ETV Bharat / state

তৃণমূল নেতাদের কথার জবাব দেব না, মানুষ ক্ষেপে আছে: মীনাক্ষী - Minakshi Mukherjee Remarks on TMC - MINAKSHI MUKHERJEE REMARKS ON TMC

Minakshi Mukherjee: তৃণমূল নেতা-মন্ত্রীদের কথার জবাব তিনি দেবেন না ৷ স্পষ্ট জানিয়ে দিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সাধারণ সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ ডাক্তারদের কর্মবিরতিতে সৌগত রায়ের মন্তব্যের প্রেক্ষিতে রীতিমতো ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি ৷ পাশাপাশি মীনাক্ষীর দাবি, মানুষ তৃণমূলের উপর ক্ষিপ্ত হয়ে আছে ৷

Minakshi Mukherjee
তৃণমূল সাংসদ সৌগত রায় নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 5:26 PM IST

রায়গঞ্জ, 18 সেপ্টেম্বর: প্রশ্ন উঠেছিল জুনিয়র ডাক্তারদের নিয়ে সৌগত রায়ের মন্তব্য নিয়ে ৷ কিন্তু, সেই প্রশ্ন শুনে রীতিমতো সংবাদমাধ্যমের উপরেই ক্ষিপ্ত হয়ে উঠলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তাঁর সটান জবাব, কে ঠিক করে দিয়েছে তৃণমূলের নেতা, মন্ত্রী এবং সাংসদদের কথার উত্তর দিতে হবে ? বরং সাধারণ মানুষ, যাঁরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন, তাঁদের কথার জবাব দিতে হবে বলে মনে করেন ডিওয়াইএফআই নেত্রী ৷

তৃণমূল সাংসদ সৌগত রায় নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

সিপিআইএমের যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্তের গ্রেফতারির প্রতিবাদে আজ উত্তর দিনাজপুরের চোপড়ায় ডিওয়াইএফআইয়ের প্রতিবাদ সভা ছিল ৷ সেখানেই মীনাক্ষী বলেন, "কে উনি (সৌগত রায়) ? ওনার কথার উত্তর আমি কেন দেব ? গ্রামের সাধারণ মানুষ কী বলছে ? রোগীরা এবং ডাক্তারবাবুরা কী বলছেন ? পশ্চিমবঙ্গে রাস্তায় নামা লক্ষ লক্ষ মানুষ কী বলছেন ? পশ্চিমবঙ্গের বাইরে যাঁরা ধর্ষকদের শাস্তি দাবি করছেন, তাঁরা কী বলছেন ? সেটা বলুন ৷"

এরপরেই ক্ষুব্ধ মীনাক্ষীর মন্তব্য, "ওনারা বিধায়ক, সাংসদ বলে ওনাদের কথায় উত্তর দিতে হবে, কোথায় লেখা আছে ?" এরপরেই দুর্নীতি-সহ নানা ইস্যুতে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মীনাক্ষী ৷ তিনি প্রশ্ন তুলেছেন, পুলিশমন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন কোনও জনপ্রতিনিধিরা প্রশ্ন করেন না ? কেন তাঁরা জবাব দেবেন না ?" মীনাক্ষীর অভিযোগ, রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলিতে মেডিক্যাল সরঞ্জামের সামান্য চাহিদাগুলিও মেটায় না রাজ্য সরকার ৷ সেখানে গ্লাভস, চোখের ছানির অস্ত্রোপচার এবং টিবি-র ওষুধ পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন মীনাক্ষী ৷

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের রাত দখলের কর্মসূচিতে মহিলাদের মদ্যপানের বিতর্কিত মন্তব্য নিয়ে মীনাক্ষীর জবাব, "মুখ্যমন্ত্রী যখন কোনও ঘটনায় প্রেমের সম্পর্ক ছিল কি না, অন্তঃসত্ত্বা ছিল কি না, এমন কথা বলতে পারেন, তাহলে তাঁর দলের লোকজন এমন কথা বলবেন, সেটাই স্বাভাবিক ৷"

রায়গঞ্জ, 18 সেপ্টেম্বর: প্রশ্ন উঠেছিল জুনিয়র ডাক্তারদের নিয়ে সৌগত রায়ের মন্তব্য নিয়ে ৷ কিন্তু, সেই প্রশ্ন শুনে রীতিমতো সংবাদমাধ্যমের উপরেই ক্ষিপ্ত হয়ে উঠলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ তাঁর সটান জবাব, কে ঠিক করে দিয়েছে তৃণমূলের নেতা, মন্ত্রী এবং সাংসদদের কথার উত্তর দিতে হবে ? বরং সাধারণ মানুষ, যাঁরা রাস্তায় নেমে আন্দোলন শুরু করেছেন, তাঁদের কথার জবাব দিতে হবে বলে মনে করেন ডিওয়াইএফআই নেত্রী ৷

তৃণমূল সাংসদ সৌগত রায় নিয়ে প্রশ্ন করায় ক্ষিপ্ত মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ (ইটিভি ভারত)

সিপিআইএমের যুব সংগঠনের নেতা কলতান দাশগুপ্তের গ্রেফতারির প্রতিবাদে আজ উত্তর দিনাজপুরের চোপড়ায় ডিওয়াইএফআইয়ের প্রতিবাদ সভা ছিল ৷ সেখানেই মীনাক্ষী বলেন, "কে উনি (সৌগত রায়) ? ওনার কথার উত্তর আমি কেন দেব ? গ্রামের সাধারণ মানুষ কী বলছে ? রোগীরা এবং ডাক্তারবাবুরা কী বলছেন ? পশ্চিমবঙ্গে রাস্তায় নামা লক্ষ লক্ষ মানুষ কী বলছেন ? পশ্চিমবঙ্গের বাইরে যাঁরা ধর্ষকদের শাস্তি দাবি করছেন, তাঁরা কী বলছেন ? সেটা বলুন ৷"

এরপরেই ক্ষুব্ধ মীনাক্ষীর মন্তব্য, "ওনারা বিধায়ক, সাংসদ বলে ওনাদের কথায় উত্তর দিতে হবে, কোথায় লেখা আছে ?" এরপরেই দুর্নীতি-সহ নানা ইস্যুতে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন মীনাক্ষী ৷ তিনি প্রশ্ন তুলেছেন, পুলিশমন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কেন কোনও জনপ্রতিনিধিরা প্রশ্ন করেন না ? কেন তাঁরা জবাব দেবেন না ?" মীনাক্ষীর অভিযোগ, রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলিতে মেডিক্যাল সরঞ্জামের সামান্য চাহিদাগুলিও মেটায় না রাজ্য সরকার ৷ সেখানে গ্লাভস, চোখের ছানির অস্ত্রোপচার এবং টিবি-র ওষুধ পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেছেন মীনাক্ষী ৷

অন্যদিকে, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের রাত দখলের কর্মসূচিতে মহিলাদের মদ্যপানের বিতর্কিত মন্তব্য নিয়ে মীনাক্ষীর জবাব, "মুখ্যমন্ত্রী যখন কোনও ঘটনায় প্রেমের সম্পর্ক ছিল কি না, অন্তঃসত্ত্বা ছিল কি না, এমন কথা বলতে পারেন, তাহলে তাঁর দলের লোকজন এমন কথা বলবেন, সেটাই স্বাভাবিক ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.