ETV Bharat / state

সিনিয়র ডাক্তারদের গণ-ইস্তফা বৈধ নয়, জানালেন আলাপন - MASS RESIGNATIONS OF SENIOR DOCTORS

আরজি কর হাসপাতাল নিয়ে আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে গণইস্তফা দিয়েছিলেন সিনিয়র চিকিৎসকরা ৷ এই ইস্তফাগুলি বৈধ নয় ৷ কারণ জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য-উপদেষ্টা ৷

Mass Resignations of Senior Doctors not legal
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর মুখ্য-উপদেষ্টা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 5:19 PM IST

কলকাতা, 12 অক্টোবর: সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের গণ-ইস্তফা বৈধ নয় ৷ সাদা পাতায় কয়েকজনের স্বাক্ষর রয়েছে ৷ তাতে কোনও বিষয়ের উল্লেখ নেই ৷ কোথাও বা লেখা স্পষ্টও নয় ৷

তাছাড়া সরকারি হাসপাতালগুলিতে সিনিয়র চিকিৎসকরা যেভাবে গণইস্তফা দিয়েছেন, তা সার্ভিস রুল মেনেও হয়নি ৷ তাই এই ইস্তফাগুলি সরকারিভাবে গ্রাহ্য নয় ৷ এমনই দাবি রাজ্য সরকারের।

সিনিয়র চিকিৎসকদের গণইস্তফা বৈধ নয়, জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য-উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

এ বিষয়ে রাজ্য প্রশাসন কী ভাবছে তা শনিবার মুখ্যমন্ত্রীর মুখ্য-উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিলেন ৷ তিনি বলেন, "সিনিয়ার ডাক্তাররা রাজ্য সরকারের কাছে যেভাবে গণ-ইস্তফাপত্র জমা দিয়েছেন, তা বৈধ নয় ৷ সার্ভিস রুল অনুসারে পদত্যাগপত্র জমা দিতে হলে ব্যক্তিকে নিয়োগকর্তার কাছে গিয়ে ব্যক্তিগতভাবেই পদত্যাগপত্র জমা করতে হয় ৷ কাজেই এই পদত্যাগ অবৈধ ৷"

আরজি কর, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল-সহ একাধিক হাসপাতালে থেকে সিনিয়র ডাক্তাররা গণ-পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সেগুলি সরকার হাতে পেয়েছে বলে আলাপন জানিয়েছেন ৷

তিনি আরও জানিয়েছেন, আরজি কর হাসপাতালে 108 জন গণ-পদত্যাগ পত্র জমা দিয়েছেন ৷ এসএসকেএম হাসপাতাল থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন 27 জন ৷ তাঁর মতে, বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে এই পদত্যাগগুলি জমা করা হয়েছে ৷ ফলে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের কাছেও সম্পূর্ণ ডেটা নেই ৷

আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গোটা বিষয়টি যথেষ্ট বিভ্রান্তিকর ৷ দেখা গিয়েছে, একটি পাতায় কয়েকজনের স্বাক্ষরের রয়েছে । কিন্তু স্বাক্ষরের আগে বিষয়ের উল্লেখ নেই ৷ সেই স্বাক্ষর পদত্যাগ সংক্রান্ত স্বাক্ষর কি না তাও প্রমাণ করতে হবে ৷" তিনি জানান, এখনও পর্যন্ত তাঁদের কাছে আসা তথ্য অনুযায়ী পদত্যাগ করেছেন এমন চিকিৎসকের মোট স্বাক্ষরের সংখ্যা দু'শোর বেশি হতে পারে ৷ সাগর দত্ত থেকে পাঠানো নথিতে পদত্যাগের কথা উল্লেখ নেই ৷ তবে 36 জন সিনিয়র চিকিৎসকের স্বাক্ষর আছে সেখানে ৷ ফলে গোটা বিষয়টি যথেষ্ট বিভ্রান্তিমূলক ৷

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আরও বলেন, "কোনওভাবেই এগুলি আইনের চোখে পদত্যাগ পত্র হিসেবে গণ্য হতে পারে না ৷ সরকারি নিয়ম মেনে এই পদত্যাগপত্র জমা করা হয়নি ৷ সাদা পাতায় বিক্ষিপ্ত কিছু স্বাক্ষর করা হয়েছে ৷ এতে কী বোঝা যাবে ? সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাতায় 36 জনের স্বাক্ষর আছে, কিন্তু সরকারি পদ লেখা নেই, বিষয়ের উল্লেখ নেই ৷ একে পদত্যাগ পত্র বলা যায় না ৷"

কলকাতা, 12 অক্টোবর: সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের গণ-ইস্তফা বৈধ নয় ৷ সাদা পাতায় কয়েকজনের স্বাক্ষর রয়েছে ৷ তাতে কোনও বিষয়ের উল্লেখ নেই ৷ কোথাও বা লেখা স্পষ্টও নয় ৷

তাছাড়া সরকারি হাসপাতালগুলিতে সিনিয়র চিকিৎসকরা যেভাবে গণইস্তফা দিয়েছেন, তা সার্ভিস রুল মেনেও হয়নি ৷ তাই এই ইস্তফাগুলি সরকারিভাবে গ্রাহ্য নয় ৷ এমনই দাবি রাজ্য সরকারের।

সিনিয়র চিকিৎসকদের গণইস্তফা বৈধ নয়, জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য-উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় (ইটিভি ভারত)

এ বিষয়ে রাজ্য প্রশাসন কী ভাবছে তা শনিবার মুখ্যমন্ত্রীর মুখ্য-উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানিয়ে দিলেন ৷ তিনি বলেন, "সিনিয়ার ডাক্তাররা রাজ্য সরকারের কাছে যেভাবে গণ-ইস্তফাপত্র জমা দিয়েছেন, তা বৈধ নয় ৷ সার্ভিস রুল অনুসারে পদত্যাগপত্র জমা দিতে হলে ব্যক্তিকে নিয়োগকর্তার কাছে গিয়ে ব্যক্তিগতভাবেই পদত্যাগপত্র জমা করতে হয় ৷ কাজেই এই পদত্যাগ অবৈধ ৷"

আরজি কর, সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল-সহ একাধিক হাসপাতালে থেকে সিনিয়র ডাক্তাররা গণ-পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সেগুলি সরকার হাতে পেয়েছে বলে আলাপন জানিয়েছেন ৷

তিনি আরও জানিয়েছেন, আরজি কর হাসপাতালে 108 জন গণ-পদত্যাগ পত্র জমা দিয়েছেন ৷ এসএসকেএম হাসপাতাল থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন 27 জন ৷ তাঁর মতে, বিক্ষিপ্ত ও বিচ্ছিন্নভাবে এই পদত্যাগগুলি জমা করা হয়েছে ৷ ফলে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের কাছেও সম্পূর্ণ ডেটা নেই ৷

আলাপন বন্দ্যোপাধ্যায়ের কথায়, "গোটা বিষয়টি যথেষ্ট বিভ্রান্তিকর ৷ দেখা গিয়েছে, একটি পাতায় কয়েকজনের স্বাক্ষরের রয়েছে । কিন্তু স্বাক্ষরের আগে বিষয়ের উল্লেখ নেই ৷ সেই স্বাক্ষর পদত্যাগ সংক্রান্ত স্বাক্ষর কি না তাও প্রমাণ করতে হবে ৷" তিনি জানান, এখনও পর্যন্ত তাঁদের কাছে আসা তথ্য অনুযায়ী পদত্যাগ করেছেন এমন চিকিৎসকের মোট স্বাক্ষরের সংখ্যা দু'শোর বেশি হতে পারে ৷ সাগর দত্ত থেকে পাঠানো নথিতে পদত্যাগের কথা উল্লেখ নেই ৷ তবে 36 জন সিনিয়র চিকিৎসকের স্বাক্ষর আছে সেখানে ৷ ফলে গোটা বিষয়টি যথেষ্ট বিভ্রান্তিমূলক ৷

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আরও বলেন, "কোনওভাবেই এগুলি আইনের চোখে পদত্যাগ পত্র হিসেবে গণ্য হতে পারে না ৷ সরকারি নিয়ম মেনে এই পদত্যাগপত্র জমা করা হয়নি ৷ সাদা পাতায় বিক্ষিপ্ত কিছু স্বাক্ষর করা হয়েছে ৷ এতে কী বোঝা যাবে ? সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাতায় 36 জনের স্বাক্ষর আছে, কিন্তু সরকারি পদ লেখা নেই, বিষয়ের উল্লেখ নেই ৷ একে পদত্যাগ পত্র বলা যায় না ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.