায়লগ ঘুরিয়ে বলেন ৷ তার মাঝেই আবারও বালুরঘাট কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে জনগণকে বার্তা দেন, "মানুষটিকে আপনারা বারেবারে জিতিয়ে আনুন দক্ষিণ দিনাজপুর জেলা স্বার্থে। তাহলে জেলার প্রচুর উন্নতি হবে বলে আমার বিশ্বাস।" বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিজেপির কর্মীদের মনোবল বাড়াতে এবং ভালো ফল করতে জেলার বিভিন্ন জায়গায় জোর কদমে প্রচার চলবে ৷ রোড শো ও একাধিক পথসভার ব্যবস্থা করা হবে ৷ এই কেন্দ্রে আগামী 26 এপ্রিল ভোট ৷ তার আগেই প্রচারে ঝড় তুলতে মরিয়া বিজেপি ৷
আরও পড়ুন: