ETV Bharat / state

মন্দির থেকে গির্জা, ভোট প্রচারে বেরিয়ে সব ধর্মেই আস্থা জুন মালিয়ার - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

June Malia Election Campaign: মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া আপাতত রয়েছেন বেলদায় ৷ গরম উপেক্ষা করে জোর কদমে প্রচার চালাচ্ছেন তিনি ৷ ভোটের প্রচারে তৃণমূল প্রার্থী রোজই পৌঁছে যাচ্ছেন নিজের কেন্দ্রের নানা প্রান্তে । মন্দির থেকে চার্চ-- প্রচারে বেরিয়ে সর্বত্রই পৌঁছে যাচ্ছেন তিনি ৷

June Malia
মন্দির থেকে চার্চ- ভোট প্রচারে বেরিয়ে সব ধর্মেই প্রার্থনায় আস্থা জুন মালিয়ার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 2, 2024, 2:52 PM IST

Updated : Apr 2, 2024, 10:00 PM IST

কলকাতা, 2 এপ্রিল: জোর কদমে প্রচার চালাচ্ছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বেশ কিছুদিন ধরেই প্রচারের কাজে বেলদায় রয়েছেন তিনি । হালকা সুতির শাড়ি আর ছিমছাম সাজে অভিনেত্রী রোজই পৌঁছে যাচ্ছেন তাঁর নির্বাচনী কেন্দ্রের নানা প্রান্তে। দেখা করছেন সাধারণ মানুষের সঙ্গে। হাজির হচ্ছেন নানা ধর্মীয় স্থানে। পুজো দিচ্ছেন, প্রসাদ বিতরণ করছেন, কথা বলছেন সকলের সঙ্গে । আর প্রচারের এই সব মুহূর্তের ছবি তিনি তুলে ধরছেন সামাজিক মাধ্যমে করা বিভিন্ন পোস্টে।

June Malia
খড়গপুর শহরে বালাজী মন্দিরে দেবদর্শনে জুন মালিয়া

মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর 1 নম্বর ব্লকের বড়কলা অঞ্চলের পীতাম্বরপুর গ্রামে সম্প্রতি শীতলা মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠানে যোগ দেন জুন মালিয়া। সেখানে গিয়ে নিজে হাতে দর্শনার্থীদের ভোগ বিতরণ করেন অভিনেত্রী। মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। পাশাপাশি শালবনী ব্লকের পিড়াকাটা বাজারে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের নানা ছবিও তিনি শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমের ওয়ালে।

June Malia
পীতাম্বরপুর গ্রামে সম্প্রতি শীতলা মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠানে

মেদিনীপুর শহরে নির্ভীক কালচারালের অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছে 'লাভ বিয়ে আজকাল' ধারাবাহিকের নেতিবাচক চরিত্র মৃত্তিকা থুড়ি জুন মালিয়াকে । গতকাল মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর শহরে বালাজি মন্দিরে দেবদর্শনে যান তিনি। মেদিনীপুর লোকসভার অন্তর্গত মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রমেও প্রার্থনায় যোগ দেন তিনি । খড়গপুর শহরের স্যাক্রেড হার্ট চার্চেও (Sacred Heart) প্রার্থনা করেন তিনি ।

আগামী 25 মে ষষ্ঠ দফার ভোটে পরীক্ষা জুন মালিয়ার। ওইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর এবং ঘাটালে ।

এই মুহূর্তে নিজের শুটিংয়ের শিডিউল থেকে খানিক বিরতি নিয়েছেন অভিনেত্রী । চ্যানেলের তরফে জানা গিয়েছে, মৃত্তিকার চরিত্রে জুন মালিয়াই থাকবেন । 'লাভ বিয়ে আজকাল' ধারাবাহিকের নায়কের সৎ মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। আদ্যোপান্ত নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর মৃত্তিকা চরিত্রটি নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে বলেছেন, "আর কত দুষ্টুমি করবে?" অথচ এই জুন মালিয়াকেই আদ্যোপান্ত ইতিবাচক চরিত্রে দেখা গিয়েছে 'গাঁটছড়া' ধারাবাহিকে ।

আরও পড়ুন:

ভোটের মুখে সদস্য সংখ্যা বৃদ্ধি এসএফআইয়ের, জঙ্গলমহলই পাখির চোখ নবাগতদের

'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী', প্রতিদ্বন্দ্বী জুন মালিয়াকে বার্তা 'বন্ধু' অগ্নিমিত্রার

বালুরঘাট জমজমাট! লক্ষাধিক ভোটে জিতবেন, মনোনয়ন জমা দিয়ে দাবি তৃণমূল প্রার্থীর

কলকাতা, 2 এপ্রিল: জোর কদমে প্রচার চালাচ্ছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। বেশ কিছুদিন ধরেই প্রচারের কাজে বেলদায় রয়েছেন তিনি । হালকা সুতির শাড়ি আর ছিমছাম সাজে অভিনেত্রী রোজই পৌঁছে যাচ্ছেন তাঁর নির্বাচনী কেন্দ্রের নানা প্রান্তে। দেখা করছেন সাধারণ মানুষের সঙ্গে। হাজির হচ্ছেন নানা ধর্মীয় স্থানে। পুজো দিচ্ছেন, প্রসাদ বিতরণ করছেন, কথা বলছেন সকলের সঙ্গে । আর প্রচারের এই সব মুহূর্তের ছবি তিনি তুলে ধরছেন সামাজিক মাধ্যমে করা বিভিন্ন পোস্টে।

June Malia
খড়গপুর শহরে বালাজী মন্দিরে দেবদর্শনে জুন মালিয়া

মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর 1 নম্বর ব্লকের বড়কলা অঞ্চলের পীতাম্বরপুর গ্রামে সম্প্রতি শীতলা মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠানে যোগ দেন জুন মালিয়া। সেখানে গিয়ে নিজে হাতে দর্শনার্থীদের ভোগ বিতরণ করেন অভিনেত্রী। মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। পাশাপাশি শালবনী ব্লকের পিড়াকাটা বাজারে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাতের মুহূর্তের নানা ছবিও তিনি শেয়ার করেছেন নিজের সামাজিক মাধ্যমের ওয়ালে।

June Malia
পীতাম্বরপুর গ্রামে সম্প্রতি শীতলা মাতার বাৎসরিক পুজো অনুষ্ঠানে

মেদিনীপুর শহরে নির্ভীক কালচারালের অনুষ্ঠানেও যোগ দিতে দেখা গিয়েছে 'লাভ বিয়ে আজকাল' ধারাবাহিকের নেতিবাচক চরিত্র মৃত্তিকা থুড়ি জুন মালিয়াকে । গতকাল মেদিনীপুর লোকসভার অন্তর্গত খড়গপুর শহরে বালাজি মন্দিরে দেবদর্শনে যান তিনি। মেদিনীপুর লোকসভার অন্তর্গত মেদিনীপুর শহরের নির্মল হৃদয় আশ্রমেও প্রার্থনায় যোগ দেন তিনি । খড়গপুর শহরের স্যাক্রেড হার্ট চার্চেও (Sacred Heart) প্রার্থনা করেন তিনি ।

আগামী 25 মে ষষ্ঠ দফার ভোটে পরীক্ষা জুন মালিয়ার। ওইদিন নির্বাচন অনুষ্ঠিত হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, বিষ্ণুপুর, মেদিনীপুর এবং ঘাটালে ।

এই মুহূর্তে নিজের শুটিংয়ের শিডিউল থেকে খানিক বিরতি নিয়েছেন অভিনেত্রী । চ্যানেলের তরফে জানা গিয়েছে, মৃত্তিকার চরিত্রে জুন মালিয়াই থাকবেন । 'লাভ বিয়ে আজকাল' ধারাবাহিকের নায়কের সৎ মায়ের চরিত্রে অভিনয় করছেন তিনি। আদ্যোপান্ত নেতিবাচক একটি চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর মৃত্তিকা চরিত্রটি নিয়ে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁকে বলেছেন, "আর কত দুষ্টুমি করবে?" অথচ এই জুন মালিয়াকেই আদ্যোপান্ত ইতিবাচক চরিত্রে দেখা গিয়েছে 'গাঁটছড়া' ধারাবাহিকে ।

আরও পড়ুন:

ভোটের মুখে সদস্য সংখ্যা বৃদ্ধি এসএফআইয়ের, জঙ্গলমহলই পাখির চোখ নবাগতদের

'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী', প্রতিদ্বন্দ্বী জুন মালিয়াকে বার্তা 'বন্ধু' অগ্নিমিত্রার

বালুরঘাট জমজমাট! লক্ষাধিক ভোটে জিতবেন, মনোনয়ন জমা দিয়ে দাবি তৃণমূল প্রার্থীর

Last Updated : Apr 2, 2024, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.