জলপাইগুড়ি, 2 নভেম্বর: আর মেট্রো সফর করার জন্য কলকাতায় আসতে হবে না ৷ কারণ, উত্তরবঙ্গে বসেই মিলছে সেই সুযোগ ৷ সেখানে গঙ্গার নিচ দিয়ে দৌড়োচ্ছে মেট্রো ৷
ভাবছেন তো এটা কী করে সম্ভব ! উত্তরবঙ্গে তো গঙ্গাই নেই ৷ তার নীচ দিয়ে আবার মেট্রো কী করে দৌড়োবে ৷ টয়ট্রেনের কথা শুনেছিলেন, উত্তরবঙ্গে মেট্রো পরিষেবা চালু হল কখন ? না না সে যে সত্যিকারের মেট্রো নয় ৷ মেট্রোয় আদলে মণ্ডপ ৷ গঙ্গার নীচ দিয়ে মেট্রোর থিম করা হয়েছে কালীপুজোর প্যান্ডেলে ৷
কোথায় ?
ময়নাগুড়ির জাগরণী ক্লাবে গেলে দেখা মিলছে মেট্রোর ৷ তারা এবার কালীপুজোর প্যান্ডেলে তুলে ধরেছে গঙ্গার নিচে চলা মেট্রো পরিষেবাকে ।
মেট্রো সম্পর্কে মফস্বল এলাকার অনেক মানুষজনের তেমন কোনও ধারণাই নেই । তাও আবার গঙ্গার নিচ দিয়ে চলা মেট্রো । ফলে হাতের নাগালে যদি মেট্রো চড়ার সুযোগ পাওয়া যায়, তাহলে কে না সফর করতে চায় তাতে ! যতই হোক না সে নকল ৷ সেই মেট্রো চড়ার জন্যই উপচে পড়ল ভিড় ৷ উত্তরবঙ্গবাসীর মেট্রোর দাবি দীর্ঘদিনের । বলা চলে, দুধের সাধ একপ্রকার ঘোলেই মেটালেন তাঁরা ৷ তাদের মেট্রো চড়ার সাধ মেটালো ময়নাগুড়ির জাগরণী ক্লাব ।
উত্তরবঙ্গে মেট্রো সফর
কালীপুজোর মণ্ডপে ঢোকার মুখেই মেট্রো স্টেশনের আদলে আন্ডারপাস তৈরি করা হয়েছে । মেট্রোয় উঠে পড়লেই বাতানুকূল পরিবেশ । সামনে কোন স্টেশন আসছে সেটাও মেট্রোর ভেতরে ঘোষণা হচ্ছে । পাশাপাশি গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো রেল যাওয়ার বিষয়টিও রয়েছে, তা উপভোগ করছেন দর্শনার্থীরা ।
সত্যিকারের মেট্রোর মতো এর ভেতরেও যেমন বসায় জায়গা রয়েছে । তেমন ধরে দাঁড়িয়ে থাকা যায় এমন হাতল তৈরি করা হয়েছে । পাশাপাশি গঙ্গা দূষণ রোধে বার্তা দিচ্ছে মেট্রো রেলের পক্ষ থেকে । সব মিলিয়ে এবারের কালীপুজোয় মেট্রো রেল করে বাজিমাত করল ময়নাগুড়ির জাগরণী ক্লাব ৷
ক্লাবের কর্মকর্তা তথা স্থানীয় কাউন্সিলর তুহিন চৌধুরী বলেন, "আন্ডারগ্রাউন্ড মেট্রো আমরা এবার তৈরি করেছি । বিভিন্ন পুজো মণ্ডপে ঘুরে দেখে তাদের মতো আমরা প্যাণ্ডেল করে থাকি । গঙ্গার নিচে মেট্রো দেখার জন্য লোক উপচে পড়ছে ৷ অভূতপূর্ব সাড়া পাচ্ছি । বিগত দিনের সব রেকর্ড এবার ভেঙে যাবে মনে হচ্ছে । উত্তরবঙ্গে মেট্রো নেই । ফলে গ্রামবাংলার মানুষ মেট্রো চড়তে পারে না । তারা মেট্রো চড়ার আনন্দ নিচ্ছে আমাদের এই থিমের মাধ্যমে ।"
দর্শনার্থী রিম্পা দত্তের কথায়, "এই পুজো মণ্ডপে এসে দারুণ লাগছে ৷ ময়নাগুড়ির সেরা প্যান্ডেল করেছে জাগরণী ক্লাব ৷"
প্রসঙ্গত, হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত গঙ্গার নিচ দিয়ে দৌড়োয় মেট্রো ৷ দুর্গাপুজোর সময় কলকাতার একটি নামী পুজো এই আদলে মণ্ডপ তৈরি করেছিল ৷ এবার একইরকম মণ্ডপ গড়ল উত্তরবঙ্গের ময়নাগুড়ির জাগরণী ক্লাব ৷