ETV Bharat / state

'অন্যায় করলে শাস্তি পাক', সন্দেশখালি প্রসঙ্গে মন্তব্য জুন মালিয়ার - সন্দেশখালি

Medinipur MLA June Malia: জাতীয় ও রাজ্য মহিলা কমিশন সন্দেশখালিতে গিয়েছে ৷ সন্দেশখালিকাণ্ডে অপরাধীদের শাস্তির দাবি জানিয়েছে মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ৷ সোমবার 100 দিনের কাজের বকেয়া টাকা ফেরত দিতে ফর্ম ফিলাপে সহযোগিতা করেন তিনি ৷

June Malia
জুন মালিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 4:21 PM IST

মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া

কঙ্কাবতী, 19 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের যাওয়া নিয়ে মুখ খুললেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ৷ তাঁর কথায়, "আমাদের রাজ্য মহিলা কমিশনও ওখানে গিয়েছে ৷ তারাও রিপোর্ট দেবে । যদি কেউ অন্যায় করে থাকে সে শাস্তি পাক ৷ এতে আমাদের দ্বিধামত নেই । বিরোধীরা দাবি করছে, লোকসভা ভোটের মুখে টার্নিং পয়েন্ট হতে চলেছে সন্দেশখালি ইস্যু ৷ সেই নিয়ে কোনওরকম মন্তব্য করতে রাজি হননি এই তৃণমূল বিধায়ক ।

তিন বছর ধরে বকেয়া থাকা 100 দিনের কাজের টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই টাকা যাতে সঠিক মানুষ তার নির্দিষ্ট অ্যাকাউন্টে পেতে পারে তার জন্য ফর্ম ফিলাপ ও স্কুটিনির কাজ শুরু হল মেদিনীপুরের কঙ্কাবতী এলাকায় । নিজে ফর্ম ফিলাপে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিধায়িকা জুন মালিয়া ৷

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বকেয়া টাকা ফেরত এবং ক্যাম্প খোলা নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়াতে দীর্ঘদিন মানুষ 100 দিনের টাকা থেকে বঞ্চিত । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, 100 দিনের টাকা দেওয়ার । আর তাই সেই টাকা যাতে সাধারণ মানুষ এবং উপযুক্ত কার্ড হোল্ডাররা পান তার জন্যই এখন ফর্ম ফিলাপ ও স্কুটিনির কাজ চলছে । মানুষ যাতে সঠিক টাকাটা নিজের অ্যাকাউন্টে পান তার জন্য এই ক্যাম্প ৷ আমরা ফর্ম ফিলাপ করে সেই টাকা পাওয়ার ব্যবস্থা করছি ৷ এটা তারই একটা সামান্য প্রয়াস ।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য ও রাজনীতি উত্তাল । একদিকে শাহজাহান প্রসঙ্গ ৷ অন্যদিকে মহিলাদের নির্যাতনের অভিযোগ নিয়ে চলছে রাজনৈতিক তরজা । যদিও এই নিয়ে শাসক বিরোধী উভয়েই আন্দোলনে নেমেছে । এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনের পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল সন্দেশখালি এলাকায় গিয়েছে ৷ ঘুরছে এবং খতিয়ে দেখছে । তারা রিপোর্ট দেবে তাদের নিজ নিজ দফতরকে । এরপরই ব্যবস্থা নেওয়া হবে বলে খবর ।

আরও পড়ুন:

  1. 'সত্যি ঘটনা সামনে আসবেই', কলকাতায় নেমেই সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ রেখা শর্মার
  2. 'নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছে পুলিশ', সন্দেশখালি নিয়ে জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্ত'র
  3. সন্দেশখালিতে গোপন জবানবন্দি দেওয়া মহিলার বাড়িতে পুলিশের পোশাকে হামলার অভিযোগ

মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া

কঙ্কাবতী, 19 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের যাওয়া নিয়ে মুখ খুললেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ৷ তাঁর কথায়, "আমাদের রাজ্য মহিলা কমিশনও ওখানে গিয়েছে ৷ তারাও রিপোর্ট দেবে । যদি কেউ অন্যায় করে থাকে সে শাস্তি পাক ৷ এতে আমাদের দ্বিধামত নেই । বিরোধীরা দাবি করছে, লোকসভা ভোটের মুখে টার্নিং পয়েন্ট হতে চলেছে সন্দেশখালি ইস্যু ৷ সেই নিয়ে কোনওরকম মন্তব্য করতে রাজি হননি এই তৃণমূল বিধায়ক ।

তিন বছর ধরে বকেয়া থাকা 100 দিনের কাজের টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই টাকা যাতে সঠিক মানুষ তার নির্দিষ্ট অ্যাকাউন্টে পেতে পারে তার জন্য ফর্ম ফিলাপ ও স্কুটিনির কাজ শুরু হল মেদিনীপুরের কঙ্কাবতী এলাকায় । নিজে ফর্ম ফিলাপে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিধায়িকা জুন মালিয়া ৷

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বকেয়া টাকা ফেরত এবং ক্যাম্প খোলা নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়াতে দীর্ঘদিন মানুষ 100 দিনের টাকা থেকে বঞ্চিত । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, 100 দিনের টাকা দেওয়ার । আর তাই সেই টাকা যাতে সাধারণ মানুষ এবং উপযুক্ত কার্ড হোল্ডাররা পান তার জন্যই এখন ফর্ম ফিলাপ ও স্কুটিনির কাজ চলছে । মানুষ যাতে সঠিক টাকাটা নিজের অ্যাকাউন্টে পান তার জন্য এই ক্যাম্প ৷ আমরা ফর্ম ফিলাপ করে সেই টাকা পাওয়ার ব্যবস্থা করছি ৷ এটা তারই একটা সামান্য প্রয়াস ।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য ও রাজনীতি উত্তাল । একদিকে শাহজাহান প্রসঙ্গ ৷ অন্যদিকে মহিলাদের নির্যাতনের অভিযোগ নিয়ে চলছে রাজনৈতিক তরজা । যদিও এই নিয়ে শাসক বিরোধী উভয়েই আন্দোলনে নেমেছে । এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনের পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল সন্দেশখালি এলাকায় গিয়েছে ৷ ঘুরছে এবং খতিয়ে দেখছে । তারা রিপোর্ট দেবে তাদের নিজ নিজ দফতরকে । এরপরই ব্যবস্থা নেওয়া হবে বলে খবর ।

আরও পড়ুন:

  1. 'সত্যি ঘটনা সামনে আসবেই', কলকাতায় নেমেই সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ রেখা শর্মার
  2. 'নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছে পুলিশ', সন্দেশখালি নিয়ে জাতীয় মহিলা কমিশনকে চিঠি সুকান্ত'র
  3. সন্দেশখালিতে গোপন জবানবন্দি দেওয়া মহিলার বাড়িতে পুলিশের পোশাকে হামলার অভিযোগ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.