ETV Bharat / state

সিএএ কার্যকর হওয়ায় জলপাইগুড়িতে মতুয়াদের উৎসবে অংশ নিলেন বিজেপি সাংসদ - Citizenship Amendment Act

CAA Notification: সোমবার বিজ্ঞপ্তি জারি করে সিএএ কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তে খুশি মতুয়ারা ৷ সেই কারণে তাঁরা মঙ্গলবার জলপাইগুড়িতে মিছিল করেন ৷ সেই মিছিলে অংশ নেন স্থানীয় সাংসদ বিজেপির জয়ন্তকুমার রায় ৷ ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামীও ৷

Matua Community of Jalpaiguri celebrates
Matua Community of Jalpaiguri celebrates
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 4:45 PM IST

Updated : Mar 12, 2024, 6:02 PM IST

সিএএ কার্যকর হওয়ায় জলপাইগুড়িতে মতুয়াদের উৎসবে অংশ নিলেন বিজেপি সাংসদ

জলপাইগুড়ি, 12 মার্চ: সারা দেশে সিএএ কার্যকর হওয়ার পর থেকে খুশির জোয়ার মতুয়া সম্প্রদায়ের মধ্যে । মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শহরে মতুয়াদের সঙ্গেই আনন্দ-উচ্ছ্বাসে মাতলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় ও বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী । মতুয়াদের সঙ্গে ঢোল বাজালেন বিজেপি সাংসদ ও বিজেপির জেলা সভাপতি । জলপাইগুড়ি জেলা বিজেপির পার্টি অফিসের সামনে থেকে মতুয়ারা কদমতলা বেগুনটারি হয়ে জলপাইগুড়ি শহরে পরিক্রমা করেন । মিছিল থেকে ওঠে জয় শ্রীরাম ধ্বনিও ।

উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে মতুয়া সম্প্রদায়ের সংখ্যা সবচেয়ে বেশি । এ দিন সকাল থেকেই মতুয়া সম্প্রদায়ের তরফে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় । সকাল থেকেই ঢাক-ঢোল বাজিয়ে, গেরুয়া আবির খেলে উচ্ছ্বাস প্রকাশ করেন ৷ মতুয়া সম্প্রদায়ের শ্যামল কুমার মজুমদার বলেন, ‘‘একজন কৃষক যখন ধান লাগিয়ে খাটাখাটনি করে গোলায় ধান তোলেন, তখন তাঁদের যেমন লাগে, সেইরকম আনন্দ আজ আমাদেরও । আমাদের দীর্ঘদিনের লড়াই সফল হল । আমাদের শান্তনু ঠাকুরের হাত ধরেই আমাদের সফলতা এল ।’’

CAA Notification
সিএএ কার্যকর হওয়ায় জলপাইগুড়িতে মতুয়াদের উৎসব

তিনি আরও বলেন, ‘‘পূর্ববঙ্গে যেভাবে মা-বোনেদের ইজ্জত গিয়েছে, তা ভোলার নয় । রাজ্য সরকার কেন বিরোধিতা করছে, আমরা জানি না । এই রাজ্য সরকারের অসুবিধাটা কোথায় ? আমরা যদি ভারতবর্ষের নাগরিকত্ব পাই, তাহলে তাঁদের সমস্যা কোথায় ? ওঁর গায়ে আগুন কেন লাগল, বুঝতে পারছি না ।’’

অমূল্যকুমার মণ্ডল বলেন, ‘‘আমাদের যে কী আনন্দ এটা বলে বোঝানো যাবে না । এত সহজে পাবো ভাবতেই পারিনি । আমাদের শান্তনু ঠাকুর মহাশয়ের চেষ্টায় এটা বাস্তবায়িত হল । আমরা চাই সরকারের কাছে । আমরা যেভাবে পূর্ববঙ্গ থেকে বিতাড়িত হয়ে এসেছি। আমাদের নমঃশুদ্র সম্প্রদায়ের মানুষ যাতে সবদিক থেকে উন্নত হয় এটাই চাই।’’ ময়নাগুড়ির বাসিন্দা মায়া মল্লিক বলেন, ‘‘দীর্ঘদিনের দাবি আমাদের পূরণ হল । আমাদের নাগরিকত্ব দেওয়া হবে এতে আমরা খুব খুশি । কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আমরা কৃতজ্ঞ ।’’

CAA Notification
সিএএ কার্যকর হওয়ায় জলপাইগুড়িতে মতুয়াদের উৎসব

এ দিন বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সিএএ কার্যকর হবে । সেই আশ্বাস আজ বাস্তবায়িত হল ।’’ বিজেপির সাংসদ আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রীর উদ্যোগে সিএএ লাগু হওয়াতে প্রচুর নিপীড়িত মানুষ নাগরিকত্ব পাবেন । আমার ভোট মতুয়ারা বিজেপির সঙ্গে আছে, সেটা আজ আর একবার প্রমাণিত হল ।’’ এদিকে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, ‘‘আজ আমাদের আনন্দের দিন । ভোট ব্যাংক নিয়ে ছিনিমিনি করেছে তৃণমূল, বামেরা । কিন্তু মোদি সরকার আমাদের আজ নাগরিকত্ব দেওয়ার কাজ করল ।’’

আরও পড়ুন:

  1. দেশজুড়ে লাগু সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন কীভাবে ? যোগ্য কারা ? রইল বিস্তারিত
  2. মুসলিম ভোটার বেশি, পশ্চিমবঙ্গ-অসমে সিএএ কার্যকর করার প্রভাব নির্বাচনে!
  3. লোকসভা ভোটের আগে দেশজুড়ে লাগু সিএএ

সিএএ কার্যকর হওয়ায় জলপাইগুড়িতে মতুয়াদের উৎসবে অংশ নিলেন বিজেপি সাংসদ

জলপাইগুড়ি, 12 মার্চ: সারা দেশে সিএএ কার্যকর হওয়ার পর থেকে খুশির জোয়ার মতুয়া সম্প্রদায়ের মধ্যে । মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শহরে মতুয়াদের সঙ্গেই আনন্দ-উচ্ছ্বাসে মাতলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্তকুমার রায় ও বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী । মতুয়াদের সঙ্গে ঢোল বাজালেন বিজেপি সাংসদ ও বিজেপির জেলা সভাপতি । জলপাইগুড়ি জেলা বিজেপির পার্টি অফিসের সামনে থেকে মতুয়ারা কদমতলা বেগুনটারি হয়ে জলপাইগুড়ি শহরে পরিক্রমা করেন । মিছিল থেকে ওঠে জয় শ্রীরাম ধ্বনিও ।

উল্লেখ্য, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে মতুয়া সম্প্রদায়ের সংখ্যা সবচেয়ে বেশি । এ দিন সকাল থেকেই মতুয়া সম্প্রদায়ের তরফে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় । সকাল থেকেই ঢাক-ঢোল বাজিয়ে, গেরুয়া আবির খেলে উচ্ছ্বাস প্রকাশ করেন ৷ মতুয়া সম্প্রদায়ের শ্যামল কুমার মজুমদার বলেন, ‘‘একজন কৃষক যখন ধান লাগিয়ে খাটাখাটনি করে গোলায় ধান তোলেন, তখন তাঁদের যেমন লাগে, সেইরকম আনন্দ আজ আমাদেরও । আমাদের দীর্ঘদিনের লড়াই সফল হল । আমাদের শান্তনু ঠাকুরের হাত ধরেই আমাদের সফলতা এল ।’’

CAA Notification
সিএএ কার্যকর হওয়ায় জলপাইগুড়িতে মতুয়াদের উৎসব

তিনি আরও বলেন, ‘‘পূর্ববঙ্গে যেভাবে মা-বোনেদের ইজ্জত গিয়েছে, তা ভোলার নয় । রাজ্য সরকার কেন বিরোধিতা করছে, আমরা জানি না । এই রাজ্য সরকারের অসুবিধাটা কোথায় ? আমরা যদি ভারতবর্ষের নাগরিকত্ব পাই, তাহলে তাঁদের সমস্যা কোথায় ? ওঁর গায়ে আগুন কেন লাগল, বুঝতে পারছি না ।’’

অমূল্যকুমার মণ্ডল বলেন, ‘‘আমাদের যে কী আনন্দ এটা বলে বোঝানো যাবে না । এত সহজে পাবো ভাবতেই পারিনি । আমাদের শান্তনু ঠাকুর মহাশয়ের চেষ্টায় এটা বাস্তবায়িত হল । আমরা চাই সরকারের কাছে । আমরা যেভাবে পূর্ববঙ্গ থেকে বিতাড়িত হয়ে এসেছি। আমাদের নমঃশুদ্র সম্প্রদায়ের মানুষ যাতে সবদিক থেকে উন্নত হয় এটাই চাই।’’ ময়নাগুড়ির বাসিন্দা মায়া মল্লিক বলেন, ‘‘দীর্ঘদিনের দাবি আমাদের পূরণ হল । আমাদের নাগরিকত্ব দেওয়া হবে এতে আমরা খুব খুশি । কেন্দ্রীয় সরকারের কাছে আমরা আমরা কৃতজ্ঞ ।’’

CAA Notification
সিএএ কার্যকর হওয়ায় জলপাইগুড়িতে মতুয়াদের উৎসব

এ দিন বিজেপি সাংসদ জয়ন্তকুমার রায় বলেন, ‘‘প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সিএএ কার্যকর হবে । সেই আশ্বাস আজ বাস্তবায়িত হল ।’’ বিজেপির সাংসদ আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রীর উদ্যোগে সিএএ লাগু হওয়াতে প্রচুর নিপীড়িত মানুষ নাগরিকত্ব পাবেন । আমার ভোট মতুয়ারা বিজেপির সঙ্গে আছে, সেটা আজ আর একবার প্রমাণিত হল ।’’ এদিকে বিজেপির জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, ‘‘আজ আমাদের আনন্দের দিন । ভোট ব্যাংক নিয়ে ছিনিমিনি করেছে তৃণমূল, বামেরা । কিন্তু মোদি সরকার আমাদের আজ নাগরিকত্ব দেওয়ার কাজ করল ।’’

আরও পড়ুন:

  1. দেশজুড়ে লাগু সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন কীভাবে ? যোগ্য কারা ? রইল বিস্তারিত
  2. মুসলিম ভোটার বেশি, পশ্চিমবঙ্গ-অসমে সিএএ কার্যকর করার প্রভাব নির্বাচনে!
  3. লোকসভা ভোটের আগে দেশজুড়ে লাগু সিএএ
Last Updated : Mar 12, 2024, 6:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.