ETV Bharat / state

টাকা আদায় করতে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করুন, চাকরি হারাদের পরামর্শ সেলিমের - Salim on SSC Scam Verdict - SALIM ON SSC SCAM VERDICT

Salim on SSC Scam: মুখ্যমন্ত্রী ও শিক্ষা দফতরের নির্দেশে এমনটা হয়েছে ৷ যাদের টাকা দিয়েছিলেন সেইসব তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করুন ৷ 2016 সালের এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়ের পর এমনটাই বললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷

Md Salim, মহম্মদ সেলিম
এসএসসি চাকরি বাতিল নিয়ে সেলিমের বক্তব্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 8:02 PM IST

সাংবাদিকদের মুখোমুখি সেলিম

বহরমপুর, 22 এপ্রিল: "টাকা আদায় করতে তৃণমূল নেতাদের নাম সামনে আনুন । তাদের বাড়ি ঘেরাও করুন ৷" হাইকোর্টের নির্দেশে প্রায় 26 হাজার চাকরি যেতেই সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এমন পরামর্শ দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । এদিন তিনি বলেন, "স্কুল সার্ভিস কমিশন সব অন্যায় করেছে । আর এই অন্যায় হয়েছে মুখ্যমন্ত্রী ও শিক্ষা দফতরের নির্দেশে । কালীঘাট আর নবান্ন থেকে সব পরিকল্পনা হয়েছে । তৃণমূল ভবন থেকে তার রূপায়ণ হয়েছে । টাকা ফেরত দিতে হবে ।"

দীর্ঘ শুনানির পর আজ 2016 সালের এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছে । তাতেই 25 হাজার 753 জন শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে । আর হাইকোর্টের রায় ঘোষণার পর নির্বাচনী প্রচার ছেড়ে বহরমপুরে সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ।

তাঁর কথায়, "এই রায় সূদুরপ্রসারী । এর ইমপ্যাক্ট রয়েছে । রাজ্যে হাজার হাজার বেকার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন । তার মধ্যে অনেক যোগ্যপ্রার্থীকেও চাকরি হারাতে হল । মুখ্যমন্ত্রী হাইকোর্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন ৷ আইনজীবীদের দোষী দেখাতে চেয়েছেন । হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের কাছে যোগ্যদের তালিকা চেয়েছিল । প্রাক্তন শিক্ষামন্ত্রী- সহ স্কুল সার্ভিস কমিশনের অনেকেই জেলে । স্কুল সার্ভিস কমিশন দেখাতে পারেনি । এরপর হাইকোর্ট অযোগ্য ব্যক্তিদের তালিকা চেয়ে বসে । তাও দেখাতে পারেনি ।"

এরপর কটাক্ষের সুরে মহম্মদ সেলিম বলেন,"কাকুর কণ্ঠে ভাইপো ধরা পড়তে পারে । তাই কিছুই সামনে আনা হয়নি । অনেকেই টাকা দিয়েছেন । এর মধ্যে বহু জন রয়েছেন যারা যোগ্য। আমি বলব, এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তাঁর আর শিক্ষা দফতরের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন সব অন্যায় করেছে । টাকা আদায় করতে হবে । এর জন্য বাম ছাত্র-যুব সংগঠন আপনাদের সঙ্গে আছে । যাদের টাকা দিয়েছেন সেই সব তৃণমূল নেতাদের নাম সামনে আনুন । তাদের বাড়ি ঘেরাও করুন । টাকা আদায় করতেই হবে ।"

আরও পড়ুন :

  1. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট
  2. আইনি লড়াই জিতে 7 মাসের মাথায় চাকরি হারিয়ে হতাশ অনামিকা
  3. যাঁরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন সিবিআই এবার তাঁদের খুঁজবে, দাবি দিলীপের

সাংবাদিকদের মুখোমুখি সেলিম

বহরমপুর, 22 এপ্রিল: "টাকা আদায় করতে তৃণমূল নেতাদের নাম সামনে আনুন । তাদের বাড়ি ঘেরাও করুন ৷" হাইকোর্টের নির্দেশে প্রায় 26 হাজার চাকরি যেতেই সোমবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করে এমন পরামর্শ দিলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । এদিন তিনি বলেন, "স্কুল সার্ভিস কমিশন সব অন্যায় করেছে । আর এই অন্যায় হয়েছে মুখ্যমন্ত্রী ও শিক্ষা দফতরের নির্দেশে । কালীঘাট আর নবান্ন থেকে সব পরিকল্পনা হয়েছে । তৃণমূল ভবন থেকে তার রূপায়ণ হয়েছে । টাকা ফেরত দিতে হবে ।"

দীর্ঘ শুনানির পর আজ 2016 সালের এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছে । তাতেই 25 হাজার 753 জন শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে । আর হাইকোর্টের রায় ঘোষণার পর নির্বাচনী প্রচার ছেড়ে বহরমপুরে সিপিএমের জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী মহম্মদ সেলিম ।

তাঁর কথায়, "এই রায় সূদুরপ্রসারী । এর ইমপ্যাক্ট রয়েছে । রাজ্যে হাজার হাজার বেকার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন । তার মধ্যে অনেক যোগ্যপ্রার্থীকেও চাকরি হারাতে হল । মুখ্যমন্ত্রী হাইকোর্টকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করছেন ৷ আইনজীবীদের দোষী দেখাতে চেয়েছেন । হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের কাছে যোগ্যদের তালিকা চেয়েছিল । প্রাক্তন শিক্ষামন্ত্রী- সহ স্কুল সার্ভিস কমিশনের অনেকেই জেলে । স্কুল সার্ভিস কমিশন দেখাতে পারেনি । এরপর হাইকোর্ট অযোগ্য ব্যক্তিদের তালিকা চেয়ে বসে । তাও দেখাতে পারেনি ।"

এরপর কটাক্ষের সুরে মহম্মদ সেলিম বলেন,"কাকুর কণ্ঠে ভাইপো ধরা পড়তে পারে । তাই কিছুই সামনে আনা হয়নি । অনেকেই টাকা দিয়েছেন । এর মধ্যে বহু জন রয়েছেন যারা যোগ্য। আমি বলব, এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী। তাঁর আর শিক্ষা দফতরের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন সব অন্যায় করেছে । টাকা আদায় করতে হবে । এর জন্য বাম ছাত্র-যুব সংগঠন আপনাদের সঙ্গে আছে । যাদের টাকা দিয়েছেন সেই সব তৃণমূল নেতাদের নাম সামনে আনুন । তাদের বাড়ি ঘেরাও করুন । টাকা আদায় করতেই হবে ।"

আরও পড়ুন :

  1. বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট
  2. আইনি লড়াই জিতে 7 মাসের মাথায় চাকরি হারিয়ে হতাশ অনামিকা
  3. যাঁরা টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলেন সিবিআই এবার তাঁদের খুঁজবে, দাবি দিলীপের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.