ETV Bharat / state

ডাকাতির চেষ্টা ব্যর্থ ! জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের - Shootout in Jalpaiguri - SHOOTOUT IN JALPAIGURI

Shootout in Jalpaiguri: ডাকাতির চেষ্টা ব্যর্থ হওয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল জলপাইগুড়িতে । তবে ঘটনায় কেউ আহত হয়নি ৷ পুলিশ তদন্তে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে ৷

Shootout in Jalpaiguri
পুলিশকে লক্ষ্য করে গুলি জলপাইগুড়িতে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 25, 2024, 3:47 PM IST

জলপাইগুড়ি, 25 জুলাই: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল জলপাইগুড়িতে । ডাকাতির চেষ্টা ব্যর্থ হওয়ায় পুলিশকে দেখে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাত 2টোর দিকে জলপাইগুড়ি শহরের প্রাচীন ব্যবসায়ীক প্রতিষ্ঠান দিনবাজারে ৷ পুলিশের টহলদারি ভ্যানকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনার পরে এলাকায় পুলিশ পিকেটের দাবি করেছেন ব্যবসায়ীরা ৷

জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের (ইটিভি ভারত)

পুলিশের উপর গুলি চালানোর ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে ৷ তিনি জানান, কোতোয়ালি থানার পুলিশ রাতে টহলদারি করছিল ৷ তখন দিনবাজারের সেতুর কাছে একটি সাদা রঙের চার চাকার গাড়ি দেখতে পায় পুলিশ ৷ সেটিকে দেখে সন্দেহজনক মনে হয় । তৎক্ষণাৎ পুলিশের দল গাড়ির কাছে গিয়ে সেটিতে তল্লাশি চালায় । এসময় রাস্তার অপর পাশে লুকিয়ে থাকা 3-4 জন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশের দল দুষ্কৃতীদের আটকের চেষ্টা করলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । তারা ডাকাতির উদ্দেশে এসেছিল ৷ তবে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে জলপাইগুড়ি শহরে ডাকাতির চেষ্টাকে ব্যর্থ করে দেয় ৷

জানা গিয়েছে, দুষ্কৃতীদের গাড়িটি একটি ওষুধের দোকানে রেলিং ভেঙে পালিয়ে যায় ৷ ইতিমধ্যে ঘটনার তদন্তে শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ৷ ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷ জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ শা বলেন, "এই প্রথম দিনবাজারে গুলি চলল । আমরা আতঙ্কিত ৷ পুলিশ পদক্ষেপ গ্রহণ না করলে আমরা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হব । আগে আমাদের দিনবাজারে পুলিশ পিকেট ছিল । কিন্তু বর্তমানে পুলিশ পিকেট নেই । আমরা চাই পুলিশ পিকেট । বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেল । পুলিশকে লক্ষ করে গুলি চালানোর ঘটনা ভাবতেই অবাক লাগে ।"

এ দিকে জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর তথা জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সন্দীপ মাহাতোর কথায়, "ডাকাত দল বড় কিছু করার জন্য এসেছিল । সেসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে । কয়েকটি দোকানের শাটার ভাঙার চেষ্টা করা হয়েছে দুষ্কৃতীদের তরফে ৷ দিনবাজার কালি বাড়িতে আগে পুলিশ পিকেট ছিল । পুনরায় পুলিশ পিকেটের দাবি করছি ৷ আমরা পুলিশকে লিখিত দাবিও করেছিলাম এ নিয়ে ।" এলাকাবাসী লালবাবু সিং ও মনোজ শা বলেন, "আমরা অবাক কীভাবে এমন ঘটনা ঘটল দিনবাজারে ৷ কার বাড়িতে ডাকাতির টার্গেট ছিল দুষ্কৃতীদের কে জানে ।"

জলপাইগুড়ি, 25 জুলাই: পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটল জলপাইগুড়িতে । ডাকাতির চেষ্টা ব্যর্থ হওয়ায় পুলিশকে দেখে গুলি চালায় দুষ্কৃতীরা ৷ ঘটনাটি ঘটেছে বুধবার রাত 2টোর দিকে জলপাইগুড়ি শহরের প্রাচীন ব্যবসায়ীক প্রতিষ্ঠান দিনবাজারে ৷ পুলিশের টহলদারি ভ্যানকে লক্ষ্য করে গুলি চালানো হয় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় । ঘটনার পরে এলাকায় পুলিশ পিকেটের দাবি করেছেন ব্যবসায়ীরা ৷

জলপাইগুড়িতে পুলিশকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের (ইটিভি ভারত)

পুলিশের উপর গুলি চালানোর ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে ৷ তিনি জানান, কোতোয়ালি থানার পুলিশ রাতে টহলদারি করছিল ৷ তখন দিনবাজারের সেতুর কাছে একটি সাদা রঙের চার চাকার গাড়ি দেখতে পায় পুলিশ ৷ সেটিকে দেখে সন্দেহজনক মনে হয় । তৎক্ষণাৎ পুলিশের দল গাড়ির কাছে গিয়ে সেটিতে তল্লাশি চালায় । এসময় রাস্তার অপর পাশে লুকিয়ে থাকা 3-4 জন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । পুলিশের দল দুষ্কৃতীদের আটকের চেষ্টা করলেও তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় । তারা ডাকাতির উদ্দেশে এসেছিল ৷ তবে কোতোয়ালি থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে জলপাইগুড়ি শহরে ডাকাতির চেষ্টাকে ব্যর্থ করে দেয় ৷

জানা গিয়েছে, দুষ্কৃতীদের গাড়িটি একটি ওষুধের দোকানে রেলিং ভেঙে পালিয়ে যায় ৷ ইতিমধ্যে ঘটনার তদন্তে শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ৷ ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলি খতিয়ে দেখা হচ্ছে ৷ জলপাইগুড়ি জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক দিলীপ শা বলেন, "এই প্রথম দিনবাজারে গুলি চলল । আমরা আতঙ্কিত ৷ পুলিশ পদক্ষেপ গ্রহণ না করলে আমরা ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হব । আগে আমাদের দিনবাজারে পুলিশ পিকেট ছিল । কিন্তু বর্তমানে পুলিশ পিকেট নেই । আমরা চাই পুলিশ পিকেট । বড় দুর্ঘটনা থেকে বাঁচা গেল । পুলিশকে লক্ষ করে গুলি চালানোর ঘটনা ভাবতেই অবাক লাগে ।"

এ দিকে জলপাইগুড়ি পুরসভার কাউন্সিলর তথা জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সন্দীপ মাহাতোর কথায়, "ডাকাত দল বড় কিছু করার জন্য এসেছিল । সেসময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে । কয়েকটি দোকানের শাটার ভাঙার চেষ্টা করা হয়েছে দুষ্কৃতীদের তরফে ৷ দিনবাজার কালি বাড়িতে আগে পুলিশ পিকেট ছিল । পুনরায় পুলিশ পিকেটের দাবি করছি ৷ আমরা পুলিশকে লিখিত দাবিও করেছিলাম এ নিয়ে ।" এলাকাবাসী লালবাবু সিং ও মনোজ শা বলেন, "আমরা অবাক কীভাবে এমন ঘটনা ঘটল দিনবাজারে ৷ কার বাড়িতে ডাকাতির টার্গেট ছিল দুষ্কৃতীদের কে জানে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.