সল্টলেক, 12 নভেম্বর: বাসের রেষারেষির জেরে সল্টলেকে পথদুর্ঘটনা । প্রাণ গেল চতুর্থ শ্রেণির পড়ুয়ার । মৃতের নাম আয়ুষ পাইক ৷ বয়স 11 বছর ৷
পাশাপাশি ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা ও বোন । জখম শিশুটির নাম আফরোজা খাতুন (2) ৷ আহত দু'জনকে উদ্ধার করে উলটোডাঙার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ সেখানে তাদের চিকিৎসা চলছে ।
দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে দশটা নাগাদ উলটোডাঙা থেকে সল্টলেকে যাওয়ার পথে দু'নম্বর গেটের কাছে । শিশু মৃত্যুর ঘটনায় রাস্তা অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভে সামিল হন অভিভাবকেরা ৷ যার ফলে উত্তেজনা ছড়ায় উলটোডাঙা-হাডকো মোড়ে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নিহত ছাত্র সল্টলেক সিএ ব্লকের একটি বেসরকারি স্কুলে পড়ত ৷ স্কুল ছুটির পর তাকে-সহ দু'জনকে স্কুটিতে চাপিয়ে কলকাতার বাড়ির পথে ফিরছিলেন মা । সেই সময় সল্টলেকের দু'নম্বর গেটের কাছে বেসরকারি 215এ রুটের দুটি বাসের মধ্যে রেষারেষি চলছিল । সেই রেষারেষির জেরে দুর্ঘটনার মুখে পড়েন স্কুটিচালক মহিলা ।
অভিযোগ, রেষারেষির সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি 215এ বাস সজোরে এসে ধাক্কা মারে স্কুটিতে । পড়ুয়া, শিশু-সহ স্কুটি নিয়ে রাস্তায় আছড়ে পড়েন মহিলা । গুরুতর জখম হন তিনজনে । পুলিশ আহতদের উদ্ধার করে উলটোডাঙার বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে খুদে পড়ুয়ার অবস্থার অবনতি ঘটে । হাসপাতালে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির পড়ুয়ার । এরপরেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন একাংশ অভিভাবক । উলটোডাঙার হাডকো মোড়েই জমায়েত করে চলে বিক্ষোভ ।
প্রত্যক্ষদর্শী রাজা শেখ বলেন, "দুটো 215এ বাস রেষারেষি করে আসছিল ৷ টিকিট কাটার সময় আমি বাসচালককে সাবধানে চালাতে বলি ৷ কিন্তু তিনি কথা শোনেন না ৷ রেষারেষির জেরে স্কুটিতে গিয়ে ধাক্কা মারে ৷ দুটো বাচ্চা ও মা আহত হয়েছে ৷"
স্থানীয় বাসিন্দা সঞ্জয় পাঠকের কথায়, "অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে ৷ পুলিশ কোথায় ৷ তারা কেন ঘটনাস্থলে নেই ৷ তারা কি শুধু টাকা তুলবে ! ঘটনার পরও বিধাননগর ও মানিকতলা থানা দায় ঠেলাঠেলি করছে ৷ বিধাননগরে প্রায়শই এই ঘটনা ঘটেছে ৷ ট্রাফিকের কোনও নিয়ন্ত্রণ নেই ৷ তারা টাকা তুলতেই ব্যস্ত ৷ পুলিশ ঠিক করে কাজ করছে না বলেই নিত্যদিন দুর্ঘটনা ঘটছে এখানে ৷"
দুর্ঘটনার পর বেশ খানিকক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান অভিভাবকরা ৷ ঘটনাস্থলে আসে মানিকতলা থানার পুলিশ ৷ স্পিড ব্রেকার বসানোর দাবি তোলেন আন্দোলনকারীরা ৷ সেই দাবি মেনে পুলিশের তরফে স্পিড ব্রেকার বসানোর আশ্বাস দেওয়া হয় ৷ এরপরেই উঠে যায় পথ অবরোধ ৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড় সফরে রয়েছেন ৷ সেখানে বসেই সল্টলেকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি ৷ এমনটাই জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ৷ তিনি বলেন, "মুখ্যমন্ত্রী সল্টলেকে দুটি বাসের মধ্যে রেষারেষির জেরে পথদুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন । তিনি নির্দেশ দিয়েছেন, বাস চালকদের গাফিলতিতে পথদুর্ঘটনায় কারও মৃত্যু হলে হত্যা মামলা করা হবে ৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে দু-একদিনের মধ্যে পরিবহণ দফতরের আধিকারিক, বাস মালিক, ট্রাফিক পুলিশদের সঙ্গে বৈঠক হবে ।"