ETV Bharat / state

স্পাই-ক্যাম লাগিয়ে মেয়েদের নগ্ন ভিডিয়ো রেকর্ড, ওয়েবসাইটে আপলোড ! গ্রেফতার নাবালক - Minor arrested for making videos - MINOR ARRESTED FOR MAKING VIDEOS

Minor arrested for invading Women's Privacy: স্কুলের বাথরুমে স্পাই ক্যামেরা লাগিয়ে মেয়েদের নগ্ন ভিডিয়ো রেকর্ড করত একাদশ শ্রেণির ছাত্র ৷ এরপর সেই ভিডিয়ো বিভিন্ন ওয়েবসাইটে সে আপলোড করে দিত বলে অভিযোগ ৷ বিষয়টি জানাজানি হতেই ওই কিশোরকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা ৷

ETV BHARAT
মেয়েদের নগ্ন ভিডিয়ো রেকর্ড করে গ্রেফতার নাবালক (প্রতীকী চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 19, 2024, 2:28 PM IST

দাসপুর, 19 জুন: গ্রামের স্কুলে মহিলাদের বাথরুমে স্পাই ক্যামেরা লাগানোর অভিযোগ ৷ এখানেই শেষ নয় ৷ অভিযোগ, সেই ক্যামেরায় ছাত্রী ও অন্যান্য মহিলাদের আপত্তিকর ভিডিয়ো রেকর্ড করে, তা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে দিত নাবালক ছাত্র ৷ তাকে হাতেনাতে ধরতে পেরে গণধোলাই দেন স্থানীয় মানুষ ৷ এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ একাদশ শ্রেণির ওই ছাত্রের থেকে উদ্ধার হওয়া দুটি ফোন মেমারিতে মহিলাদের 250টি নগ্ন ভিডিয়ো উদ্ধার করা হয়েছে ৷

পশ্চিম মেদিনীপুরে দাসপুরের জোতঘনশ্যামপুর এলাকার ঘটনা । একাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে স্পাই ক্যামেরা ও মোবাইলে গোপনে মেয়েদের স্নান করার ভিডিয়ো রেকর্ড করত সে ৷ গ্রামবাসীদের মতে, জোতঘনশ্যাম নীলমণি উচ্চ বিদ্যালয়ের 17 বছর বয়সি ছাত্রটি গ্রামের একাধিক গৃহবধূ ও স্কুলছাত্রীদের নানা গোপন ভিডিয়ো বানিয়ে সেগুলি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করত এবং বিভিন্ন ওয়েবসাইটে সেই ভিডিয়ো আপলোড করে দিত ।

গত 17জুন গ্রামবাসীরা ওই কিশোরের বন্ধু মারফত জানতে পারে, ওই নাবালক তারই স্কুলে মহিলাদের বাথরুমে একটি স্পাই ক্যামেরা লাগিয়েছে । সেইসঙ্গে আরও জানা যায়, গ্রামের একাধিক মহিলার স্নান করার নগ্ন ভিডিয়ো রেকর্ড করে সেগুলি বিভিন্ন সোশ্যাল সাইটে সে ভাইরাল করে দেয় ৷ এই ঘটনা জানাজানি হতেই 18 জুন, মঙ্গলবার ওই নাবালককে বাড়ি থেকে তুলে এনে গ্রামের মানুষ জিজ্ঞাসাবাদ করে । এমনকি তার কাছ থেকে দুটি ফোন মেমারিও উদ্ধার হয় ৷ তাতে 250টির বেশি অশ্লীল ভিডিয়ো রয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ । ওই গ্রামের এক গৃহবধূ অভিযোগ করেন যে, তাঁরও ভিডিয়ো রয়েছে ওই কিশোরের কাছে ।

এরপরেই ক্ষিপ্ত জনতা গণধোলাই দিয়ে ওই কিশোরকে পুলিশের হাতে তুলে দেয় । গ্রামবাসীদের কথায়, "আমরা ওই ছেলেটির বন্ধু থেকে খবর পাই যে, একাদশ শ্রেণির নাবালক ছাত্রটি দিনের পর দিন মেয়েদের নগ্ন ভিডিয়ো রেকর্ড করে, সেগুলি ওয়েবসাইটে আপলোড করে দেয় । ওকে হাতেনাতে ধরেছি ৷ আমরা চাই ও সমস্ত ভিডিয়ো ডিলিট করে দিক । সেই সঙ্গে পুলিশ যেন ওর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ৷"

অভিযুক্ত নাবালকের দাদাও ভাইয়ের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে ৷ তিনি বলেন, "ওকে একাধিকবার বারণ করা হয়েছে, কিন্তু ও শোনেনি । ভাই এবং ওর বন্ধুরা এই ধরনের নোংরা ভিডিয়ো রেকর্ডিং করে সেগুলিকে আপলোড করে দেয় ওয়েবসাইটে । কিছুদিন আগেই ওদের স্কুলে এক ছাত্রীর শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছিল ভাই । আমরা বহুবার এই নিয়ে বারণ করেছি কিন্তু কথা শোনেনি । ও এই ধরনের নোংরামি করে বেড়ায় ।"

দাসপুর, 19 জুন: গ্রামের স্কুলে মহিলাদের বাথরুমে স্পাই ক্যামেরা লাগানোর অভিযোগ ৷ এখানেই শেষ নয় ৷ অভিযোগ, সেই ক্যামেরায় ছাত্রী ও অন্যান্য মহিলাদের আপত্তিকর ভিডিয়ো রেকর্ড করে, তা বিভিন্ন ওয়েবসাইটে আপলোড করে দিত নাবালক ছাত্র ৷ তাকে হাতেনাতে ধরতে পেরে গণধোলাই দেন স্থানীয় মানুষ ৷ এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ একাদশ শ্রেণির ওই ছাত্রের থেকে উদ্ধার হওয়া দুটি ফোন মেমারিতে মহিলাদের 250টি নগ্ন ভিডিয়ো উদ্ধার করা হয়েছে ৷

পশ্চিম মেদিনীপুরে দাসপুরের জোতঘনশ্যামপুর এলাকার ঘটনা । একাদশ শ্রেণির ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, দীর্ঘদিন ধরে স্পাই ক্যামেরা ও মোবাইলে গোপনে মেয়েদের স্নান করার ভিডিয়ো রেকর্ড করত সে ৷ গ্রামবাসীদের মতে, জোতঘনশ্যাম নীলমণি উচ্চ বিদ্যালয়ের 17 বছর বয়সি ছাত্রটি গ্রামের একাধিক গৃহবধূ ও স্কুলছাত্রীদের নানা গোপন ভিডিয়ো বানিয়ে সেগুলি বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করত এবং বিভিন্ন ওয়েবসাইটে সেই ভিডিয়ো আপলোড করে দিত ।

গত 17জুন গ্রামবাসীরা ওই কিশোরের বন্ধু মারফত জানতে পারে, ওই নাবালক তারই স্কুলে মহিলাদের বাথরুমে একটি স্পাই ক্যামেরা লাগিয়েছে । সেইসঙ্গে আরও জানা যায়, গ্রামের একাধিক মহিলার স্নান করার নগ্ন ভিডিয়ো রেকর্ড করে সেগুলি বিভিন্ন সোশ্যাল সাইটে সে ভাইরাল করে দেয় ৷ এই ঘটনা জানাজানি হতেই 18 জুন, মঙ্গলবার ওই নাবালককে বাড়ি থেকে তুলে এনে গ্রামের মানুষ জিজ্ঞাসাবাদ করে । এমনকি তার কাছ থেকে দুটি ফোন মেমারিও উদ্ধার হয় ৷ তাতে 250টির বেশি অশ্লীল ভিডিয়ো রয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ । ওই গ্রামের এক গৃহবধূ অভিযোগ করেন যে, তাঁরও ভিডিয়ো রয়েছে ওই কিশোরের কাছে ।

এরপরেই ক্ষিপ্ত জনতা গণধোলাই দিয়ে ওই কিশোরকে পুলিশের হাতে তুলে দেয় । গ্রামবাসীদের কথায়, "আমরা ওই ছেলেটির বন্ধু থেকে খবর পাই যে, একাদশ শ্রেণির নাবালক ছাত্রটি দিনের পর দিন মেয়েদের নগ্ন ভিডিয়ো রেকর্ড করে, সেগুলি ওয়েবসাইটে আপলোড করে দেয় । ওকে হাতেনাতে ধরেছি ৷ আমরা চাই ও সমস্ত ভিডিয়ো ডিলিট করে দিক । সেই সঙ্গে পুলিশ যেন ওর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে ৷"

অভিযুক্ত নাবালকের দাদাও ভাইয়ের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে ৷ তিনি বলেন, "ওকে একাধিকবার বারণ করা হয়েছে, কিন্তু ও শোনেনি । ভাই এবং ওর বন্ধুরা এই ধরনের নোংরা ভিডিয়ো রেকর্ডিং করে সেগুলিকে আপলোড করে দেয় ওয়েবসাইটে । কিছুদিন আগেই ওদের স্কুলে এক ছাত্রীর শারীরিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ছিল ভাই । আমরা বহুবার এই নিয়ে বারণ করেছি কিন্তু কথা শোনেনি । ও এই ধরনের নোংরামি করে বেড়ায় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.