ETV Bharat / state

সচেতনভাবে বুকে ধাক্কা মারে পুলিশ ! বিস্ফোরক অভিযোগ মীনাক্ষীর - RG Kar Doctor Rape and Murder

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 5:15 PM IST

Minakshi Mukherjee: ‘ইচ্ছাকৃত আমার বুকে ধাক্কা মারে পুলিশ ৷ কোনও মহিলা পুলিশ ছাড়াই একাজ ঘটানো হয়েছে ৷’ নগরপাল বিনীত গোয়েলকে লেখা অভিযোগ পত্রে বিস্ফোরক দাবি করলেন মীনাক্ষী মুখোপাধ্যায় ৷

Minakshi Mukherjee
বিস্ফোরক অভিযোগ মীনাক্ষী’র (ইটিভি ভারত)

কলকাতা, 28 অগস্ট: আরজি করে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিক নেতা-কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল লালবাজার ৷ সেইমতো হাজিরাও দেন তাঁরা ৷ এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে মেইল করলেন মীনাক্ষী ৷

সিপিএম নেত্রীর অভিযোগ, ঘটনার দিন মৃতার দেহ পুলিশ নিয়ে যেতে চাইলে পথ আটকেছিলেন ছাত্র-যুবরা ৷ সেখানেই তাঁকে ও বাকি কর্মীদের পুলিশ শারীরিক ও মানসিক হেনস্থা করেছেন । পাশাপশি ওই মেইলে তিনি হেনস্থাকারী পুলিশ আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ৷

এদিন পুলিশ কমিশনারকে ডিওয়াইএফআই একটি মেইল করে । তাতে শুরুতেই লেখা, ‘‘আমরাও ছেড়ে দেব না ।’’ এরপর অভিযোগ পত্রে মীনাক্ষী নিজের নাম-পরিচয় দিয়ে অভিযোগ করেন, ‘‘গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে যে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে, তার প্রতিবাদে আরজি কর হাসপাতালের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলাম । এই অবস্থায় আমরা জানতে পারি যে নিহতের পরিবারের লোকেরা পুলিশের ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন এবং পুলিশ তাঁদের উপর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তদন্তকে প্রভাবিত করছে ৷

এরপর সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ আরজি কর হাসপাতালের মর্গ থেকে পুলিশ মৃতদেহ নিয়ে তড়িঘড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ সেসময় আমরা পুলিশকে জানাই যে নিহতের পরিবারের লোকের সঙ্গে আমরা কথা বলতে চাই ৷ আমরা জানতে চাই যে পুলিশের তাঁদের উপর প্রশাসনিক প্রভাব খাটাবার চেষ্টা করছে কি না ৷ নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করার ক্ষেত্রে এই ধরণের কোনও প্রভাব মুক্ত রাখা জরুরি । এইসময় উপস্থিত পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্বে কোনও রকম মহিলা পুলিশের অনুপস্থিতিতে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে, কয়েকটি সজোরে ঘুষি চালায়, মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয়, মারে ।’’

কলকাতা, 28 অগস্ট: আরজি করে ভাঙচুরের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ একাধিক নেতা-কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল লালবাজার ৷ সেইমতো হাজিরাও দেন তাঁরা ৷ এবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে মেইল করলেন মীনাক্ষী ৷

সিপিএম নেত্রীর অভিযোগ, ঘটনার দিন মৃতার দেহ পুলিশ নিয়ে যেতে চাইলে পথ আটকেছিলেন ছাত্র-যুবরা ৷ সেখানেই তাঁকে ও বাকি কর্মীদের পুলিশ শারীরিক ও মানসিক হেনস্থা করেছেন । পাশাপশি ওই মেইলে তিনি হেনস্থাকারী পুলিশ আধিকারিক ও কর্মীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ৷

এদিন পুলিশ কমিশনারকে ডিওয়াইএফআই একটি মেইল করে । তাতে শুরুতেই লেখা, ‘‘আমরাও ছেড়ে দেব না ।’’ এরপর অভিযোগ পত্রে মীনাক্ষী নিজের নাম-পরিচয় দিয়ে অভিযোগ করেন, ‘‘গত 9 অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে যে নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে, তার প্রতিবাদে আরজি কর হাসপাতালের সামনে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলাম । এই অবস্থায় আমরা জানতে পারি যে নিহতের পরিবারের লোকেরা পুলিশের ব্যবহারে অসন্তুষ্ট হয়েছেন এবং পুলিশ তাঁদের উপর প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে তদন্তকে প্রভাবিত করছে ৷

এরপর সন্ধ্যা 7টা 30 মিনিট নাগাদ আরজি কর হাসপাতালের মর্গ থেকে পুলিশ মৃতদেহ নিয়ে তড়িঘড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ৷ সেসময় আমরা পুলিশকে জানাই যে নিহতের পরিবারের লোকের সঙ্গে আমরা কথা বলতে চাই ৷ আমরা জানতে চাই যে পুলিশের তাঁদের উপর প্রশাসনিক প্রভাব খাটাবার চেষ্টা করছে কি না ৷ নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করার ক্ষেত্রে এই ধরণের কোনও প্রভাব মুক্ত রাখা জরুরি । এইসময় উপস্থিত পুলিশের একাংশ অভিষেক গুপ্তার নেতৃত্বে কোনও রকম মহিলা পুলিশের অনুপস্থিতিতে বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে, কয়েকটি সজোরে ঘুষি চালায়, মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশ আমাদের ধাক্কা দেয়, মারে ।’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.