ETV Bharat / state

খানাকুলের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙা হল সিসিটিভি ক্যামেরা-সিলিং ফ্যান - Rampage in School - RAMPAGE IN SCHOOL

Rampage in School: হুগলির খানাকুলের মাড়োখানা উচ্চ বিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা ও ক্লাস রুমের সিলিং ফ্যান ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ পুলিশে অভিযোগ দায়ের হয়েছে ৷ এই ঘটনায় আতঙ্কিত পড়ুয়ারা ৷

Rampage in School
খানাকুলের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 3:11 PM IST

আরামবাগ, 26 জুন: এবার স্কুলের ভিতরে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ । ভাঙা হল সিসিটিভি ক্যামেরা, ক্লাস রুমের সিলিং ফ্যান । হুগলির খানাকুলের মাড়োখানা উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ।

খানাকুলের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙা হল সিসিটিভি ক্যামেরা-সিলিং ফ্যান (ইটিভি ভারত)

স্কুলের পড়ুয়াদের অভিযোগ, প্রায়ই তাদের সাইকেল উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটতে শুরু করে কিছুদিন আগে ৷ সাইকেল চুরির অভিযোগ সামনে আসতেই স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে ৷ অভিযোগ, সিসিটিভি ক্যামেরা লাগানোর একদিনের মধ্যে শনিবার রাতে তা ভেঙে দেওয়া হয় । তার পরও থামেনি দুষ্কৃতীদের তাণ্ডব । মঙ্গলবার রাতে ফের স্কুলে ঢুকে ভাঙচুর চালানো হয় ৷ স্কুলের রুমে ঢুকে একের পর এক সিলিং ফ্যান ভেঙে দেওয়া হয় ৷

বুধবার স্কুল খুলতেই ঘটনাটি সামনে আসে শিক্ষকদের । তার পরেই খবর দেওয়া হয় খানাকুল থানায় । অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে । তদন্তে নামে পুলিশ । তার পরেই উঠে আসে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবি । সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে মুখে ঢাকা দিয়ে স্কুলের ভেতরে ঢুকছে । পুলিশ সেই ফুটেজ ধরেই তদন্ত শুরু করেছে ।

যদিও ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে । তাদের অভিযোগ, প্রায় সাইকেল চুরির ঘটনা ঘটছে । আবার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে । তার পর সিলিং ফ্যান ভেঙে দেওয়া ঘটনা । একদিকে আতঙ্কে রয়েছেন, অন্যদিকে সিলিং ফ্যানে ভেঙে দেওয়ায় গরমে অস্বস্তিতে পড়তে হচ্ছে ।

কিন্তু প্রশ্ন হল, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কারা করছে ? কী উদ্দেশ্য়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে দুষ্কৃতীরা ? এখন দেখার পুলিশি তদন্তে কী তথ্য উঠে আসে ৷

আরামবাগ, 26 জুন: এবার স্কুলের ভিতরে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ । ভাঙা হল সিসিটিভি ক্যামেরা, ক্লাস রুমের সিলিং ফ্যান । হুগলির খানাকুলের মাড়োখানা উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ ।

খানাকুলের স্কুলে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙা হল সিসিটিভি ক্যামেরা-সিলিং ফ্যান (ইটিভি ভারত)

স্কুলের পড়ুয়াদের অভিযোগ, প্রায়ই তাদের সাইকেল উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটতে শুরু করে কিছুদিন আগে ৷ সাইকেল চুরির অভিযোগ সামনে আসতেই স্কুল কর্তৃপক্ষ সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করে ৷ অভিযোগ, সিসিটিভি ক্যামেরা লাগানোর একদিনের মধ্যে শনিবার রাতে তা ভেঙে দেওয়া হয় । তার পরও থামেনি দুষ্কৃতীদের তাণ্ডব । মঙ্গলবার রাতে ফের স্কুলে ঢুকে ভাঙচুর চালানো হয় ৷ স্কুলের রুমে ঢুকে একের পর এক সিলিং ফ্যান ভেঙে দেওয়া হয় ৷

বুধবার স্কুল খুলতেই ঘটনাটি সামনে আসে শিক্ষকদের । তার পরেই খবর দেওয়া হয় খানাকুল থানায় । অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে । তদন্তে নামে পুলিশ । তার পরেই উঠে আসে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ছবি । সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন দুষ্কৃতী রাতের অন্ধকারে মুখে ঢাকা দিয়ে স্কুলের ভেতরে ঢুকছে । পুলিশ সেই ফুটেজ ধরেই তদন্ত শুরু করেছে ।

যদিও ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে ছাত্রছাত্রীদের মধ্যে । তাদের অভিযোগ, প্রায় সাইকেল চুরির ঘটনা ঘটছে । আবার সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে । তার পর সিলিং ফ্যান ভেঙে দেওয়া ঘটনা । একদিকে আতঙ্কে রয়েছেন, অন্যদিকে সিলিং ফ্যানে ভেঙে দেওয়ায় গরমে অস্বস্তিতে পড়তে হচ্ছে ।

কিন্তু প্রশ্ন হল, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনা কারা করছে ? কী উদ্দেশ্য়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে দুষ্কৃতীরা ? এখন দেখার পুলিশি তদন্তে কী তথ্য উঠে আসে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.