ETV Bharat / state

প্রমাণ পেলে চাকরি 'খাব', কাউন্সিলর প্রসঙ্গ এড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি মেয়রের

Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বেআইনি বহুতল নির্মাণে অসাধু চক্রের যোগ রয়েছে বলে মনে করেন মেয়র ফিরহাদ হাকিম ৷ আজ এসএসকেএম হাসপাতালে আহতদের দেখতে এসে এমনটাই দাবি করলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 4:46 PM IST

কাউন্সিলর সামশ ইকবালের ভূমিকা নিয়ে কার্যত চুপ মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচে বেআইনি বহুতল নির্মাণের ঘটনায় অসাধুচক্রের যোগ রয়েছে বলেই মনে করছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ আর এদের সঙ্গে কলকাতা পৌরনিগমের কোনও আধিকারিক যুক্ত থাকার প্রমাণ পেলে, তার 'চাকরি খাবেন' মেয়র ৷ আজ এসএসকেএম হাসপাতালে আহতদের দেখতে এসে এমনটাই হুঁশিয়ারি দিয়ে গেলেন তিনি ৷ কিন্তু, ওই 105 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামশ ইকবালকে নিয়ে প্রশ্ন করতেই, বিষয়টি এড়িয়ে গেলেন ফিরহাদ ৷

মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে ভরতি গার্ডেনরিচ-কাণ্ডে আহত তিনজনকে দেখতে আসেন ফিরহাদ ৷ সেখানেই গার্ডেনরিচ-সহ শহরের বিভিন্ন প্রান্তে পুকুর ও জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণ প্রসঙ্গে মেয়র বলেন, "গার্ডেনরিচে এমনটা হচ্ছিল আমরা জানতাম না, খবর পাইনি ৷ শুধু গার্ডেনরিচ নয়, শহরে আরও কয়েকটি জায়গা রয়েছে ৷ এনিয়ে কেএমসি-র তিনজনকে শো-কজ করেছি ৷ আর যারা এই বেআইনি নির্মাণ করছে, তাঁরা অবশ্যই অসাধু ৷ তা না হলে, বেআইনি নির্মাণ করবে কেন !"

তবে, এই অসাধু চক্রের সঙ্গে কী পৌরনিগমের আধিকারিকদের কেউ কেউ কি জড়িত ? যার জবাব ফিরহাদ বলেন, "যদি পৌরনিগমের কেউ জড়িত থাকার প্রমাণ পাই তবে, চাকরি 'খাব' ৷ কিন্তু, তার জন্য প্রমাণ পেতে হবে ৷ প্রমাণ ছাড়া তো আমরা কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না ৷" কিন্তু, প্রশ্ন উঠছে প্রোমোটার এসবের কিছুই জানতেন না ? একজন কাউন্সিলরের ওয়ার্ডে একের পর এক পুকুর ভরাট হচ্ছে, আর সেখানে বহুতল নির্মাণ হচ্ছে বেআইনিভাবে ৷ আর তিনি জানতেন না, একথা সত্যিই কি বিশ্বাসযোগ্য ?

মেয়র ফিরহাদ হাকিমের দাবি, কাউন্সিলর সামশ ইকবাল এসবের কিছুই নাকি জানতেন না ৷ আইনত তাঁর পক্ষে নাকি, এসব জানাও সম্ভব নয় ৷ অন্তত মেয়র হিসেবে তিনি তা বলতে পারেন না ৷ এক্ষেত্রে ফিরহাদ হাকিমের কথা সত্যি ধরে নিলে, সামশ ইকবালের কাউন্সিলর পদে থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে ৷ একজন কাউন্সিলর তখনই ওয়ার্ডের উন্নতি করতে পারবেন, যখন তিনি সেই এলাকাকে হাতের তালুর মতো চিনবেন ৷

যদিও, ফিরহাদ হাকিম পুরো বিষয়টিই এলাকার মানুষ ও অসাধু প্রোমোটারদের উপর চাপিয়ে দিলেন ৷ তিনি বলেন, "ওরা মনে করে বিএলআরও-র অনুমতি পাওয়া যায় না ৷ তাই এই বেআইনি বাড়ি তৈরি করে ৷ তবে বিএলআরও এখন কলকাতা পৌরনিগমে আছেন ৷ অনেক সুবিধা আছে ৷ তাও এই বেআইনি বাড়ি তৈরি এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে ৷ বেআইনি বিল্ডিংয়ের দরকার হয় না ৷ সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে । গরিব মানুষের জন্য বাংলার বাড়ি রয়েছে ৷ তাও কেন এমন ওখানে হচ্ছে তা বুঝতে পারছি না ৷ এটা আমাদের দুর্ভাগ্য ।"

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচে বেআইনিভাবে বহুতল নির্মাণ জানতই না পৌরনিগম, তিন আধিকারিককে শোকজ
  2. বেআইনি বাড়ি ভাঙার সব নির্দেশ বলবৎ থাকবে, সাফ নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
  3. ধৃত প্রোমোটার ওয়াসিমের সঙ্গে তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ছবি, তুঙ্গে জল্পনা

কাউন্সিলর সামশ ইকবালের ভূমিকা নিয়ে কার্যত চুপ মেয়র ফিরহাদ হাকিম

কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচে বেআইনি বহুতল নির্মাণের ঘটনায় অসাধুচক্রের যোগ রয়েছে বলেই মনে করছেন মেয়র ফিরহাদ হাকিম ৷ আর এদের সঙ্গে কলকাতা পৌরনিগমের কোনও আধিকারিক যুক্ত থাকার প্রমাণ পেলে, তার 'চাকরি খাবেন' মেয়র ৷ আজ এসএসকেএম হাসপাতালে আহতদের দেখতে এসে এমনটাই হুঁশিয়ারি দিয়ে গেলেন তিনি ৷ কিন্তু, ওই 105 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামশ ইকবালকে নিয়ে প্রশ্ন করতেই, বিষয়টি এড়িয়ে গেলেন ফিরহাদ ৷

মঙ্গলবার এসএসকেএম হাসপাতালে ভরতি গার্ডেনরিচ-কাণ্ডে আহত তিনজনকে দেখতে আসেন ফিরহাদ ৷ সেখানেই গার্ডেনরিচ-সহ শহরের বিভিন্ন প্রান্তে পুকুর ও জলাজমি বুজিয়ে বেআইনি নির্মাণ প্রসঙ্গে মেয়র বলেন, "গার্ডেনরিচে এমনটা হচ্ছিল আমরা জানতাম না, খবর পাইনি ৷ শুধু গার্ডেনরিচ নয়, শহরে আরও কয়েকটি জায়গা রয়েছে ৷ এনিয়ে কেএমসি-র তিনজনকে শো-কজ করেছি ৷ আর যারা এই বেআইনি নির্মাণ করছে, তাঁরা অবশ্যই অসাধু ৷ তা না হলে, বেআইনি নির্মাণ করবে কেন !"

তবে, এই অসাধু চক্রের সঙ্গে কী পৌরনিগমের আধিকারিকদের কেউ কেউ কি জড়িত ? যার জবাব ফিরহাদ বলেন, "যদি পৌরনিগমের কেউ জড়িত থাকার প্রমাণ পাই তবে, চাকরি 'খাব' ৷ কিন্তু, তার জন্য প্রমাণ পেতে হবে ৷ প্রমাণ ছাড়া তো আমরা কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না ৷" কিন্তু, প্রশ্ন উঠছে প্রোমোটার এসবের কিছুই জানতেন না ? একজন কাউন্সিলরের ওয়ার্ডে একের পর এক পুকুর ভরাট হচ্ছে, আর সেখানে বহুতল নির্মাণ হচ্ছে বেআইনিভাবে ৷ আর তিনি জানতেন না, একথা সত্যিই কি বিশ্বাসযোগ্য ?

মেয়র ফিরহাদ হাকিমের দাবি, কাউন্সিলর সামশ ইকবাল এসবের কিছুই নাকি জানতেন না ৷ আইনত তাঁর পক্ষে নাকি, এসব জানাও সম্ভব নয় ৷ অন্তত মেয়র হিসেবে তিনি তা বলতে পারেন না ৷ এক্ষেত্রে ফিরহাদ হাকিমের কথা সত্যি ধরে নিলে, সামশ ইকবালের কাউন্সিলর পদে থাকার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে ৷ একজন কাউন্সিলর তখনই ওয়ার্ডের উন্নতি করতে পারবেন, যখন তিনি সেই এলাকাকে হাতের তালুর মতো চিনবেন ৷

যদিও, ফিরহাদ হাকিম পুরো বিষয়টিই এলাকার মানুষ ও অসাধু প্রোমোটারদের উপর চাপিয়ে দিলেন ৷ তিনি বলেন, "ওরা মনে করে বিএলআরও-র অনুমতি পাওয়া যায় না ৷ তাই এই বেআইনি বাড়ি তৈরি করে ৷ তবে বিএলআরও এখন কলকাতা পৌরনিগমে আছেন ৷ অনেক সুবিধা আছে ৷ তাও এই বেআইনি বাড়ি তৈরি এখন সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে ৷ বেআইনি বিল্ডিংয়ের দরকার হয় না ৷ সরকার বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে । গরিব মানুষের জন্য বাংলার বাড়ি রয়েছে ৷ তাও কেন এমন ওখানে হচ্ছে তা বুঝতে পারছি না ৷ এটা আমাদের দুর্ভাগ্য ।"

আরও পড়ুন:

  1. গার্ডেনরিচে বেআইনিভাবে বহুতল নির্মাণ জানতই না পৌরনিগম, তিন আধিকারিককে শোকজ
  2. বেআইনি বাড়ি ভাঙার সব নির্দেশ বলবৎ থাকবে, সাফ নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার
  3. ধৃত প্রোমোটার ওয়াসিমের সঙ্গে তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ছবি, তুঙ্গে জল্পনা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.