ETV Bharat / state

দূষণ থেকেই বাড়ছে বজ্রপাত, মালদায় 12 জনের মৃত্যুতে চিন্তিত আবহবিদরা - Reason Behind Frequent Lightning - REASON BEHIND FREQUENT LIGHTNING

Reason of Frequent Lightning: ঘনঘন বজ্রপাতে প্রাণ যাচ্ছে মানুষ ও নিরীহ পশু-পাখিদের ৷ মালদায় একদিনে বজ্রপাতে 12 জনের মৃত্যু চিন্তা বাড়িয়েছে আবহবিদদের ৷ কিন্তু এই ঘনঘন বজ্রপাতের কারণ কী ?

LIGHTNING
বজ্রপাতের প্রতীকী ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 17, 2024, 2:20 PM IST

মালদা, 17 মে: সামান্য বৃষ্টি, ধীরগতির হাওয়া, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত ৷ এতেই বৃহস্পতিবার বিকেলে প্রাণ গিয়েছে 12 জনের ৷ মালদার এই ঘটনা সাড়া ফেলেছে গোটা রাজ্যে ৷ কেন বজ্রপাতের সংখ্যা এত বাড়ছে, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা ৷ এদিকে বিশেষ অনুমতি নিয়ে বৃহস্পতিবার রাতেই মৃতদেহগুলির ময়নাতদন্ত করিয়েছে প্রশাসন ৷ গতকাল রাতে সাতটি দেহ ঘরে ফিরিয়ে নিয়ে গিয়েছেন পরিবারের লোকজন ৷ বাকি দেহগুলি শুক্রবার নিজেদের এলাকায় যাওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ ৷

বেশ কিছুদিন তীব্র দাবদাহের পর গতকাল বিকেলে আকাশ কালো করে মেঘ জমে ৷ খানিকবাদেই বাতাস বইতে শুরু করে ৷ তবে বাতাসের তীব্রতা তেমন কিছু ছিল না ৷ তখন থেকেই বজ্রপাত শুরু হয় ৷ খানিকবাদে শুরু হয় হালকা বৃষ্টি ৷ তখন বজ্রপাতের সংখ্যাও বাড়তে থাকে ৷ একসময় মুহুর্মহু ৷ বৃহস্পতিবার প্রতি মিনিটে প্রায় 90টি বাজ পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে ৷

আবহবিদদের মতে, সাধারণত কিউমুলাস মেঘে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে ৷ গত কয়েকবছরে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশেই এই বজ্রগর্ভ মেঘের পরিমাণ বেড়েছে ৷ এর কারণ মূলত দুটি ৷ প্রথমত, বাতাসে বেশি পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি এবং দ্বিতীয়ত, তাপমাত্রার বৃদ্ধি ৷ এর মধ্যে তাপমাত্রা বৃদ্ধির পিছনে রয়েছে দূষণ ৷ দূষণের মাত্রা যত বাড়বে, গড় তাপমাত্রাও তত বাড়বে ৷ এতেই কিউমুলাস মেঘ সৃষ্টির সম্ভাবনা বাড়ছে ৷ এই সময় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে ৷ কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত থাকছে প্রবল গরম ৷ এই দুইয়ের যোগফলে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ ৷ বিকেলের দিকে সেটাই বজ্রবৃষ্টির আকার নিচ্ছে ৷

তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, এই ঘটনা গোটা দেশেই ক্রমবর্ধমান ৷ আইএমডির হিসেব বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত দেশে চার লাখেরও বেশি বজ্রপাত হয়েছে ৷ এক্ষেত্রে উত্তর-পূর্ব ভারত ও ছোটনাগপুর মালভূমি অঞ্চল বজ্রপাতের হটস্পট হয়ে উঠেছে ৷ গত বছর গোটা দেশে প্রায় আড়াই হাজার মানুষ বজ্রপাতে মারা গিয়েছেন ৷ যার মধ্যে পশ্চিমবঙ্গেরই ছিলেন 71 জন ৷

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের অ্যাসোসিয়েট প্রফেসর অরিজিৎ দাস বলছেন, "বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে মূল কারণ দূষণ ৷ এর সঙ্গে রয়েছে কৃষিক্ষেত্রে অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সারের ব্যবহার আর আবহাওয়ার পরিবর্তন ৷ দূষণের জন্য তাপমাত্রা বাড়ছে ৷ বাড়ছে তাপপ্রবাহ ৷ এতেই বজ্রগর্ভ মেঘের পরিধি বাড়ছে ৷ এখন কৃষিক্ষেত্রে যথেচ্ছভাবে অ্যামোনিয়ার ব্যবহার করা হচ্ছে ৷ এই অ্যামোনিয়াও বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াতে সাহায্য করছে ৷ এই দুইয়ের যোগফলে পরিবর্তিত হচ্ছে আবহাওয়া ৷ এতেই বজ্রগর্ভ মেঘ এবং বজ্রপাতের সংখ্যা বাড়ছে ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই বজ্রপাতের সংখ্যা বেড়ে গিয়েছে ৷"

আরও পড়ুন :

  1. মালদায় বজ্রপাতে মৃত 12, শোক প্রকাশ মমতার
  2. ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত, প্রাণহানি রুখতে 'দামিনী' অ্যাপ ব্যবহারের পরামর্শ আবহবিদদের
  3. কখন, কোথায় বাজ পড়বে ? জানাবে দামিনী অ্যাপ, সতর্ক হোন

মালদা, 17 মে: সামান্য বৃষ্টি, ধীরগতির হাওয়া, সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত ৷ এতেই বৃহস্পতিবার বিকেলে প্রাণ গিয়েছে 12 জনের ৷ মালদার এই ঘটনা সাড়া ফেলেছে গোটা রাজ্যে ৷ কেন বজ্রপাতের সংখ্যা এত বাড়ছে, তা নিয়েই শুরু হয়েছে আলোচনা ৷ এদিকে বিশেষ অনুমতি নিয়ে বৃহস্পতিবার রাতেই মৃতদেহগুলির ময়নাতদন্ত করিয়েছে প্রশাসন ৷ গতকাল রাতে সাতটি দেহ ঘরে ফিরিয়ে নিয়ে গিয়েছেন পরিবারের লোকজন ৷ বাকি দেহগুলি শুক্রবার নিজেদের এলাকায় যাওয়া হবে বলে জানিয়েছে জেলা পুলিশ ৷

বেশ কিছুদিন তীব্র দাবদাহের পর গতকাল বিকেলে আকাশ কালো করে মেঘ জমে ৷ খানিকবাদেই বাতাস বইতে শুরু করে ৷ তবে বাতাসের তীব্রতা তেমন কিছু ছিল না ৷ তখন থেকেই বজ্রপাত শুরু হয় ৷ খানিকবাদে শুরু হয় হালকা বৃষ্টি ৷ তখন বজ্রপাতের সংখ্যাও বাড়তে থাকে ৷ একসময় মুহুর্মহু ৷ বৃহস্পতিবার প্রতি মিনিটে প্রায় 90টি বাজ পড়েছে বলে খবর পাওয়া গিয়েছে ৷

আবহবিদদের মতে, সাধারণত কিউমুলাস মেঘে বজ্রপাতের আশঙ্কা বেশি থাকে ৷ গত কয়েকবছরে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশেই এই বজ্রগর্ভ মেঘের পরিমাণ বেড়েছে ৷ এর কারণ মূলত দুটি ৷ প্রথমত, বাতাসে বেশি পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি এবং দ্বিতীয়ত, তাপমাত্রার বৃদ্ধি ৷ এর মধ্যে তাপমাত্রা বৃদ্ধির পিছনে রয়েছে দূষণ ৷ দূষণের মাত্রা যত বাড়বে, গড় তাপমাত্রাও তত বাড়বে ৷ এতেই কিউমুলাস মেঘ সৃষ্টির সম্ভাবনা বাড়ছে ৷ এই সময় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে ৷ কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত থাকছে প্রবল গরম ৷ এই দুইয়ের যোগফলে তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ ৷ বিকেলের দিকে সেটাই বজ্রবৃষ্টির আকার নিচ্ছে ৷

তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, এই ঘটনা গোটা দেশেই ক্রমবর্ধমান ৷ আইএমডির হিসেব বলছে, চলতি বছরে এখনও পর্যন্ত দেশে চার লাখেরও বেশি বজ্রপাত হয়েছে ৷ এক্ষেত্রে উত্তর-পূর্ব ভারত ও ছোটনাগপুর মালভূমি অঞ্চল বজ্রপাতের হটস্পট হয়ে উঠেছে ৷ গত বছর গোটা দেশে প্রায় আড়াই হাজার মানুষ বজ্রপাতে মারা গিয়েছেন ৷ যার মধ্যে পশ্চিমবঙ্গেরই ছিলেন 71 জন ৷

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিষয়ের অ্যাসোসিয়েট প্রফেসর অরিজিৎ দাস বলছেন, "বজ্রপাতের সংখ্যা বেড়ে যাওয়ার পিছনে মূল কারণ দূষণ ৷ এর সঙ্গে রয়েছে কৃষিক্ষেত্রে অনিয়ন্ত্রিতভাবে রাসায়নিক সারের ব্যবহার আর আবহাওয়ার পরিবর্তন ৷ দূষণের জন্য তাপমাত্রা বাড়ছে ৷ বাড়ছে তাপপ্রবাহ ৷ এতেই বজ্রগর্ভ মেঘের পরিধি বাড়ছে ৷ এখন কৃষিক্ষেত্রে যথেচ্ছভাবে অ্যামোনিয়ার ব্যবহার করা হচ্ছে ৷ এই অ্যামোনিয়াও বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াতে সাহায্য করছে ৷ এই দুইয়ের যোগফলে পরিবর্তিত হচ্ছে আবহাওয়া ৷ এতেই বজ্রগর্ভ মেঘ এবং বজ্রপাতের সংখ্যা বাড়ছে ৷ শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশেই বজ্রপাতের সংখ্যা বেড়ে গিয়েছে ৷"

আরও পড়ুন :

  1. মালদায় বজ্রপাতে মৃত 12, শোক প্রকাশ মমতার
  2. ঝড়-বৃষ্টির দাপট অব্যাহত, প্রাণহানি রুখতে 'দামিনী' অ্যাপ ব্যবহারের পরামর্শ আবহবিদদের
  3. কখন, কোথায় বাজ পড়বে ? জানাবে দামিনী অ্যাপ, সতর্ক হোন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.