ETV Bharat / state

দুর্বলকে বশে আনতেই বুলডোজার; হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব সেলিম - Salim on Hawker Eviction - SALIM ON HAWKER EVICTION

Hawker Eviction Drive: শহরজুড়ে হকার উচ্ছেদের বিরুদ্ধে এবার সরব বামেরা ৷ রাজ্যে উত্তরপ্রদেশের পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি বামেদের শ্রমিক সংগঠন ৷ ইটিভি ভারতকে কী বললেন সেলিম ?

Salim Slams Mamata
হকার উচ্ছেদ নিয়ে মমতাকে কটাক্ষ সেলিমের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 10:48 PM IST

কলকাতা, 26 জুন: মুখ্যমন্ত্রীর সোমবারের বৈঠকের পর থেকেই কলকাতা, নিউটাউন-সহ রাজ্যের একাধিক জায়গায় অবৈধভাবে দখল হওয়া ফুটপাথ উদ্ধারে নেমেছে পুলিশ-পুরসভা । তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে হকারমহলে । এবার এই হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব হল সিপিএম-সহ বামেরা ৷ বুধবার এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এটা দুর্বলের উপর শাসকের অত্যাচার । দুর্বলকে বশে আনতেই বুলডোজার নামানো হয়েছে । কলকাতার একাধিক জায়গায় তৃণমূল ও তার নেতাদের দখলদারি রয়েছে । পুলিশ সেখানে কিছুই করছে না । পুকুর থেকে শুরু করে সরকারি জমি, নয়ানজুলি দখল করে বিক্রি, ভরাট করে বেআইনি নির্মাণ, সরকারি গাছ দেদার কেটে লুটের রাজত্ব কায়েম করে রেখেছে । বেআইনি বালি, কয়লা চুরি, গরু পাচার কিছুই বাদ নেই ।"

হকার উচ্ছেদ নিয়ে মহম্মদ সেলিমের বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী নীরব দর্শক হয়ে থেকে সমর্থন করে গিয়েছেন । কোনও ব্যবস্থা নেননি ৷ উপরন্তু লুটের টাকার ভাগ কালীঘাট থেকে শুরু করে সব নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে । এখন হঠাৎ করে নবান্নকে দলীয় পার্টি অফিস বানিয়ে প্রশাসক মন্ত্রী পৌরপ্রধানদের প্রচার মাধ্যমকে সামনে রেখে প্রকাশ্যে কাটমানি নেওয়া থেকে শুরু করে বেআইনি কাজ হচ্ছে বলে নাটক করছেন মুখ্যমন্ত্রী ৷ মানুষকে মমতা বোঝাতে চান শুধুমাত্র তিনি ভালো।"

পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, পালাতে গিয়ে আহত ভ্যানচালক

এই ইস্যুতে সিটুর পশ্চিমবঙ্গ কমিটি বিজ্ঞপ্তি জারি করে হকার উচ্ছেদ বন্ধের দাবি করেছে । শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক অনাদি কুমার সাহু ও সভাপতি সুভাষ মুখোপাধ্যায়দের কথায়, "কেন্দ্রীয় হকার্স আইন 2014-কে বাস্তবায়িত না করে রাজ্যে বেআইনিভাবে গায়ের জোরে যে হকার্স উচ্ছেদ শুরু হয়েছে তা বন্ধ করতে হবে । রাজ্যজুড়ে 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস দল প্রত্যক্ষ সরকারী মদতে প্রশাসনের নাকের ডগায় বেলাগাম তোলাবাজি সিন্ডিকেট রাজ কায়েম করছে । আর তার এই লোক দেখানোর হুমকির ফলে বাকি সব ছেড়ে দিয়ে কোপ এসে পড়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার গরিব হকারদের উপর । তাদের উচ্ছেদ করা হচ্ছে নির্মমভাবে । উত্তরপ্রদেশের বুলডোজার নীতি চালু হয়ে গেল আমাদের রাজ্যেও । অথচ 2014 সালে তৈরি হওয়া কেন্দ্রীয় হকার আইনকে কার্যকর করছে না রাজ্য সরকার ।"

অন্যদিকে সিটু পশ্চিমবঙ্গ কমিটিও এই অমানবিক হকার উচ্ছেদের তীব্র নিন্দা করছে এবং অবিলম্বে রাজ্যে হকার ইউনিয়নগুলির সঙ্গে সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছে । তাদের বক্তব্য, কেন্দ্রীয় হকার আইন 2014 অবিলম্বে লাগু করতে হবে । বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না ।"

গড়িয়াহাট থেকে বেহালা, শহর জুড়ে জারি পুলিশের হকার উচ্ছেদ অভিযান

কলকাতা, 26 জুন: মুখ্যমন্ত্রীর সোমবারের বৈঠকের পর থেকেই কলকাতা, নিউটাউন-সহ রাজ্যের একাধিক জায়গায় অবৈধভাবে দখল হওয়া ফুটপাথ উদ্ধারে নেমেছে পুলিশ-পুরসভা । তা নিয়ে ক্ষোভ ছড়িয়েছে হকারমহলে । এবার এই হকার উচ্ছেদের বিরুদ্ধে সরব হল সিপিএম-সহ বামেরা ৷ বুধবার এই বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "এটা দুর্বলের উপর শাসকের অত্যাচার । দুর্বলকে বশে আনতেই বুলডোজার নামানো হয়েছে । কলকাতার একাধিক জায়গায় তৃণমূল ও তার নেতাদের দখলদারি রয়েছে । পুলিশ সেখানে কিছুই করছে না । পুকুর থেকে শুরু করে সরকারি জমি, নয়ানজুলি দখল করে বিক্রি, ভরাট করে বেআইনি নির্মাণ, সরকারি গাছ দেদার কেটে লুটের রাজত্ব কায়েম করে রেখেছে । বেআইনি বালি, কয়লা চুরি, গরু পাচার কিছুই বাদ নেই ।"

হকার উচ্ছেদ নিয়ে মহম্মদ সেলিমের বক্তব্য (নিজস্ব ভিডিয়ো)

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী নীরব দর্শক হয়ে থেকে সমর্থন করে গিয়েছেন । কোনও ব্যবস্থা নেননি ৷ উপরন্তু লুটের টাকার ভাগ কালীঘাট থেকে শুরু করে সব নেতা মন্ত্রীদের কাছে পৌঁছে যাচ্ছে । এখন হঠাৎ করে নবান্নকে দলীয় পার্টি অফিস বানিয়ে প্রশাসক মন্ত্রী পৌরপ্রধানদের প্রচার মাধ্যমকে সামনে রেখে প্রকাশ্যে কাটমানি নেওয়া থেকে শুরু করে বেআইনি কাজ হচ্ছে বলে নাটক করছেন মুখ্যমন্ত্রী ৷ মানুষকে মমতা বোঝাতে চান শুধুমাত্র তিনি ভালো।"

পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, পালাতে গিয়ে আহত ভ্যানচালক

এই ইস্যুতে সিটুর পশ্চিমবঙ্গ কমিটি বিজ্ঞপ্তি জারি করে হকার উচ্ছেদ বন্ধের দাবি করেছে । শ্রমিক সংগঠনের রাজ্য সম্পাদক অনাদি কুমার সাহু ও সভাপতি সুভাষ মুখোপাধ্যায়দের কথায়, "কেন্দ্রীয় হকার্স আইন 2014-কে বাস্তবায়িত না করে রাজ্যে বেআইনিভাবে গায়ের জোরে যে হকার্স উচ্ছেদ শুরু হয়েছে তা বন্ধ করতে হবে । রাজ্যজুড়ে 2011 সালের পর থেকে তৃণমূল কংগ্রেস দল প্রত্যক্ষ সরকারী মদতে প্রশাসনের নাকের ডগায় বেলাগাম তোলাবাজি সিন্ডিকেট রাজ কায়েম করছে । আর তার এই লোক দেখানোর হুমকির ফলে বাকি সব ছেড়ে দিয়ে কোপ এসে পড়েছে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলার গরিব হকারদের উপর । তাদের উচ্ছেদ করা হচ্ছে নির্মমভাবে । উত্তরপ্রদেশের বুলডোজার নীতি চালু হয়ে গেল আমাদের রাজ্যেও । অথচ 2014 সালে তৈরি হওয়া কেন্দ্রীয় হকার আইনকে কার্যকর করছে না রাজ্য সরকার ।"

অন্যদিকে সিটু পশ্চিমবঙ্গ কমিটিও এই অমানবিক হকার উচ্ছেদের তীব্র নিন্দা করছে এবং অবিলম্বে রাজ্যে হকার ইউনিয়নগুলির সঙ্গে সঙ্গে আলোচনায় বসার দাবি জানিয়েছে । তাদের বক্তব্য, কেন্দ্রীয় হকার আইন 2014 অবিলম্বে লাগু করতে হবে । বিকল্প ব্যবস্থা ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না ।"

গড়িয়াহাট থেকে বেহালা, শহর জুড়ে জারি পুলিশের হকার উচ্ছেদ অভিযান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.