ETV Bharat / state

কাঁপছিল পা ! ক্লান্তির জেরে রোড শো ছাড়লেন মহাগুরু; ক্ষোভ উগরে দিল জনতা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Mithun Chakraborty Road Show: মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য তীব্র গরম উপেক্ষা করে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন সাধারণ মানুষ ৷ কিন্তু রোড শোয়ে তাঁকে না দেখতে পেয়ে বেজায় চটলেন তাঁরা ৷ পরিস্থিতি গড়াল হাতাহাতিতে ৷ এই নিয়ে কী বললেন মিঠুন ?

Mithun Chakraborty
মিঠুনের রোড শোয়ে বিশৃঙ্খলা
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 28, 2024, 6:17 PM IST

Updated : Apr 28, 2024, 6:57 PM IST

মিঠুন চক্রবর্তীর রোড শো

আসানসোল, 28 এপ্রিল: মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে তাঁকেই দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিল জনতা । যার জেরে সাধারণ মানুষের সঙ্গে অশান্তি থেকে শুরু করে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপির কর্মী-সমর্থকরা । শেষ পর্যন্ত বিষয়টি জানতে পেরে নিজেই ক্ষমা চাইলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রবিবার আসানসোলের মহিশীলা এলাকায় এমনই ঘটনা ঘটেছে ৷ পরে মিঠুন জানান, দীর্ঘ পথ অতিক্রম করায় তিনি ক্লান্ত ছিলেন। তাঁর পা কাঁপছিল। এমতাবস্থায় রোড শো চালিয়ে নিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না।

এদিন আসানসোল বুধা ময়দান থেকে মহিশীলা বটতলা বাজার পর্যন্ত বিজেপি প্রার্থী সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো ছিল মিঠুন চক্রবর্তীর। বুধা ময়দানে হেলিকপ্টার থেকে নামেন মিঠুন। তারপর সেখান থেকে প্রার্থী আলুওয়ালিয়ার সঙ্গে হুড খোলা গাড়িতে শুরু হয় রোড শো ।মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রাস্তার দু'পাশে প্রচুর মানুষের ভিড় করেন। আসানসোলে এদিন প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল । তার সঙ্গে ছিল তাপপ্রবাহ ।

রোদ-গরম কে উপেক্ষা করে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা রাস্তার দু'পাশে দাঁড়িয়েছিলেন প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখার জন্য । দীর্ঘ পথ মিঠুনও রোড শোয়ে অংশ নেন । কিন্তু মহিশীলা ঢোকার পর প্রচন্ড ক্লান্ত অনুভব করতে থাকেন অভিনেতা। প্রার্থীর সঙ্গে আলোচনার পর শীতাতপ নিয়ন্ত্রিত চার চাকা গাড়িতে কাঁচ তুলে বসেন মিঠুন ।

অন্যদিকে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পর মানুষজন দেখেন হুড খোলা গাড়িতে আলুওয়ালিয়া একাই আসছেন । তখন মিঠুন কোথায় এমন খোঁজ পরে । দেখা যায় যে কাঁচ তুলে মিঠুন রোড শো শেষ করে বেরিয়ে যাচ্ছেন । আর তারপর প্রিয় অভিনেতাকে দেখতে না পেয়ে ক্ষোভের সৃষ্টি হয় । সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দেন । বিজেপি প্রার্থীরা তাদের বোঝাতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এবং হাতাহাতিও বেঁধে যায় ।

ঘটনাস্থলে উপস্থিত হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দু'পক্ষকে দু'দিকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । বিষয়টি নিয়ে আসানসোলের একটি হোটেলে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "বিজেপি প্রার্থী বা কর্মী সমর্থকদের কোনও দোষ নেই । আমিই পারছিলাম না । এতটা পথ আসার পর আমার পা কাঁপছিল বলে দাঁড়াতেই পারছিলাম না । আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

আরও পড়ুন :

  1. চাঁচলে মিঠুনের রোড শো-তে 'গো ব্যাক' স্লোগান ! খগেনকে নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী
  2. নতুন রেকর্ডের পথে তীব্র তাপপ্রবাহ-হাসফাঁসানি গরম, সাত জেলায় আজ সতর্কবার্তা
  3. ঝঞ্ঝা কাঁটাতেই আটকে কালবৈশাখী, তপ্ত হাওয়ায় জ্বলছে বাংলা; জারি লাল সতর্কতা

মিঠুন চক্রবর্তীর রোড শো

আসানসোল, 28 এপ্রিল: মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে তাঁকেই দেখতে না পেয়ে ক্ষোভ উগড়ে দিল জনতা । যার জেরে সাধারণ মানুষের সঙ্গে অশান্তি থেকে শুরু করে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপির কর্মী-সমর্থকরা । শেষ পর্যন্ত বিষয়টি জানতে পেরে নিজেই ক্ষমা চাইলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রবিবার আসানসোলের মহিশীলা এলাকায় এমনই ঘটনা ঘটেছে ৷ পরে মিঠুন জানান, দীর্ঘ পথ অতিক্রম করায় তিনি ক্লান্ত ছিলেন। তাঁর পা কাঁপছিল। এমতাবস্থায় রোড শো চালিয়ে নিয়ে যাওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না।

এদিন আসানসোল বুধা ময়দান থেকে মহিশীলা বটতলা বাজার পর্যন্ত বিজেপি প্রার্থী সুরিন্দরজিৎ সিং আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো ছিল মিঠুন চক্রবর্তীর। বুধা ময়দানে হেলিকপ্টার থেকে নামেন মিঠুন। তারপর সেখান থেকে প্রার্থী আলুওয়ালিয়ার সঙ্গে হুড খোলা গাড়িতে শুরু হয় রোড শো ।মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য রাস্তার দু'পাশে প্রচুর মানুষের ভিড় করেন। আসানসোলে এদিন প্রায় 44 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল । তার সঙ্গে ছিল তাপপ্রবাহ ।

রোদ-গরম কে উপেক্ষা করে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা রাস্তার দু'পাশে দাঁড়িয়েছিলেন প্রিয় অভিনেতাকে একবার চোখের দেখা দেখার জন্য । দীর্ঘ পথ মিঠুনও রোড শোয়ে অংশ নেন । কিন্তু মহিশীলা ঢোকার পর প্রচন্ড ক্লান্ত অনুভব করতে থাকেন অভিনেতা। প্রার্থীর সঙ্গে আলোচনার পর শীতাতপ নিয়ন্ত্রিত চার চাকা গাড়িতে কাঁচ তুলে বসেন মিঠুন ।

অন্যদিকে, দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করার পর মানুষজন দেখেন হুড খোলা গাড়িতে আলুওয়ালিয়া একাই আসছেন । তখন মিঠুন কোথায় এমন খোঁজ পরে । দেখা যায় যে কাঁচ তুলে মিঠুন রোড শো শেষ করে বেরিয়ে যাচ্ছেন । আর তারপর প্রিয় অভিনেতাকে দেখতে না পেয়ে ক্ষোভের সৃষ্টি হয় । সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দেন । বিজেপি প্রার্থীরা তাদের বোঝাতে গেলে দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায় এবং হাতাহাতিও বেঁধে যায় ।

ঘটনাস্থলে উপস্থিত হয় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। দু'পক্ষকে দু'দিকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । বিষয়টি নিয়ে আসানসোলের একটি হোটেলে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "বিজেপি প্রার্থী বা কর্মী সমর্থকদের কোনও দোষ নেই । আমিই পারছিলাম না । এতটা পথ আসার পর আমার পা কাঁপছিল বলে দাঁড়াতেই পারছিলাম না । আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ।"

আরও পড়ুন :

  1. চাঁচলে মিঠুনের রোড শো-তে 'গো ব্যাক' স্লোগান ! খগেনকে নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী
  2. নতুন রেকর্ডের পথে তীব্র তাপপ্রবাহ-হাসফাঁসানি গরম, সাত জেলায় আজ সতর্কবার্তা
  3. ঝঞ্ঝা কাঁটাতেই আটকে কালবৈশাখী, তপ্ত হাওয়ায় জ্বলছে বাংলা; জারি লাল সতর্কতা
Last Updated : Apr 28, 2024, 6:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.