মালদা, 29 জানুয়ারি: আগামী 2 ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের মাধ্যমিক পরীক্ষা ৷ এবার মাধ্যমিকে প্রথমবার ব্যবহৃত হবে মেটাল ডিটেক্টর ৷ এই মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষা করা হবে পড়ুয়াদের ৷ শুধুমাত্র মালদা জেলার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে মধ্যশিক্ষা পর্ষদ ৷ বিগত দিনে এই জেলা থেকে মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছিল ৷ তাই এবার আটঘাঁট বেঁধেই ময়দানে নামছে পর্ষদ ৷
মালদা জেলায় পর্ষদের তরফে নিযুক্ত মাধ্যমিক পরীক্ষার আহ্বায়ক বিপ্লব গুপ্ত সোমবার ফোন মারফৎ ইটিভি ভারতকে বলেন, "এবার মালদায় মোট 119টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে ৷ এর মধ্যে 19টি সেন্টার এবং 100টি ভেন্যু ৷ জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা 44 হাজার 890 জন ৷ এর মধ্যে ছাত্র রয়েছে 19 হাজার 424 জন এবং ছাত্রীর সংখ্যা 25 হাজার 466 তন ৷ গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কিছু বেড়েছে ৷"
বিপ্লব গুপ্ত জানান, মালদা জেলায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক গ্যাজেট ব্যবহারের প্রবণতা এর আগে দেখা গিয়েছে ৷ পরীক্ষাকে সুরক্ষিত করার জন্য জেলায় মাধ্যমিক পর্যবেক্ষণ দল রয়েছে ৷ সেই দলের সদস্যরাই আলোচনা করে পর্ষদ ও জেলা প্রশাসনের কাছে মেটাল ডিটেক্টর ব্যবহার করার আবেদন জানিয়েছি ৷ পরীক্ষার সময় মোট চারটি ভিজিল্যান্স টিম গঠিত হবে ৷ প্রতিটি দলের হাতে মেটাল ডিটেক্টর রাখার আবেদন জানানো হয়েছে ৷
মাধ্যমিক পরীক্ষার আহ্বায়কের কথায়, "আশা করছি, আমাদের সেই আবেদন গৃহীত হবে ৷ তবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে না ৷ আমদের দল যখন পরীক্ষাকেন্দ্রে যাবে তখন সন্দেহজনক কিছু মনে হলে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে ৷ অবশ্য কোনও স্কুল যদি নিজেদের উদ্যোগে মেটাল ডিটেক্টর ব্যবহার করতে চায় তবে সেটা তারা করতে পারে ৷ মেটাল ডিটেক্টর ব্যবহার করলে কারও শরীরে হাতও দিতে হবে না ৷ সেদিক থেকে এই ব্যবস্থা অনেক বেশি ভালো ৷ আমরা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বদ্ধপরিকর ৷ পরীক্ষার্থীদের উপর মেটাল ডিটেক্টর নিয়ে ঝাঁপিয়ে পড়ার কোনও অভিপ্রায় আমাদের নেই ৷ তবে একটি কথা, এর আগে বিভিন্ন সংবাদমাধ্যমে মালদা থেকে প্রশ্ন ফাঁসের খবর হয়েছে ৷ কিন্তু আমরা দেখেছি, অনেক সময় বাইরের ঘটনার দায়ও মালদার কাঁধে এসে পড়ে ৷"
এদিকে মাধ্যমিক শিক্ষা পর্ষদের এক কর্তা বলেছেন, "আগের ঘটনা থেকে সতর্ক হয়ে এবার আমরা মাধ্যমিক পরীক্ষায় মালদা জেলায় মেটাল ডিটেক্টরের ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি ৷ এবারই প্রথম মাধ্যমিক পরীক্ষায় প্রথমবার মেটাল ডিটেক্টরের ব্যবহার করা হচ্ছে ৷ যদি কোথাও প্রয়োজন পড়ে তবেই সেখানে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে ৷"
আরও পড়ুন: