ETV Bharat / state

মুখ্যমন্ত্রী উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন: মীনাক্ষী - RG Kar Doctor Rape and Murder

Minakshi Mukherjee Criticises Mamata Banerjee's Comments: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করার অভিযোগ মীনাক্ষী মুখোপাধ্যায়ের ৷ তৃণমূল ছাত্র পরিষদের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমোর মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ করেছেন তিনি ৷

Minakshi Mukherjee Criticises Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের অভিযোগ মীনাক্ষী মুখোপাধ্যায়ের ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2024, 11:27 AM IST

Updated : Aug 30, 2024, 12:31 PM IST

আসানসোল, 30 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ বৃহস্পতিবার বিকেলে আসানসোলের বিএনআর মোড়ে আরজি কর-কাণ্ড নিয়ে একটি প্রতিবাদ সভায় এমনটাই অভিযোগ করেন সিপিআইএমের যুব সংগঠনের নেত্রী ৷ মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও এদিন সভায় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী-সহ আসানসোলের একাধিক বাম নেতা ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের অভিযোগ মীনাক্ষী মুখোপাধ্যায়ের ৷ (ইটিভি ভারত)

মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন তাঁর বক্তব্যে বলেন, "আজ পশ্চিমবঙ্গের একটাই ইস্যু ৷ আরজি করের 31 বছর বয়সি যে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হল, তাঁর বিচার ৷ সেখানে কিছু লুকোতে গিয়ে তাঁকে ধর্ষণ করে খুন করা হল ৷ কারা মারল ? কারা ধর্ষণ করল ? কাদের প্রশ্রয়ে করা হল ? কাদের বাঁচাতে তথ্যপ্রমাণ লোপাট করা হল ? তাই এই ইস্যুতে, পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে ৷ সিবিআই কার কাছে কী খেয়েছে, যে সন্দীপ ঘোষকে এখনও গ্রেফতার করতে পারছে না ?"

মীনাক্ষী মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বলেন, "গতকাল উনি বলেছেন, আগে আমরা বদলা নয় বলেছিলাম, কিন্তু ফোঁস করতে মানা করিনি ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের উস্কানিমূলক মন্তব্যে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি ৷ প্রতিবাদ জানাচ্ছি ৷" মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সরাসরি মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "আপনি গতকাল যা মন্তব্য করেছেন, তা অমানবিক এবং আপনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন ৷"

উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তাঁর করা মন্তব্যের জন্য, বৃহস্পতিবার ব্যাখ্যা দিয়েছেন মমতাকে ৷ সোশাল মিডিয়ায় মমতা লেখেন, "আমি এটাও স্পষ্ট করে দিতে চাই যে, গতকাল আমি যে শব্দবন্ধ (ফোঁস করা) ব্যবহার করেছি, তা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি উদ্ধৃতি ৷ মহান এই সন্ন্যাসী বলেছিলেন, সময়ে সময়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয় ৷ যখন কোথাও অপরাধ এবং অপরাধীরা মাথা তোলে, সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হয় ৷"

আসানসোল, 30 অগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ বৃহস্পতিবার বিকেলে আসানসোলের বিএনআর মোড়ে আরজি কর-কাণ্ড নিয়ে একটি প্রতিবাদ সভায় এমনটাই অভিযোগ করেন সিপিআইএমের যুব সংগঠনের নেত্রী ৷ মীনাক্ষী মুখোপাধ্যায় ছাড়াও এদিন সভায় ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী-সহ আসানসোলের একাধিক বাম নেতা ৷

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের অভিযোগ মীনাক্ষী মুখোপাধ্যায়ের ৷ (ইটিভি ভারত)

মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন তাঁর বক্তব্যে বলেন, "আজ পশ্চিমবঙ্গের একটাই ইস্যু ৷ আরজি করের 31 বছর বয়সি যে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হল, তাঁর বিচার ৷ সেখানে কিছু লুকোতে গিয়ে তাঁকে ধর্ষণ করে খুন করা হল ৷ কারা মারল ? কারা ধর্ষণ করল ? কাদের প্রশ্রয়ে করা হল ? কাদের বাঁচাতে তথ্যপ্রমাণ লোপাট করা হল ? তাই এই ইস্যুতে, পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ৷ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে ৷ সিবিআই কার কাছে কী খেয়েছে, যে সন্দীপ ঘোষকে এখনও গ্রেফতার করতে পারছে না ?"

মীনাক্ষী মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বলেন, "গতকাল উনি বলেছেন, আগে আমরা বদলা নয় বলেছিলাম, কিন্তু ফোঁস করতে মানা করিনি ৷ রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের উস্কানিমূলক মন্তব্যে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি ৷ প্রতিবাদ জানাচ্ছি ৷" মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সরাসরি মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, "আপনি গতকাল যা মন্তব্য করেছেন, তা অমানবিক এবং আপনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন ৷"

উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে তাঁর করা মন্তব্যের জন্য, বৃহস্পতিবার ব্যাখ্যা দিয়েছেন মমতাকে ৷ সোশাল মিডিয়ায় মমতা লেখেন, "আমি এটাও স্পষ্ট করে দিতে চাই যে, গতকাল আমি যে শব্দবন্ধ (ফোঁস করা) ব্যবহার করেছি, তা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি উদ্ধৃতি ৷ মহান এই সন্ন্যাসী বলেছিলেন, সময়ে সময়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে হয় ৷ যখন কোথাও অপরাধ এবং অপরাধীরা মাথা তোলে, সেখানে প্রতিবাদ গড়ে তুলতে হয় ৷"

Last Updated : Aug 30, 2024, 12:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.