ETV Bharat / state

মালয়েশিয়ায় কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত বাংলার শ্রমিক, 6 দিন পরও ফিরল না দেহ - Migrant Worker Death in Malaysia - MIGRANT WORKER DEATH IN MALAYSIA

Migrant Worker Died: মালয়েশিয়ায় কাজে গিয়ে মৃত্যু রাজ্যের পরিযায়ী শ্রমিকের ৷ রাস্তা নির্মাণের কাজের সময়ে গাড়ির বেপরোয়া গতি প্রাণ কেড়েছে বনগাঁর ওই পরিযায়ী শ্রমিকের ৷ দেহ ফেরাতে সাহায্যের আর্জি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷

Migrant Worker Died in Malaysia
মালয়েশিয়ায় কাজে গিয়ে মৃত্যু পরিযায়ী শ্রমিকের (নিজস্ব টিচত্ক)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 9:44 PM IST

বনগাঁ, 18 জুলাই: ভিন দেশে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের পরিযায়ী শ্রমিকের ৷ মৃত্য়ুর ছ‘দিন পরও দেহ ফিরল না পরিবারের কাছে ৷ মৃত ওই যুবকের নাম আকরামূল মণ্ডল (29) ৷ তিনি উত্তর 24 পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরের বাসিন্দা ৷ গত শনিবার পরিবারের কাছে মৃত্যুর খবর আসে ৷ তবে দেহ আজও ফেরেনি ৷

মালয়েশিয়ায় কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের (ইটিভি ভারত)

পরিবারের হাল ফেরাতে, কিছু বাড়তি রোজগারের আশায় আকরামূল মালয়েশিয়ায় শ্রমিকের কাজে গিয়েছিলেন ৷ এদিকে সেখানে রাস্তা নির্মাণের কাজ করার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, প্রায় দেড় বছর আগে মালয়েশিয়ায় শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি । গত শনিবার সেখান থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয় একটি পথ দুর্ঘটনায় আকরামূলের মৃত্যু হয়েছে ।

জানানো হয়েছে, আকরামূল যখন তাঁর সঙ্গীদের সঙ্গে রাস্তার পাশে কাজ করছিলেন, সেই সময় দ্রুতগতিতে একটি গাড়ি এসে সজোরে তাঁদের ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় আকরামূল-সহ তিনজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন একজন ৷ এদিকে দুর্ঘটনার 6 দিন পেরিয়ে গিয়েছে, মৃতদেহ পৌঁছয়নি গঙ্গানন্দপুর বাড়িতে ৷ এই অবস্থায় উৎকণ্ঠায় আকরামূলের পরিবার ৷

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, আকরামূল ঠিকা শ্রমিকের কাজ করতেন ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী বলতে তিনিই ৷ তিন বছরের একটি মেয়ে রয়েছে তাঁর ৷ পরিবারের এক সদস্য বলেন, "এখানে ঠিকমতো কাজ পাচ্ছিল না ৷ তাই যেটুকু উপার্জন করত তা দিয়ে সংসার চললেও, স্বচ্ছলতা ছিল না ৷ কোনওমতে সংসার চলত ৷ মেয়ের জন্মের পর তার ভবিষ্যতের কথা ভেবে ভিনদেশে কাজে যাওয়ায় উদ্যোগী হন আকরামূল। সেখানেই দুর্ঘটনা ঘটল ৷"

পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন আকরামূলের পরিবার ৷ পরিবারের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হচ্ছে, যাতে তাঁর দেহ ফিরিয়ে আনতে সাহায্য করা হয় ৷

বনগাঁ, 18 জুলাই: ভিন দেশে কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের পরিযায়ী শ্রমিকের ৷ মৃত্য়ুর ছ‘দিন পরও দেহ ফিরল না পরিবারের কাছে ৷ মৃত ওই যুবকের নাম আকরামূল মণ্ডল (29) ৷ তিনি উত্তর 24 পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কল্যাণপুরের বাসিন্দা ৷ গত শনিবার পরিবারের কাছে মৃত্যুর খবর আসে ৷ তবে দেহ আজও ফেরেনি ৷

মালয়েশিয়ায় কাজে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের (ইটিভি ভারত)

পরিবারের হাল ফেরাতে, কিছু বাড়তি রোজগারের আশায় আকরামূল মালয়েশিয়ায় শ্রমিকের কাজে গিয়েছিলেন ৷ এদিকে সেখানে রাস্তা নির্মাণের কাজ করার সময় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় তাঁর। পরিবার সূত্রে খবর, প্রায় দেড় বছর আগে মালয়েশিয়ায় শ্রমিকের কাজে গিয়েছিলেন তিনি । গত শনিবার সেখান থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয় একটি পথ দুর্ঘটনায় আকরামূলের মৃত্যু হয়েছে ।

জানানো হয়েছে, আকরামূল যখন তাঁর সঙ্গীদের সঙ্গে রাস্তার পাশে কাজ করছিলেন, সেই সময় দ্রুতগতিতে একটি গাড়ি এসে সজোরে তাঁদের ধাক্কা মারে ৷ দুর্ঘটনায় আকরামূল-সহ তিনজনের মৃত্যু হয়েছে ৷ আহত হয়েছেন একজন ৷ এদিকে দুর্ঘটনার 6 দিন পেরিয়ে গিয়েছে, মৃতদেহ পৌঁছয়নি গঙ্গানন্দপুর বাড়িতে ৷ এই অবস্থায় উৎকণ্ঠায় আকরামূলের পরিবার ৷

পরিবার সূত্রে আরও জানা গিয়েছে, আকরামূল ঠিকা শ্রমিকের কাজ করতেন ৷ পরিবারের একমাত্র উপার্জনকারী বলতে তিনিই ৷ তিন বছরের একটি মেয়ে রয়েছে তাঁর ৷ পরিবারের এক সদস্য বলেন, "এখানে ঠিকমতো কাজ পাচ্ছিল না ৷ তাই যেটুকু উপার্জন করত তা দিয়ে সংসার চললেও, স্বচ্ছলতা ছিল না ৷ কোনওমতে সংসার চলত ৷ মেয়ের জন্মের পর তার ভবিষ্যতের কথা ভেবে ভিনদেশে কাজে যাওয়ায় উদ্যোগী হন আকরামূল। সেখানেই দুর্ঘটনা ঘটল ৷"

পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন আকরামূলের পরিবার ৷ পরিবারের পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন জানানো হচ্ছে, যাতে তাঁর দেহ ফিরিয়ে আনতে সাহায্য করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.