ETV Bharat / state

বিনীত গোয়েলের থেকেও 'অতি ভয়ঙ্কর' মনোজ ভার্মা, বিস্ফোরক অর্জুন - Arjun Singh Slams Manoj Verma - ARJUN SINGH SLAMS MANOJ VERMA

Arjun Singh Slams Manoj Verma: মনোজ ভার্মার থেকে জুনিয়র ডাক্তারদের সাবধান করলেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ অতীতে ব্যারাকপুরের পুলিশ কমিশনার হিসেবে কাজ করা আইপিএস মনোজ ভার্মাকে বিনীত গোয়েলের থেকেও ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন তিনি ৷

Arjun Singh Slams Manoj Verma
বিনীত গোয়েলের থেকেও 'অতি ভয়ঙ্কর' মনোজ ভার্মা, অভিযোগ অর্জুন সিংয়ের৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 8:06 PM IST

ব‍্যারাকপুর, 18 সেপ্টেম্বর: সদ‍্য দায়িত্বপ্রাপ্ত কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে 'অতি ভয়ঙ্কর' বলে নিশানা করলেন ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ৷ এমনকি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাবধান থাকার পরামর্শও দিলেন এই বিজেপি নেতা ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ ভার্মাকে দিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর অত্যাচার চালাবেন ৷

বিনীত গোয়েলের থেকেও 'অতি ভয়ঙ্কর' মনোজ ভার্মা, অভিযোগ অর্জুন সিংয়ের৷ (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে অর্জুন বলেন, "বিনীত গোয়েলের থেকেও 'অতি ভয়ঙ্কর' হলেন মনোজ বর্মা ৷ ওঁকে দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর দমন-পীড়ন নীতি চালাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ যে 'রোড রোলার' চালানো হবে, ইউ কান্ট ইমাজিন ৷ আমি মনোজ ভার্মার কার্যকলাপ সম্পর্কে জানি, তাই বলছি ৷"

আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তাঁর জায়গায় আনা হয়েছে 1998-এর ব্যাচের আইপিএস মনোজ ভার্মাকে ৷ তা নিয়েই মন্তব্য করতে গিয়ে বুধবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সতর্কবাণী শোনান বিজেপি নেতা অর্জুন সিং ৷

তাঁর কথায়, "ছোট ভাই-বোনেরা যেভাবে এই লড়াইটা লড়ছেন, তাতে সমাজ ব্যবস্থাকে তাঁরা নাড়িয়ে দিয়েছেন ৷ সরকার একেবারে হিলে গিয়েছে ৷ তাই জুনিয়র ডাক্তারদের বলব, নতুন সিপি'র থেকে যেন সাবধান থাকেন ৷" সরকারের কথা কেন তাঁরা শুনতে গেল, তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ ৷ অর্জুন বলেন, "আমরা রাজনীতির লোক ৷ সেকারণে আমরা মনোজ ভার্মার সম্পর্কে সবটা জানি ৷ আমরা লড়ব ! তাতে কোনও সমস্যা নেই ৷ ওকে তো তৃণমূলের হয়ে কাজ করার জন্য 'গিফট' দেওয়া হয়েছে ৷ এটা 'প্রাইজ' পোস্টিং ছাড়া আর কিছুই নয় ৷"

এক সময়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পদ সামলানো সেই মনোজকে 'অদ্ভুত চরিত্র' বলেও এদিন অ্যাখা দিয়েছেন বিজেপি থেকে তৃণমূল হয়ে আবার বিজেপিতে যাওয়া অর্জুন ৷ তাঁর মতে, "মনোজ ভার্মাকে যখন ব‍্যারাকপুর কমিশনারের দায়িত্ব দেওয়া হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বলেছিল, তুমি একটু বিনীত গোয়েলের থেকে সাজেশন নিয়ে নিও ! এখানে কীভাবে সব ঠিকঠাক করতে হবে ! সেই বিনীত গোয়েলকে সরিয়ে নতুন সিপির দায়িত্ব দেওয়া হল মনোজ ভার্মাকে ৷ তাহলে ভাবুন, তৃণমূলের কতটা ঘনিষ্ঠ ছিলেন এই আইপিএস অফিসার ?"

কলকাতার বর্তমান পুলিশ কমিশনারের বিরুদ্ধে তৃণমূলের ঝান্ডায় কাজ করার অভিযোগও করেছেন অর্জুন ৷ তিনি বলেন, "তৃণমূলের ঝান্ডা ধরে কত অন‍্যায় কাজ করেছিলেন ? তা না হলে, বিনীতকে সরিয়ে ওকে পুলিশ কমিশনার করতে পারে ? 2019 সালে ব‍্যারাকপুরে বিজেপি জয়লাভ করার পর যে অশান্তি হয়েছিল, সেই অশান্তির মূল নায়ক ছিলেন মনোজ ভার্মা ৷ বিজেপির শয়ে শয়ে পার্টি অফিস বন্ধ করেছিলেন উনি ৷ কাঁকিনাড়া বাজারে দু'জন নিরীহ মানুষকে গুলি করে খুন করিয়ে দিয়েছিলেন ৷ 2019 -2021 সাল অবধি ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে যত খুন হয়েছে ৷ তার মূল চক্রীই হলেন মনোজ ৷"

অর্জুনের কথায়,"শুধু বিরোধীদের দমানোই নয় ৷ ওর আমলে মণীশ শুক্লা খুনও হয়েছিলেন থানার সামনে ৷ আমার উপরেও হামলা হয়েছিল ৷ গুলি চালিয়েছিলেন তিনি ৷ সেই ঘটনা অজানা নয় কারও ৷ ওর সময়ে ব‍্যারাকপুর অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল ৷ বলা ভালো, অপরাধীদের গড় বানিয়েছিলেন মনোজ ভার্মা ৷"

এহেন মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব নেওয়ায়, তাঁর অতীত ইতিহাসের কথা তুলে ধরে বিঁধছেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ বিশেষ করে তাঁর আমলে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত'র অভিযোগে, এই আইপিএস অফিসারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ ৷

ব‍্যারাকপুর, 18 সেপ্টেম্বর: সদ‍্য দায়িত্বপ্রাপ্ত কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে 'অতি ভয়ঙ্কর' বলে নিশানা করলেন ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ৷ এমনকি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাবধান থাকার পরামর্শও দিলেন এই বিজেপি নেতা ৷ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনোজ ভার্মাকে দিয়ে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের উপর অত্যাচার চালাবেন ৷

বিনীত গোয়েলের থেকেও 'অতি ভয়ঙ্কর' মনোজ ভার্মা, অভিযোগ অর্জুন সিংয়ের৷ (ইটিভি ভারত)

এই প্রসঙ্গে অর্জুন বলেন, "বিনীত গোয়েলের থেকেও 'অতি ভয়ঙ্কর' হলেন মনোজ বর্মা ৷ ওঁকে দিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের উপর দমন-পীড়ন নীতি চালাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ যে 'রোড রোলার' চালানো হবে, ইউ কান্ট ইমাজিন ৷ আমি মনোজ ভার্মার কার্যকলাপ সম্পর্কে জানি, তাই বলছি ৷"

আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনে নিয়ে কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মঙ্গলবার তাঁর জায়গায় আনা হয়েছে 1998-এর ব্যাচের আইপিএস মনোজ ভার্মাকে ৷ তা নিয়েই মন্তব্য করতে গিয়ে বুধবার আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সতর্কবাণী শোনান বিজেপি নেতা অর্জুন সিং ৷

তাঁর কথায়, "ছোট ভাই-বোনেরা যেভাবে এই লড়াইটা লড়ছেন, তাতে সমাজ ব্যবস্থাকে তাঁরা নাড়িয়ে দিয়েছেন ৷ সরকার একেবারে হিলে গিয়েছে ৷ তাই জুনিয়র ডাক্তারদের বলব, নতুন সিপি'র থেকে যেন সাবধান থাকেন ৷" সরকারের কথা কেন তাঁরা শুনতে গেল, তা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন ব‍্যারাকপুরের প্রাক্তন সাংসদ ৷ অর্জুন বলেন, "আমরা রাজনীতির লোক ৷ সেকারণে আমরা মনোজ ভার্মার সম্পর্কে সবটা জানি ৷ আমরা লড়ব ! তাতে কোনও সমস্যা নেই ৷ ওকে তো তৃণমূলের হয়ে কাজ করার জন্য 'গিফট' দেওয়া হয়েছে ৷ এটা 'প্রাইজ' পোস্টিং ছাড়া আর কিছুই নয় ৷"

এক সময়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারের পদ সামলানো সেই মনোজকে 'অদ্ভুত চরিত্র' বলেও এদিন অ্যাখা দিয়েছেন বিজেপি থেকে তৃণমূল হয়ে আবার বিজেপিতে যাওয়া অর্জুন ৷ তাঁর মতে, "মনোজ ভার্মাকে যখন ব‍্যারাকপুর কমিশনারের দায়িত্ব দেওয়া হয়, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ওকে বলেছিল, তুমি একটু বিনীত গোয়েলের থেকে সাজেশন নিয়ে নিও ! এখানে কীভাবে সব ঠিকঠাক করতে হবে ! সেই বিনীত গোয়েলকে সরিয়ে নতুন সিপির দায়িত্ব দেওয়া হল মনোজ ভার্মাকে ৷ তাহলে ভাবুন, তৃণমূলের কতটা ঘনিষ্ঠ ছিলেন এই আইপিএস অফিসার ?"

কলকাতার বর্তমান পুলিশ কমিশনারের বিরুদ্ধে তৃণমূলের ঝান্ডায় কাজ করার অভিযোগও করেছেন অর্জুন ৷ তিনি বলেন, "তৃণমূলের ঝান্ডা ধরে কত অন‍্যায় কাজ করেছিলেন ? তা না হলে, বিনীতকে সরিয়ে ওকে পুলিশ কমিশনার করতে পারে ? 2019 সালে ব‍্যারাকপুরে বিজেপি জয়লাভ করার পর যে অশান্তি হয়েছিল, সেই অশান্তির মূল নায়ক ছিলেন মনোজ ভার্মা ৷ বিজেপির শয়ে শয়ে পার্টি অফিস বন্ধ করেছিলেন উনি ৷ কাঁকিনাড়া বাজারে দু'জন নিরীহ মানুষকে গুলি করে খুন করিয়ে দিয়েছিলেন ৷ 2019 -2021 সাল অবধি ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে যত খুন হয়েছে ৷ তার মূল চক্রীই হলেন মনোজ ৷"

অর্জুনের কথায়,"শুধু বিরোধীদের দমানোই নয় ৷ ওর আমলে মণীশ শুক্লা খুনও হয়েছিলেন থানার সামনে ৷ আমার উপরেও হামলা হয়েছিল ৷ গুলি চালিয়েছিলেন তিনি ৷ সেই ঘটনা অজানা নয় কারও ৷ ওর সময়ে ব‍্যারাকপুর অপরাধীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছিল ৷ বলা ভালো, অপরাধীদের গড় বানিয়েছিলেন মনোজ ভার্মা ৷"

এহেন মনোজ ভার্মা কলকাতার পুলিশ কমিশনারের দায়িত্ব নেওয়ায়, তাঁর অতীত ইতিহাসের কথা তুলে ধরে বিঁধছেন বিজেপি নেতা অর্জুন সিং ৷ বিশেষ করে তাঁর আমলে ব‍্যারাকপুর শিল্পাঞ্চলে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত'র অভিযোগে, এই আইপিএস অফিসারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.