ETV Bharat / state

নামবিভ্রাট ! বাহিনী নিয়ে ভুল ঠিকানায় হানা, ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ চুঁচুড়ায় - নামবিভ্রাট

Mistake of ED: কেন্দ্রীয় বাহিনী নিয়ে চুঁচুড়ায় ভুল ঠিকানায় হানা দিল ইডি ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকয় ৷ কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে উঠেছে হেনস্থার অভিযোগ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 1:22 PM IST

Updated : Feb 6, 2024, 2:50 PM IST

বাহিনী নিয়ে ভুল ঠিকানায় হানা

চুঁচুড়া, 6 ফেব্রুয়ারি: নামবিভ্রাটে বড় ভুল করে ফেলল ইডি ৷ হানা দিয়ে ফেলল ভুল ঠিকানায় ৷ তারা চন্দননগর হরিদ্রাডাঙায় সন্দীপ সাধুখাঁর বাড়িতে হানা দিতে গিয়ে ভুল করে অভিযান চালাল চুঁচুড়ার সন্দীপ কুমার সাধুখাঁর বাড়িতে ৷ সাতসকালে ইডির কনভয়, কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দে ত্রস্ত হয়ে পড়ে চুঁচুড়ার ময়নাডাঙার সাধুখাঁ পরিবার ৷ গুঞ্জন শুরু হয়ে যায় প্রতিবেশীদের মধ্যে ৷ পরে ভুল ভাঙলেও এত বড় কেন্দ্রীয় সংস্থার এত বড় ভুল মেনে নিতে পারছেন না কেউই ৷ ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে ৷ যদিও, পরে প্রকৃত সন্দীপ সাধুখাঁর বাড়ি খুঁজে পায় ইডি ৷

মঙ্গলবার সাতসকালে এই ঘটনায় শোরগোল বাঁধল চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় ৷ স্থানীয় বাসিন্দা সন্দীপ কুমার সাধুখাঁ তখন ব্যবসার কাজে বেরোবার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ সকাল ন'টা নাগাদ আচমকা তাঁর বাড়ির সামনে এসে দাঁড়ায় বিরাট কনভয় ৷ সারি বেঁধে বাড়ির সামনে এসে থামে বেশ কয়েকটি গাড়ি ৷ মুহূর্তে গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ তাই দেখে স্থানীয় মানুষদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায় । হকচকিয়ে যায় সাধুখাঁ পরিবার ৷

এরপর ইডি আধিকারিকরা একে একে গাড়ি থেকে নেমে এসে সন্দীপ কুমার সাধুখাঁর বাড়ির দরজায় কড়া নাড়েন ৷ দরজা খুলে দিতেই একপ্রকার জোর করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা ৷ তাঁরা গোটা বাড়িতে তল্লাশির প্রস্তুতি শুরু করে দেন ৷ এই কাণ্ড দেখে তখনও কিছু বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা ৷ এরপর তল্লাশির আগে মেমো নম্বরে সই করাতে গেলে সন্দীপ কুমার সাধুখাঁর ছেলে শুভদীপ দেখেন যে, তাঁর বাবার নামের বানান ভুল রয়েছে । এছাড়াও সেখানে চুঁচুড়া পুলিশ স্টেশনের কথা উল্লেখ ছিল না । সেই নিয়েই প্রশ্ন তোলেন শুভদীপ ।

তিনি আধিকারিকদের প্রশ্ন করেন, "আমি কেন সই করব । নাম ঠিক থাকলেও থানা ও বাবার নামের বানান ভুল রয়েছে ।" এরপরে ইডি আধিকারিকরা সন্দীপ কুমার সাধুখাঁর ভোটার ও আধার কার্ড দেখাতে বলেন । তারপরেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায় ৷ সন্দীপের দাবি, ইডি আধিকারিকরা ভুল হয়েছে বলে তাঁদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান । যদিও ততক্ষণে চাপা উত্তেজনা ছড়িয়ে পরিবারের সবার মধ্যে ৷ ইডি আধিকারিকদের দেখে প্রতিবেশীরাও এই নিয়ে চর্চা শুরু করেছেন ৷ ফলে এই ঘটনায় বেশ অসম্মানিত বোধ করে সাধুখাঁ পরিবার ৷

স্থানীয় সূত্রে খবর, সন্দীপ সাধুখাঁর লজেন্সের ব্যবসা রয়েছে মহেশপুরে । তাঁর কারখানায় কয়েকজন শ্রমিক কাজও করেন ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকায় কলকাতায় চিকিৎসা চলছে ওই ব্যবসায়ীর ৷ আজকের ঘটনা তাঁর উপর যথেষ্ট প্রভাব ফেলেছে বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে শুভদীপ ৷ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "সকালে ইডি আমাদের বাড়িতে এসেছিল ৷ কিন্তু তারা যে নাম দেখায়, তার সঙ্গে আমাদের নামের কোনও বানান মিলছিল না । আমাদের প্রচণ্ড হেনস্থা হতে হয়েছে । এতে আমাদের মান-সম্মান হানি হয়েছে । পাড়ার মধ্যে যেভাবে বড় কনভয় নিয়ে এসেছে তাতে আমাদের সম্মানহানি হয়েছে । পরে আইডি প্রুফ দেখানোর পরেই তারা ভুল বুঝতে পারে এবং তা স্বীকার করে বেরিয়ে যায় । আমার অনুরোধ, এভাবে সাধারণ মানুষের মান-সম্মান নিয়ে ছিনিমিনি খেলা ঠিক নয় । আমার বাবার টাটা মেডিক্যালে ক্যানসারের চিকিৎসা চলছে ।"

শুভদীপের আরও অভিযোগ, "ইডির মতো এত বড় কেন্দ্রীয় সংস্থা ভুল ইনফরমেশনে কীভাবে আসে সেটা বুঝতে পারছি না । যখন তারা ওয়ারেন্ট সই করার জন্য বলে, তখন আমাকে সেই কপি পড়তেও দেওয়া হচ্ছিল না । এক প্রকার জোর করার চেষ্টা করছিলেন আধিকারিকরা । আমি যখন জানতে চাই বারবার, তখন আমার সঙ্গে তাঁরা বেশি কথাও বলতে চাইছিলেন না । ভুল ব্যক্তির কাছে চলে আসা হয়েছে । আইডি প্রুফ, আধার কার্ড দেখেছেন । ইডি যা করছে তাতে এক প্রকার ভদ্র মানুষকে অসম্মান করা হচ্ছে । অযথা সকালবেলা পুরো সময়টা আমাদের নষ্ট হল ।"

এ দিকে, ভুল ঠিকানায় হানা দিয়েছে বুঝতে পেরে সেই বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা ৷ এবং পরে সিঙ্গুর ও হরিপাল ঘুরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাঁরা হদিশ পান চন্দননগর হরিদ্রাডাঙায় সন্দীপ সাধুখাঁর বাড়ির ৷ এই সন্দীপ আগে ধনিয়াখালির বেলমুরি গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ছিলেন । এখন খানাকুলের জগৎপুরের নির্মাণ সহায়ক পদে রয়েছেন তিনি । তাঁর বাড়িতে থাকেন তাঁর মা মলিনা দেবী এবং স্ত্রী মৌসুমী । সেখানে তল্লাশি শুরু করতে চলেছেন ইডি আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. 100 দিনের কাজে দুর্নীতি, সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা
  2. আর্থিক তছরূপের অভিযোগ নেই শাহজাহানের নামে, ইডি'র তদন্ত প্রসঙ্গে আদালতে দাবি আইনজীবীদের
  3. ই-মেল মারফত সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানকে নোটিশ ইডির

বাহিনী নিয়ে ভুল ঠিকানায় হানা

চুঁচুড়া, 6 ফেব্রুয়ারি: নামবিভ্রাটে বড় ভুল করে ফেলল ইডি ৷ হানা দিয়ে ফেলল ভুল ঠিকানায় ৷ তারা চন্দননগর হরিদ্রাডাঙায় সন্দীপ সাধুখাঁর বাড়িতে হানা দিতে গিয়ে ভুল করে অভিযান চালাল চুঁচুড়ার সন্দীপ কুমার সাধুখাঁর বাড়িতে ৷ সাতসকালে ইডির কনভয়, কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দে ত্রস্ত হয়ে পড়ে চুঁচুড়ার ময়নাডাঙার সাধুখাঁ পরিবার ৷ গুঞ্জন শুরু হয়ে যায় প্রতিবেশীদের মধ্যে ৷ পরে ভুল ভাঙলেও এত বড় কেন্দ্রীয় সংস্থার এত বড় ভুল মেনে নিতে পারছেন না কেউই ৷ ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ উঠেছে ৷ যদিও, পরে প্রকৃত সন্দীপ সাধুখাঁর বাড়ি খুঁজে পায় ইডি ৷

মঙ্গলবার সাতসকালে এই ঘটনায় শোরগোল বাঁধল চুঁচুড়ার ময়নাডাঙা এলাকায় ৷ স্থানীয় বাসিন্দা সন্দীপ কুমার সাধুখাঁ তখন ব্যবসার কাজে বেরোবার প্রস্তুতি নিচ্ছিলেন ৷ সকাল ন'টা নাগাদ আচমকা তাঁর বাড়ির সামনে এসে দাঁড়ায় বিরাট কনভয় ৷ সারি বেঁধে বাড়ির সামনে এসে থামে বেশ কয়েকটি গাড়ি ৷ মুহূর্তে গোটা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ৷ তাই দেখে স্থানীয় মানুষদের মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায় । হকচকিয়ে যায় সাধুখাঁ পরিবার ৷

এরপর ইডি আধিকারিকরা একে একে গাড়ি থেকে নেমে এসে সন্দীপ কুমার সাধুখাঁর বাড়ির দরজায় কড়া নাড়েন ৷ দরজা খুলে দিতেই একপ্রকার জোর করে বাড়ির ভেতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা ৷ তাঁরা গোটা বাড়িতে তল্লাশির প্রস্তুতি শুরু করে দেন ৷ এই কাণ্ড দেখে তখনও কিছু বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা ৷ এরপর তল্লাশির আগে মেমো নম্বরে সই করাতে গেলে সন্দীপ কুমার সাধুখাঁর ছেলে শুভদীপ দেখেন যে, তাঁর বাবার নামের বানান ভুল রয়েছে । এছাড়াও সেখানে চুঁচুড়া পুলিশ স্টেশনের কথা উল্লেখ ছিল না । সেই নিয়েই প্রশ্ন তোলেন শুভদীপ ।

তিনি আধিকারিকদের প্রশ্ন করেন, "আমি কেন সই করব । নাম ঠিক থাকলেও থানা ও বাবার নামের বানান ভুল রয়েছে ।" এরপরে ইডি আধিকারিকরা সন্দীপ কুমার সাধুখাঁর ভোটার ও আধার কার্ড দেখাতে বলেন । তারপরেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে যায় ৷ সন্দীপের দাবি, ইডি আধিকারিকরা ভুল হয়েছে বলে তাঁদের বাড়ি ছেড়ে বেরিয়ে যান । যদিও ততক্ষণে চাপা উত্তেজনা ছড়িয়ে পরিবারের সবার মধ্যে ৷ ইডি আধিকারিকদের দেখে প্রতিবেশীরাও এই নিয়ে চর্চা শুরু করেছেন ৷ ফলে এই ঘটনায় বেশ অসম্মানিত বোধ করে সাধুখাঁ পরিবার ৷

স্থানীয় সূত্রে খবর, সন্দীপ সাধুখাঁর লজেন্সের ব্যবসা রয়েছে মহেশপুরে । তাঁর কারখানায় কয়েকজন শ্রমিক কাজও করেন ৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ থাকায় কলকাতায় চিকিৎসা চলছে ওই ব্যবসায়ীর ৷ আজকের ঘটনা তাঁর উপর যথেষ্ট প্রভাব ফেলেছে বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে শুভদীপ ৷ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "সকালে ইডি আমাদের বাড়িতে এসেছিল ৷ কিন্তু তারা যে নাম দেখায়, তার সঙ্গে আমাদের নামের কোনও বানান মিলছিল না । আমাদের প্রচণ্ড হেনস্থা হতে হয়েছে । এতে আমাদের মান-সম্মান হানি হয়েছে । পাড়ার মধ্যে যেভাবে বড় কনভয় নিয়ে এসেছে তাতে আমাদের সম্মানহানি হয়েছে । পরে আইডি প্রুফ দেখানোর পরেই তারা ভুল বুঝতে পারে এবং তা স্বীকার করে বেরিয়ে যায় । আমার অনুরোধ, এভাবে সাধারণ মানুষের মান-সম্মান নিয়ে ছিনিমিনি খেলা ঠিক নয় । আমার বাবার টাটা মেডিক্যালে ক্যানসারের চিকিৎসা চলছে ।"

শুভদীপের আরও অভিযোগ, "ইডির মতো এত বড় কেন্দ্রীয় সংস্থা ভুল ইনফরমেশনে কীভাবে আসে সেটা বুঝতে পারছি না । যখন তারা ওয়ারেন্ট সই করার জন্য বলে, তখন আমাকে সেই কপি পড়তেও দেওয়া হচ্ছিল না । এক প্রকার জোর করার চেষ্টা করছিলেন আধিকারিকরা । আমি যখন জানতে চাই বারবার, তখন আমার সঙ্গে তাঁরা বেশি কথাও বলতে চাইছিলেন না । ভুল ব্যক্তির কাছে চলে আসা হয়েছে । আইডি প্রুফ, আধার কার্ড দেখেছেন । ইডি যা করছে তাতে এক প্রকার ভদ্র মানুষকে অসম্মান করা হচ্ছে । অযথা সকালবেলা পুরো সময়টা আমাদের নষ্ট হল ।"

এ দিকে, ভুল ঠিকানায় হানা দিয়েছে বুঝতে পেরে সেই বাড়ি থেকে বেরিয়ে আসেন ইডি আধিকারিকরা ৷ এবং পরে সিঙ্গুর ও হরিপাল ঘুরে অনেক খোঁজাখুঁজির পর অবশেষে তাঁরা হদিশ পান চন্দননগর হরিদ্রাডাঙায় সন্দীপ সাধুখাঁর বাড়ির ৷ এই সন্দীপ আগে ধনিয়াখালির বেলমুরি গ্রাম পঞ্চায়েতে নির্মাণ সহায়ক ছিলেন । এখন খানাকুলের জগৎপুরের নির্মাণ সহায়ক পদে রয়েছেন তিনি । তাঁর বাড়িতে থাকেন তাঁর মা মলিনা দেবী এবং স্ত্রী মৌসুমী । সেখানে তল্লাশি শুরু করতে চলেছেন ইডি আধিকারিকরা ।

আরও পড়ুন:

  1. 100 দিনের কাজে দুর্নীতি, সকালে থেকেই জেলায় জেলায় ইডির হানা
  2. আর্থিক তছরূপের অভিযোগ নেই শাহজাহানের নামে, ইডি'র তদন্ত প্রসঙ্গে আদালতে দাবি আইনজীবীদের
  3. ই-মেল মারফত সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানকে নোটিশ ইডির
Last Updated : Feb 6, 2024, 2:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.