লাভপুর, 6 মার্চ: বেআইনি অস্ত্র তৈরি হচ্ছে খবর পেয়ে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হলেন পুলিশ কর্মীরা ৷ জানা গিয়েছে, লাভপুরের হাতিয়া গ্রামে তল্লাশি অভিযান চালানোর সময়ই পুলিশের উপর দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। এমনকী, পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগও উঠেছে ৷ যার জেরে পা ভেঙে গুরুতর জখম হয়েছেন এক পুলিশ কর্মী ৷ তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূম জেলার লাভপুর থানার হাতিয়া গ্রামে দুষ্কৃতীরা বেআইনি অস্ত্র তৈরি করছিল ৷ এই খবর পেয়েই গ্রামে হানা দেয় পুলিশ ৷ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই সময় পুলিশকে লক্ষ্য করে প্রথমে ইট ছোড়ে দুষ্কৃতীরা ৷ পরে পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমাও ছোড়া হয় বলে অভিযোগ ৷ এমনকী, গ্রামে পুলিশকে ঢুকতে বাধা দিতে মুড়ি-মুরকির মত এলাকায় বোমাবাজি করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় একজন পুলিশ কর্মী পা ভেঙে গুরুতর জখম হয়েছেন বলে সূত্রের খবর ৷ তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভরতি করা হয়।
ঘটনার পর বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে বিরাট পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌছয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, পুলিশ একজন দুষ্কৃতীকে আটক করেছে। স্বাভাবিকভাবেই ঘটনার পর পুরো গ্রাম থমথমে। গ্রামজুড়ে আতঙ্কের পরিবেশ রয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে গ্রামের বাইরেও মোতায়েন করা হয়েছে পুলিশ। বসানো হয়েছে পুলিশ পিকেট ৷ উল্লেখ্য, লাভপুর, আহমেদপুর প্রভৃতি এলাকায় রমরমিয়ে চলছে নকল সোনার বেআইনি কারবার ৷ আর এই কারবারের জন্য দুষ্কৃতীরা বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে থাকে ৷ বীরভূম জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বলেন, "একটা ঘটনা ঘটেছে ৷ পুলিশ গোটা বিষয়ের উপর নজর রাখছে ৷ তবে পরিস্থিতি এখন স্বাভাবিক।"
আরও পড়ুন: