কলকাতা, 25 এপ্রিল: আগামী রবিবার 28 এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা । তাই সমস্ত পরীক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার জন্য ওইদিন ব্লু লাইনে চলবে বাড়তি মেট্রো ৷ পাশাপাশি ওই দিন প্রথম পরিষেবা শুরু হবে সকাল সাড়ে আটটা থেকে । কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের তরফে বৃহস্পতিবার এমনটাই জানানো হয়েছে ৷ পরীক্ষার্থী, অভিভাবক ও পরীক্ষার সঙ্গে যুক্ত সমস্ত কর্মীরা যাতে সময়ের আগে নির্ঝঞ্ঝাটে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারে তাই ওইদিন নর্থ-সাউথ করিডোরে মেট্রো পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
পরীক্ষার টাইম টেবিলের সঙ্গে সামঞ্জস্য রেখে দেওয়া হবে মেট্রো পরিষেবা । ওইদিন ব্লু লাইনে সারাদিনে 140টি পরিষেবা দেওয়া হবে ৷ যার মধ্যে 70টি আপ লাইনে এবং 70টি ডাউন লাইনে চলবে । সাধারণত রবিবার যাত্রী সংখ্যা কম থাকে বলে 130টি পরিষেবা চালানো হয় সারাদিনে । কিন্তু 28 এপ্রিল রবিবার জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা থাকার জন্য অন্যান্য রবিবারের থেকে 10টি পরিষেবা বাড়ানো হয়েছে ৷
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে পাওয়া যাবে সকাল সাড়ে আটটায় ৷
- দমদম থেকে কবি সুভাষ এবং দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9টার পরিবর্তে ছাড়বে সকাল সাড়ে আটটার সময় ।
দিনের শেষ মেট্রো :
- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 27 মিনিটে । এক্ষেত্রে সময় অপরিবর্তিত থাকছে ।
- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 28 মিনিটে ৷ সময় অপরিবর্তিত থাকছে ৷
- দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 9টা 40 মিনিটে ৷ সময় অপরিবর্তিত থাকছে।
আরও পড়ুন :