ETV Bharat / state

শুক্রে শিয়ালদায় বাতিল একাধিক ট্রেন, ভোগান্তি এড়াতে মাতৃভূমি লোকালে উঠতে পারবেন পুরুষরাও - Train Cancellation

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 10:06 AM IST

Updated : Jun 7, 2024, 10:57 AM IST

List of Cancelled Train: শুক্রবার থেকে আগামি 3 দিন পর্যন্ত শিয়ালদা শাখায় বাতিল একাধিক ট্রেন ৷ সমস্যায় পড়তে পারেন অনেকে ৷ রবিবার দুপুর 2টো পর্যন্ত চলবে প্ল্যাটফর্মের কাজ ৷ তার জেরেই বন্ধ থাকবে একাধিক ট্রেন ৷

List of Cancelled Train
ট্রেন বাতিল (ফাইল ছবি)

কলকাতা, 7 জুন: শুরু হয়ে গিয়েছে শিয়ালদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম মেরামতের কাজ ৷ তার জেরেই বাতিল একাধিক ট্রেন ৷ পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রা পরিবর্তন করা হয়েছে ৷ রেলের সূত্রে, জানা গিয়েছে যে সমস্ত ট্রেন শিয়ালদা থেকে যাতায়াত করে সেগুলি দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্ট দিয়ে যাতায়াত করবে। তবে অন্যান্য ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে। আগামি 3 দিন কাজ চলাকালীন মাতৃভূমি লোকালে সবাই উঠতে পারবেন।

রেল সূত্রে খবর, রবিবার বেলা 2 টো পর্যন্ত 1 থেকে 5 নম্বর প্ল্য়াটফর্ম সংস্কারের কাজ চলবে ৷ তার জেরেই একাধিক ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে ৷ এছাড়াও বেশ কিছু ইএমইউ লোকাল ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ ট্রেন বাতিলের জেরে নিত্য যাত্রীদের সমস্যায় পড়তে হবে । সাধারণ মানুষের হয়রানি আটকাতে শিয়ালদা থেকে বাড়তি বাস পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্যে সরকারকে। রেলর তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত একাধিক শিয়ালদা-সিউড়ি মেমু লোকাল বাতিল করা হয়েছে । বেশ কিছু ট্রেন দমদম পর্যন্ত আসবে ৷ তারপরে সেগুলি আবার ডানকুনি পর্যন্ত যাবে ৷

টানা 20 দিন লাইন মেরামতের কাজ, একগুচ্ছ ট্রেন বাতিলে হয়রান যাত্রীরা

আজ থেকে আগামি 3 দিন শিয়ালদা-ব্যারাকপুর লাইনের আপ ও ডাউন মিলিয়ে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা-ডানকুনি লাইনেও ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা-কাটোয়া লাইনে একটি আপ ট্রেন বাতিল হয়েছে । শিয়ালদা-বারুইপুর লাইনেও বেশ কিছু ট্রেন বাতিল থাকছে । পাশাপাশি শিয়ালদা-নৈহাটি আপ ও ডাউন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে লাইনের কাজের জন্য ।

শনি ও রবিতে শিয়ালদা শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

শিয়ালদা-রানাঘাট আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে । শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে। শিয়ালদা-মধ্যমগ্রাম, শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা-বারাসাত জংশন, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদহ-বনগাঁ জংশন আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে ।

কলকাতা, 7 জুন: শুরু হয়ে গিয়েছে শিয়ালদা স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম মেরামতের কাজ ৷ তার জেরেই বাতিল একাধিক ট্রেন ৷ পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রা পরিবর্তন করা হয়েছে ৷ রেলের সূত্রে, জানা গিয়েছে যে সমস্ত ট্রেন শিয়ালদা থেকে যাতায়াত করে সেগুলি দমদম জংশন ও দমদম ক্যান্টনমেন্ট দিয়ে যাতায়াত করবে। তবে অন্যান্য ট্রেন পরিষেবা স্বাভাবিক থাকবে। আগামি 3 দিন কাজ চলাকালীন মাতৃভূমি লোকালে সবাই উঠতে পারবেন।

রেল সূত্রে খবর, রবিবার বেলা 2 টো পর্যন্ত 1 থেকে 5 নম্বর প্ল্য়াটফর্ম সংস্কারের কাজ চলবে ৷ তার জেরেই একাধিক ইএমইউ লোকাল বাতিল করা হয়েছে ৷ এছাড়াও বেশ কিছু ইএমইউ লোকাল ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ ট্রেন বাতিলের জেরে নিত্য যাত্রীদের সমস্যায় পড়তে হবে । সাধারণ মানুষের হয়রানি আটকাতে শিয়ালদা থেকে বাড়তি বাস পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্যে সরকারকে। রেলর তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত একাধিক শিয়ালদা-সিউড়ি মেমু লোকাল বাতিল করা হয়েছে । বেশ কিছু ট্রেন দমদম পর্যন্ত আসবে ৷ তারপরে সেগুলি আবার ডানকুনি পর্যন্ত যাবে ৷

টানা 20 দিন লাইন মেরামতের কাজ, একগুচ্ছ ট্রেন বাতিলে হয়রান যাত্রীরা

আজ থেকে আগামি 3 দিন শিয়ালদা-ব্যারাকপুর লাইনের আপ ও ডাউন মিলিয়ে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা-ডানকুনি লাইনেও ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদা-কাটোয়া লাইনে একটি আপ ট্রেন বাতিল হয়েছে । শিয়ালদা-বারুইপুর লাইনেও বেশ কিছু ট্রেন বাতিল থাকছে । পাশাপাশি শিয়ালদা-নৈহাটি আপ ও ডাউন লাইনে বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে লাইনের কাজের জন্য ।

শনি ও রবিতে শিয়ালদা শাখায় বাতিল বহু ট্রেন, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

শিয়ালদা-রানাঘাট আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে । শিয়ালদা-কৃষ্ণনগর সিটি জংশন আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে। শিয়ালদা-মধ্যমগ্রাম, শিয়ালদা-দমদম ক্যান্টনমেন্ট, শিয়ালদা-বারাসাত জংশন, শিয়ালদা-দত্তপুকুর, শিয়ালদহ-বনগাঁ জংশন আপ ও ডাউন লাইনে ট্রেন বাতিল থাকছে ।

Last Updated : Jun 7, 2024, 10:57 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.