ETV Bharat / state

কেন এই প্রতিবাদ ও কর্মবিরতি ? রাত দখলের কী দরকার : মানস ভুঁইয়া - Manas on RG Kar Candle March

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 7:08 PM IST

Updated : Aug 14, 2024, 8:52 PM IST

Manas on RG Kar Candle March: বিরোধীদের বিরুদ্ধে আরজি কর ইস্যুতে কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার অভিযোগ করলেন রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া ৷ সেই সঙ্গে 'মেয়েদের রাত দখল' কর্মসূচির প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি ৷

Manas on RG Kar Candle March
কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার অভিযোগ তুললেন মানস ভুঁইয়া ৷ (নিজস্ব চিত্র)

পশ্চিম মেদিনীপুর, 14 অগস্ট: রাজ্য যখন আরজি কর-কাণ্ড নিয়ে তোলপাড়, তখন ধনধান্য অডিটরিয়ামে রাজ্য সরকারের কন্যাশ্রী দিবস পালন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তার জবাবে কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার অভিযোগ তুলে বিরোধীদের একহাত নিলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া ৷ তাঁর দাবি, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী শুরু থেকেই ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে পুলিশের সর্বোচ্চ পর্যায়কে কাজে লাগিয়েছেন ৷ সেখানে সরকার বিরোধী কর্মসূচি পালন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার অভিযোগ তুললেন মানস ভুঁইয়া ৷ (ইটিভি ভারত)

পাশাপাশি, স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে 'মেয়েদের রাত দখল' কর্মসূচিকে সরকার বিরোধী বলেও নিশানা করেন মানস ৷ এমনকি রাজ্যব্যাপী আজ রাতের এই কর্মসূচির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ মানস এদিন বলেন, "মুখ্যমন্ত্রী শুরু থেকে বলে আসছেন, রাজ্য সরকারের সিবিআই তদন্তে আপত্তি নেই ৷ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে বলেছেন, সর্বোচ্চ শাস্তির পক্ষে রয়েছেন ৷ এমনকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তারপরেও কেন এই প্রতিবাদ ও কর্মবিরতি ? এই 'রাত দখল'-এর কী দরকার আছে ?"

মানসের অভিযোগ, পুরো বিষয়টিতে রাজনীতি করা হচ্ছে ৷ তিনি বলেন, "আমি দেখছি, সিপিএম ও বিজেপি আরজি করের এই ইস্যুকে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করছে ৷ সরকার বিরোধী একটা আন্দোলনে পরিণত করার চেষ্টা চলছে ৷ পুলিশ তো নিরপেক্ষভাবে তদন্ত করছিল ৷ আর এখন সিবিআইয়ের হাতে তদন্তভার চলে গিয়েছে ৷ তার পরেও কেন এই আন্দোলন ?"

মানস ভুঁইয়া অভিযোগ করেছেন, স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যাচ্ছে ৷ মানস দাবি করেন, দ্রুত চিকিৎসা ব্যবস্থাকে স্বাভাবিক করতে হবে ৷ রাজ্যের সব সরকারি হাসপাতালে রোজ গড়ে 12-13 লক্ষ রোগী চিকিৎসা করান ৷ প্রতিটি হাসপাতালের আউটডোরে গড়ে দেড়-দু’লক্ষ মানুষ ডাক্তার দেখান ৷ সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা এই বিশাল সংখ্যক মানুষের ন্যায্য ও সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেন সেচমন্ত্রী ৷ তাই দ্রুত চিকিৎসা ব্যবস্থাকে আগের জায়গায় ফেরানোর দাবি জানিয়েছেন মানস ভুঁইয়া ৷

পশ্চিম মেদিনীপুর, 14 অগস্ট: রাজ্য যখন আরজি কর-কাণ্ড নিয়ে তোলপাড়, তখন ধনধান্য অডিটরিয়ামে রাজ্য সরকারের কন্যাশ্রী দিবস পালন নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তার জবাবে কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার অভিযোগ তুলে বিরোধীদের একহাত নিলেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া ৷ তাঁর দাবি, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী শুরু থেকেই ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে পুলিশের সর্বোচ্চ পর্যায়কে কাজে লাগিয়েছেন ৷ সেখানে সরকার বিরোধী কর্মসূচি পালন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি ৷

কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার অভিযোগ তুললেন মানস ভুঁইয়া ৷ (ইটিভি ভারত)

পাশাপাশি, স্বাধীনতা দিবসের প্রাক মুহূর্তে 'মেয়েদের রাত দখল' কর্মসূচিকে সরকার বিরোধী বলেও নিশানা করেন মানস ৷ এমনকি রাজ্যব্যাপী আজ রাতের এই কর্মসূচির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ মানস এদিন বলেন, "মুখ্যমন্ত্রী শুরু থেকে বলে আসছেন, রাজ্য সরকারের সিবিআই তদন্তে আপত্তি নেই ৷ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজে বলেছেন, সর্বোচ্চ শাস্তির পক্ষে রয়েছেন ৷ এমনকি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন ৷ তারপরেও কেন এই প্রতিবাদ ও কর্মবিরতি ? এই 'রাত দখল'-এর কী দরকার আছে ?"

মানসের অভিযোগ, পুরো বিষয়টিতে রাজনীতি করা হচ্ছে ৷ তিনি বলেন, "আমি দেখছি, সিপিএম ও বিজেপি আরজি করের এই ইস্যুকে রাজনৈতিক মোড় দেওয়ার চেষ্টা করছে ৷ সরকার বিরোধী একটা আন্দোলনে পরিণত করার চেষ্টা চলছে ৷ পুলিশ তো নিরপেক্ষভাবে তদন্ত করছিল ৷ আর এখন সিবিআইয়ের হাতে তদন্তভার চলে গিয়েছে ৷ তার পরেও কেন এই আন্দোলন ?"

মানস ভুঁইয়া অভিযোগ করেছেন, স্বাস্থ্য ব্যবস্থা অচল হয়ে যাচ্ছে ৷ মানস দাবি করেন, দ্রুত চিকিৎসা ব্যবস্থাকে স্বাভাবিক করতে হবে ৷ রাজ্যের সব সরকারি হাসপাতালে রোজ গড়ে 12-13 লক্ষ রোগী চিকিৎসা করান ৷ প্রতিটি হাসপাতালের আউটডোরে গড়ে দেড়-দু’লক্ষ মানুষ ডাক্তার দেখান ৷ সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থা এই বিশাল সংখ্যক মানুষের ন্যায্য ও সাংবিধানিক অধিকার বলে মন্তব্য করেন সেচমন্ত্রী ৷ তাই দ্রুত চিকিৎসা ব্যবস্থাকে আগের জায়গায় ফেরানোর দাবি জানিয়েছেন মানস ভুঁইয়া ৷

Last Updated : Aug 14, 2024, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.