কলকাতা, 26 জানুয়ারি: রাম মন্দির উদ্বোধনের পরই বিজেপি নেতৃত্বের গলায় রামরাজ্য প্রতিষ্ঠার সুর শোনা গিয়েছিল । এবার সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে রাজ্যপাল সিভি আনন্দ বোসের মুখেও শোনা গেল রামরাজ্যের কথা । আর 'রামরাজ্য' নিয়েই রাজ্যপালকে তোপ দাগলেন তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। পৌরনিগমে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম রাজ্যপালকে কটাক্ষ করেই বলেন, "রামরাজ্যের অর্থ ভেদাভেদ বন্ধ করা, অসহিষ্ণু হওয়া নয় ৷ কোনও একটা সম্প্রদায়ের মানুষের মনে আঘাত দেওয়া বা বাঁচার অধিকার কেড়ে নেওয়াটা রামরাজ্য হতে পারে না।"
75তম সাধারণতন্ত্র দিবসের মেয়র তোপ দাগেন রাজ্যপালকে ৷ কটাক্ষের সুরেই মেয়র ফিরদাহ হাকিম বলেন, "রাজ্যপাল চাকরি করেন। অ্যাপয়েন্টমেন্ট অথরিটিদের স্যাটিসফাইড না করতে পারলে চাকরিটা চলে যাবে ।" তিনি স্পষ্ট উল্লেখ করেন, এটা রামরাজ্য নয়, রাবণ রাজ্য ৷ ভারতবর্ষে প্রত্যেকটা মানুষ অসহায় মনে করছেন। গরিব মানুষ খেতে পাচ্ছে না, মুদ্রাস্ফীতি এমন জায়গায় পৌঁছেছে গরিব মানুষ অভুক্ত থাকছে ৷ বেকারত্ব বাড়ছে। মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব হচ্ছে বলেও উল্লেখ করেন মেয়র ফিরহাদ হাকিম ৷
পাশাপাশি নিবার্চন কমিশনে নেই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস ৷ সেই প্রসঙ্গে কটাক্ষের সুরে বলেন, "সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে ইলেকশন কমিশন হলে সেখানে রামরাজ্য তৈরি হবে? ধর্মনিরপেক্ষতা নয় ধর্মান্ধতার দিকে সমগ্র দেশকে ঠেলে দেওয়া হচ্ছে ৷ রামরাজত্ব মানে সকলকে নিয়ে এগিয়ে চলা ৷ গণতান্ত্রিক অধিকার । গব্বর সিংয়ের ভয়ে ভারতবর্ষের মানুষ থাকতে পারে না। ভারতবর্ষের মানুষ যে নেতা হবে তাকে ভালোবাসবে, ভয় পাবে না ।"
উল্লেখ্য, রামমন্দির উদ্বোধনের আগেই বিজেপির নেতাদের গলায় শোনা গিয়েছে রামরাজ্যের কথা। সম্প্রতি রাজভবনে উত্তর প্রদেশ দিবস পালন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সেখানে রামরাজ্য প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন । ফের আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেই কটাক্ষের শিকার হলেন ।
আরও পড়ুন: