ETV Bharat / state

ডেঙ্গি নিয়ে অসচেতন অধিকাংশ নাগরিক ! পুজো কমিটিগুলিকে সতর্ক থাকার আর্জি ফিরহাদের - Dengue Fear in Durga Puja - DENGUE FEAR IN DURGA PUJA

Dengue Fear in Durga Puja: দুর্গাপুজোর সময় ডেঙ্গির বাড়-বাড়ন্তের আশঙ্কা করলেন কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ তাঁর অভিযোগ, শহরের নাগরিকদের একটা বড় অংশ ডেঙ্গি নিয়ে সচেতন নন ৷ আর তাই এবার পুজো কমিটিগুলিকে ডেঙ্গি সংক্রমণ নিয়ে আরও বেশি করে সতর্কতা অবলম্বন করতে বললেন তিনি ৷

Dengue During Durga Puja
ডেঙ্গি নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্ক থাকার আর্জি ফিরহাদ হাকিমের ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 3:29 PM IST

কলকাতা, 22 সেপ্টেম্বর: ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটনার পর, সচেতনতার প্রচার বাড়িয়েছে কলকাতা পুরনিগম ৷ অভিযোগ, তারপরেও হুঁশ ফিরছে না-নাগরিকদের একটা বড় অংশের ৷ অগত্যা উৎসবের মরশুমে দুর্গাপুজো কমিটিগুলিকে ডেঙ্গি নিয়ে সতর্ক থাকার আর্জি জানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷ মণ্ডপের বাঁশের মাথায় ও ত্রিপলের ভাঁজে যাতে জল না-জমে, পুজো কমিটির কর্মকর্তাদের তা খেয়াল রাখতে বলেছেন তিনি ৷

সম্প্রতি চেতলার বাড়িতে খেতে বসে সামনের জানলায় নজর পড়ে ফিরহাদের ৷ তিনি দেখেন, পাশের বাড়ির সামনে তারে একটি জল ভর্তি প্লাস্টিক ঝুলে আছে ৷ শেষে নিজে উঠে গিয়ে ঘরের ঝুল-ঝাড়ু দিয়ে খুঁচিয়ে নীচে ফেলেন সেই জল ভর্তি প্লাস্টিক ৷ তাঁর কথায়, "জানি এটা মুখে বলে এলে হতো না ৷ নিজে করে দিলাম ৷ এই রকমভাবেই নাগরিকদের বাড়ির ছাদ বা আশপাশে নজর রাখতে হবে নিজেদের স্বার্থে ৷"

কলকাতা পুরনিগমের তথ্য বলছে, গত বছরে এই সময় পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 802 জন ৷ সংখ্যাটা এবার 410 ৷ ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা গতবছর ছিল 5 হাজার 720 ৷ এ বছর সেই আক্রান্তের সংখ্যা 3019 জন ৷ যা গত বছরের তুলনায়, এই বছর অনেকটাই কম ৷ কিন্তু এই সময়টা ডেঙ্গির মশার বংশবৃদ্ধির মরশুম ৷ তার উপর আলিপুর হাওয়া অফিস ফের নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে পুজোর মধ্যে ৷ তাই মণ্ডপগুলিতে যদি জল জমে থাকে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার ডিম পাড়ার আদর্শ পরিবেশ হয়ে উঠবে ৷

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমরা সতর্ক থাকব ৷ সচেতনতা চালিয়ে যাওয়া হবে ৷ যারা পুজো প্যান্ডেলের উদ্যোক্তা, তাদের বলব একটু হোর্ডিং করে প্রচার করার জন্য ৷ সচেতনতার মধ্যে দিয়েই ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করা যাবে ৷ প্যান্ডেলের ত্রিপলের ভাঁজে বা বাঁশের মাথায় যাতে জল না-জমে, মশা না-জন্মায়, তা সব পুজোর উদ্যোক্তাদের অনুরোধ করব নজরে রাখতে ৷ সপ্তাহের চারদিন অটোয় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা প্রচার করুন ৷"

ফিরহাদ বলেন, "কলকাতায় পরিস্থিতি গতবছরের তুলনায় ভালো হলেও, আশপাশের রাজ্যগুলির ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের ৷ সেই অবস্থায় বহু মানুষ কলকাতা আসছেন ৷ বিভিন্ন কাজে যেমন আসছেন, চিকিৎসার জন্য আসছেন ৷ ফলে তাঁদের থেকেও ডেঙ্গি বা ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ৷" তাই সেবিষয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম ৷ এই বিষয়টি তাঁর হাতে নেই বলেও জানিয়েছেন মেয়র ৷ তাই মানুষকে আরও সচেতন হওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷

কলকাতা, 22 সেপ্টেম্বর: ডেঙ্গি ও ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটনার পর, সচেতনতার প্রচার বাড়িয়েছে কলকাতা পুরনিগম ৷ অভিযোগ, তারপরেও হুঁশ ফিরছে না-নাগরিকদের একটা বড় অংশের ৷ অগত্যা উৎসবের মরশুমে দুর্গাপুজো কমিটিগুলিকে ডেঙ্গি নিয়ে সতর্ক থাকার আর্জি জানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷ মণ্ডপের বাঁশের মাথায় ও ত্রিপলের ভাঁজে যাতে জল না-জমে, পুজো কমিটির কর্মকর্তাদের তা খেয়াল রাখতে বলেছেন তিনি ৷

সম্প্রতি চেতলার বাড়িতে খেতে বসে সামনের জানলায় নজর পড়ে ফিরহাদের ৷ তিনি দেখেন, পাশের বাড়ির সামনে তারে একটি জল ভর্তি প্লাস্টিক ঝুলে আছে ৷ শেষে নিজে উঠে গিয়ে ঘরের ঝুল-ঝাড়ু দিয়ে খুঁচিয়ে নীচে ফেলেন সেই জল ভর্তি প্লাস্টিক ৷ তাঁর কথায়, "জানি এটা মুখে বলে এলে হতো না ৷ নিজে করে দিলাম ৷ এই রকমভাবেই নাগরিকদের বাড়ির ছাদ বা আশপাশে নজর রাখতে হবে নিজেদের স্বার্থে ৷"

কলকাতা পুরনিগমের তথ্য বলছে, গত বছরে এই সময় পর্যন্ত শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 3 হাজার 802 জন ৷ সংখ্যাটা এবার 410 ৷ ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা গতবছর ছিল 5 হাজার 720 ৷ এ বছর সেই আক্রান্তের সংখ্যা 3019 জন ৷ যা গত বছরের তুলনায়, এই বছর অনেকটাই কম ৷ কিন্তু এই সময়টা ডেঙ্গির মশার বংশবৃদ্ধির মরশুম ৷ তার উপর আলিপুর হাওয়া অফিস ফের নিম্নচাপের পূর্বাভাস দিয়েছে পুজোর মধ্যে ৷ তাই মণ্ডপগুলিতে যদি জল জমে থাকে, সেখানে ডেঙ্গির জীবাণুবাহী মশার ডিম পাড়ার আদর্শ পরিবেশ হয়ে উঠবে ৷

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, "আমরা সতর্ক থাকব ৷ সচেতনতা চালিয়ে যাওয়া হবে ৷ যারা পুজো প্যান্ডেলের উদ্যোক্তা, তাদের বলব একটু হোর্ডিং করে প্রচার করার জন্য ৷ সচেতনতার মধ্যে দিয়েই ডেঙ্গি ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করা যাবে ৷ প্যান্ডেলের ত্রিপলের ভাঁজে বা বাঁশের মাথায় যাতে জল না-জমে, মশা না-জন্মায়, তা সব পুজোর উদ্যোক্তাদের অনুরোধ করব নজরে রাখতে ৷ সপ্তাহের চারদিন অটোয় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা প্রচার করুন ৷"

ফিরহাদ বলেন, "কলকাতায় পরিস্থিতি গতবছরের তুলনায় ভালো হলেও, আশপাশের রাজ্যগুলির ডেঙ্গি পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের ৷ সেই অবস্থায় বহু মানুষ কলকাতা আসছেন ৷ বিভিন্ন কাজে যেমন আসছেন, চিকিৎসার জন্য আসছেন ৷ ফলে তাঁদের থেকেও ডেঙ্গি বা ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ৷" তাই সেবিষয়ে যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন ফিরহাদ হাকিম ৷ এই বিষয়টি তাঁর হাতে নেই বলেও জানিয়েছেন মেয়র ৷ তাই মানুষকে আরও সচেতন হওয়ার আর্জি জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.