কলকাতা, 10 জুলাই: পছন্দের কলেজে ভর্তি হতে গেলে, প্রথম রাউন্ডে যেকোনও কলেজে ভর্তি হতেই হবে। ভেরিফিকেশনের জন্য কলেজেও যাওয়া বাধ্যতামূলক ৷ তবেই পরের রাউন্ডে পছন্দের কলেজে আপগ্রেডেশনের সুযোগ পাবেন পড়ুয়ারা। তাই পছন্দ হোক অথবা অপছন্দের কলেজ, ফার্স্ট রাউন্ড শেষে কোনও না-কোনও কলেজে ভর্তি হয়ে থাকতেই হবে ছাত্র-ছাত্রীদের।
পরবর্তীকালে যদি ওই কলেজের অ্যাডমিশন ফি আগের ভর্তির হওয়া কলেজের অ্যাডমিশন ফি-এর থেকে কম বা বেশি হয়, তবে সেটা ফেরত দিয়ে দেওয়া হবে পড়ুয়াদের, এমনটাই জানিয়েছে রাজ্য শিক্ষা দফতর। চলতি মাসের 7 তারিখ পর্যন্ত খোলা ছিল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল। ওই দিন পর্যন্ত আবেদনপত্র জমা পড়েছে মোট 34 লক্ষ 73 হাজার 210টি। অপরদিকে আবেদনকারীর সংখ্যা 5 লক্ষ 27 হাজার 781 জন। 12 জুলাই প্রকাশিত হবে মেধাতালিকা। সেই মেধাতালিকা অনুযায়ী কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে পড়ুয়ারা। কলেজে ভর্তির জন্য দু'টি পেমেন্ট গেটওয়েও রয়েছে। যদি ফি জমা করতে গিয়ে কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে হেল্পলাইনে ফোন করতে পারবে ছাত্র-ছাত্রীরা। এমনকী সফল পেমেন্টের রসিদও ছাত্র-ছাত্রীরা তাদের নিজের ড্যাশবোর্ডে দেখতে পাবেন।
এবার পরবর্তীতে পড়ুয়ার পছন্দের কলেজে আসন ফাঁকা হলে সেখানে ভর্তির সুযোগ পেতে গেলে ছাত্র-ছাত্রীদের এই পর্যায়ে কোনও না কোনও কলেজে ভর্তি হতেই হবে। আবার ভর্তি চূড়ান্ত করতে নথি যাচাইয়ের জন্য কলেজে সশরীরে যেতেই হবে পড়ুয়াদের। অন্যথায় বাতিল হয়ে যেতে পারে তাঁর ভর্তি। সূচি অনুযায়ী, আপগ্রেডেশন নথি যাচাই-সহ প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শেষ হচ্ছে আগামী 6 অগস্ট। 7 অগস্ট থেকে সব কলেজে প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে। তারপর ফের 8 অগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় দফার (মপ-আপ) ভর্তি প্রক্রিয়া। সেখানে নতুন করে কোনও পড়ুয়ারা আবেদন করতে পারবে। অর্থাৎ যদি সে প্রথমবারে কোনওভাবে কলেজে ভর্তি হওয়ার আবেদন না করে। তখন সে আবার দ্বিতীয় দফায় সেটা করতে পারবে।