কঙ্কাবতী, 19 ফেব্রুয়ারি: সন্দেশখালিতে জাতীয় মহিলা কমিশনের যাওয়া নিয়ে মুখ খুললেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া ৷ তাঁর কথায়, "আমাদের রাজ্য মহিলা কমিশনও ওখানে গিয়েছে ৷ তারাও রিপোর্ট দেবে । যদি কেউ অন্যায় করে থাকে সে শাস্তি পাক ৷ এতে আমাদের দ্বিধামত নেই । বিরোধীরা দাবি করছে, লোকসভা ভোটের মুখে টার্নিং পয়েন্ট হতে চলেছে সন্দেশখালি ইস্যু ৷ সেই নিয়ে কোনওরকম মন্তব্য করতে রাজি হননি এই তৃণমূল বিধায়ক ।
তিন বছর ধরে বকেয়া থাকা 100 দিনের কাজের টাকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই টাকা যাতে সঠিক মানুষ তার নির্দিষ্ট অ্যাকাউন্টে পেতে পারে তার জন্য ফর্ম ফিলাপ ও স্কুটিনির কাজ শুরু হল মেদিনীপুরের কঙ্কাবতী এলাকায় । নিজে ফর্ম ফিলাপে সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিধায়িকা জুন মালিয়া ৷
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বকেয়া টাকা ফেরত এবং ক্যাম্প খোলা নিয়ে তিনি বলেন, "কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়াতে দীর্ঘদিন মানুষ 100 দিনের টাকা থেকে বঞ্চিত । সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, 100 দিনের টাকা দেওয়ার । আর তাই সেই টাকা যাতে সাধারণ মানুষ এবং উপযুক্ত কার্ড হোল্ডাররা পান তার জন্যই এখন ফর্ম ফিলাপ ও স্কুটিনির কাজ চলছে । মানুষ যাতে সঠিক টাকাটা নিজের অ্যাকাউন্টে পান তার জন্য এই ক্যাম্প ৷ আমরা ফর্ম ফিলাপ করে সেই টাকা পাওয়ার ব্যবস্থা করছি ৷ এটা তারই একটা সামান্য প্রয়াস ।"
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালির ঘটনা নিয়ে রাজ্য ও রাজনীতি উত্তাল । একদিকে শাহজাহান প্রসঙ্গ ৷ অন্যদিকে মহিলাদের নির্যাতনের অভিযোগ নিয়ে চলছে রাজনৈতিক তরজা । যদিও এই নিয়ে শাসক বিরোধী উভয়েই আন্দোলনে নেমেছে । এই ঘটনায় জাতীয় মহিলা কমিশনের পাশাপাশি রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল সন্দেশখালি এলাকায় গিয়েছে ৷ ঘুরছে এবং খতিয়ে দেখছে । তারা রিপোর্ট দেবে তাদের নিজ নিজ দফতরকে । এরপরই ব্যবস্থা নেওয়া হবে বলে খবর ।
আরও পড়ুন: