কলকাতা, 10 এপ্রিল: রাজ্যজুড়ে বৃহস্পতিবার পালিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর । তাই 11 মার্চ বৃহস্পতিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে কমবে পরিষেবা । বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ । জানা গিয়েছে, এদিন মেট্রোর ব্লু লাইনে সারাদিনে চলবে 234টি পরিষেবা । এই মোট সংখ্যার মধ্যে 117টি আপ এবং 117টি ডাউন পরিষেবা রয়েছে । তবে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা অন্যান্য দিনের মতোই থাকছে ।
প্রথম পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে :
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে ।
কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 50 মিনিটে ।
দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে ।
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় ।
দিনের শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে :
দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে ৷
দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ৷
কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ৷
ওই দিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান স্টেশন পর্যন্ত সারাদিনে চলবে 122টি মেট্রো পরিষেবা । এই মোট সংখ্যার মধ্যে 61টি এসপ্ল্যানেড থেকে এবং 61টি মেট্রো হাওড়া ময়দান থেকে । সাধারণত এই লাইনে এই রুটে সারাদিনে চলে 130টি পরিষেবা । এই রুটে দিনের প্রথম মেট্রো শুরু হবে সকাল 7টার সময় । বৃহস্পতিবার প্রতি 12, 15 ও 20 মিনিট অন্তর চলবে একটি মেট্রো ।
অন্যদিকে, শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর পর্যন্ত সারাদিনে চলবে 90টি পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে 45টি পরিষেবা থাকবে শিয়ালদা দিক থেকে এবং 45টি পরিষেবা থাকবে সল্টলেক সেক্টর ফাইভের দিক থেকে। সাধারণত এই রুটে প্রতিদিন 106টি পরিষেবা দেওয়া হয় । বৃহস্পতিবার এই রুটে দিনের প্রথম পরিষেবা পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । এই রুটে প্রতি 20 মিনিট অন্তর পাওয়া যাবে একটি করে মেট্রো ।
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত দিনের শুরু ও শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে :
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যাবার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় ৷ শেষ মেট্রো মিলবে 9টা 45 মিনিটে ৷
এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় । শেষ মেট্রোর সময় 9টা 45 মিনিট ৷
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার শুরু ও শেষ মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকছে :
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6টা 55 মিনিটে । শেষ মেট্রো পাওয়া যাবে 9টা 35 মিনিটে ৷
সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টায় । শেষ মেট্রো মিলবে 9টা 40 মিনিটে ৷
আরও পড়ুন :