ETV Bharat / state

বাদ গেলাম কই...একডালিয়র পুজো আজও সুব্রতময় - EKDALIA EVERGREEN CLUB

একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো 82 বছরে পা দিল। গোড়া থেকেই সাবেকি ঘরানায় পুজো হয় এখানে ৷

EKDALIA EVERGREEN CLUB
মানুষের ঢল একডালিয়া এভারগ্রিনে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2024, 9:18 PM IST

কলকাতা, 10 অক্টোবর: সুব্রতহীন একডালিয়া এভারগ্রিনের দুর্গা পুজো জৌলুস হারায়নি ৷ বৃহস্পতিবার মহাসপ্তমী। আর এদিন সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়। রাত যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে ।

দক্ষিণ কলকাতার নামকরা পুজোর মধ্যে একটি হল একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো । সকলেই এই পুজোকে রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই জানেন। তাঁর মৃত্যুর পর কয়েকবছর কেটে গিয়েছে । কিন্তু এই ভাবনায় বদল আসেনি ।

মানুষের ঢল একডালিয়া এভারগ্রিনে (ইটিভি ভারত)

এই বছর একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো 82 বছরে পা দিল। গোড়া থেকেই সাবেকি ঘরানায় পুজো হয় এখানে ৷ এবারেও সেভাবেই পুজো করতে পছন্দ করছেন উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তা স্বপন মহাপাত্র জানান, একডালিয়া এভারগ্রিন থিমের পুজোয় বিশ্বাস করে না ৷ তবে প্রতিবছরই ভারতের বিভিন্ন মন্দিরের আদলে তৈরি করা হয় মণ্ডপ। এই বছরও পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে প্যান্ডেল। তবে প্রতিমার সাজে সাবেকিয়ানা স্পষ্ট।

এখানে প্যান্ডেলের আরও একটি চমক হল, এখানে প্যান্ডেলের মাঝখানে লাগানো হয় একটি বিশাল বড় আকারের ঝাড়বাতি ৷ যেটিকে নিয়ে আসা হয় রাজস্থানের আজমের শহর থেকে। ভাগে ভাগে আসে এই ঝাড় লন্ঠনটি ৷ এরপরে প্যান্ডেলে এই ঝাড় লন্ঠনটিকে একত্রিত করে এই বিশাল ঝাড়বাতি লাগানো হয়।

একডালিয়ার পুজোর সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের নাম জড়িয়ে আছে। মৃত্যুর কয়েকবছর বাদেও সেই সম্পর্কে ছেদ পড়েনি । স্বপন মহাপাত্রের কথায় তা আবারও স্পষ্ট হল । তিনি জানান, শারীরিকভাবে সুব্রত মুখোপাধ্যায় আর তাঁদের মধ্যে না থাকলেও, এই পুজোর সমস্ত কিছুতে রয়ে গিয়েছে তাঁর ছোঁয়া ৷ বহন করছে তাঁর স্মৃতিও ৷ তাই না থেকেও সুব্রত মুখোপাধ্যায় আছেন সবার মধ্যেই।

কলকাতা, 10 অক্টোবর: সুব্রতহীন একডালিয়া এভারগ্রিনের দুর্গা পুজো জৌলুস হারায়নি ৷ বৃহস্পতিবার মহাসপ্তমী। আর এদিন সকাল থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড়। রাত যত বাড়ছে ভিড়ও তত বাড়ছে ।

দক্ষিণ কলকাতার নামকরা পুজোর মধ্যে একটি হল একডালিয়া এভারগ্রিনের দুর্গাপুজো । সকলেই এই পুজোকে রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের পুজো বলেই জানেন। তাঁর মৃত্যুর পর কয়েকবছর কেটে গিয়েছে । কিন্তু এই ভাবনায় বদল আসেনি ।

মানুষের ঢল একডালিয়া এভারগ্রিনে (ইটিভি ভারত)

এই বছর একডালিয়া এভারগ্রিন ক্লাবের পুজো 82 বছরে পা দিল। গোড়া থেকেই সাবেকি ঘরানায় পুজো হয় এখানে ৷ এবারেও সেভাবেই পুজো করতে পছন্দ করছেন উদ্যোক্তারা। পুজো উদ্যোক্তা স্বপন মহাপাত্র জানান, একডালিয়া এভারগ্রিন থিমের পুজোয় বিশ্বাস করে না ৷ তবে প্রতিবছরই ভারতের বিভিন্ন মন্দিরের আদলে তৈরি করা হয় মণ্ডপ। এই বছরও পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে প্যান্ডেল। তবে প্রতিমার সাজে সাবেকিয়ানা স্পষ্ট।

এখানে প্যান্ডেলের আরও একটি চমক হল, এখানে প্যান্ডেলের মাঝখানে লাগানো হয় একটি বিশাল বড় আকারের ঝাড়বাতি ৷ যেটিকে নিয়ে আসা হয় রাজস্থানের আজমের শহর থেকে। ভাগে ভাগে আসে এই ঝাড় লন্ঠনটি ৷ এরপরে প্যান্ডেলে এই ঝাড় লন্ঠনটিকে একত্রিত করে এই বিশাল ঝাড়বাতি লাগানো হয়।

একডালিয়ার পুজোর সঙ্গে সুব্রত মুখোপাধ্যায়ের নাম জড়িয়ে আছে। মৃত্যুর কয়েকবছর বাদেও সেই সম্পর্কে ছেদ পড়েনি । স্বপন মহাপাত্রের কথায় তা আবারও স্পষ্ট হল । তিনি জানান, শারীরিকভাবে সুব্রত মুখোপাধ্যায় আর তাঁদের মধ্যে না থাকলেও, এই পুজোর সমস্ত কিছুতে রয়ে গিয়েছে তাঁর ছোঁয়া ৷ বহন করছে তাঁর স্মৃতিও ৷ তাই না থেকেও সুব্রত মুখোপাধ্যায় আছেন সবার মধ্যেই।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.