ETV Bharat / state

চলন্ত ট্রেনে যুবতীর সঙ্গে অশালীন আচরণ দুষ্কৃতীদের ! প্রতিবাদ করায় সঙ্গীকে বেধড়ক মার - LOCAL TRAIN INCIDENT

লোকাল ট্রেনের মহিলা যাত্রী ও তাঁর সঙ্গীকে হেনস্তার ঘটনায় রেল পুলিশ তদন্ত শুরু করেছে ৷ তিনজন দুষ্কৃতীকে ইতিমধ্যে গ্রেফতারও করা হয়েছে ৷

Local Train Incident
চলন্ত লোকাল ট্রেনে মহিলা ও তাঁর সঙ্গীকে হেনস্তা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2024, 2:38 PM IST

Updated : Oct 21, 2024, 3:08 PM IST

কলকাতা, 21 অক্টোবর: চলন্ত লোকাল ট্রেনে মহিলা যাত্রীর সঙ্গে 'অশালীন' ব্যবহার এবং তাঁর ছবি তোলার চেষ্টা ! বাধা দিতে গেলে যুবতীর সঙ্গীকে বেধড়ক মারধরেরও অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ রবিবার রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটে শিয়ালদা শাখার একটি লোকাল ট্রেনে ।

জানা গিয়েছে, দুষ্কৃতীরা যুবতীর ছবি তুলতে গেলে বাধা দেন তাঁর সঙ্গী ৷ এর ফলে প্রথমে দুষ্কৃতীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি ৷ অভিযোগ, এরপরেই ট্রেনের মেঝেতে ফেলে বেধড়ক মারধর করা হয় ওই যুবতীর সঙ্গে থাকা ব্যক্তিকে । চলন্ত লোকাল ট্রেনে যুবতী ও তাঁর সঙ্গীকে হেনস্তা ও মারধরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ ৷ শুরু হয়েছে তদন্তও ৷

রেল সূত্রে খবর, রবিবার রাত 9টা নাগাদ ঢাকুরিয়া স্টেশন থেকে এক যুবতী ও তাঁর সঙ্গী লোকাল ট্রেনে ওঠেন । এরপর পার্কসার্কাস স্টেশন থেকে কয়েকজন পুরুষ যাত্রী ওই ট্রেনের একই কামরায় ওঠেন । ট্রেনে উঠে তাঁরা ওই যুবতীর সঙ্গে অভব্য আচরণ করতে থাকেন এবং মোবাইলে তাঁর ছবি তুলতে উদ্যত হন বলে অভিযোগ । যুবতী জানান, সেসময় ঘটনাস্থলে আরও যাত্রীরা উপস্থিত ছিলেন । তাঁরা কেউ ঘটনার প্রতিবাদ করেননি ৷ তবে যুবতীর সঙ্গী প্রতিবাদ জানাতে গেলে তাঁকে ট্রেনের কামরায় ফেলে দুষ্কৃতীরা বেধড়ক পেটায় বলে অভিযোগ ৷

এই ঘটনার পর শিয়ালদা স্টেশনে এবং জিআরপিএফ থানায় অভিযোগ জানান ওই যুবতী । যেহেতু বিষয়টি আইন শৃঙ্খলা সম্পর্কিত তাই পুরো ঘটনার তদন্ত করেছে জিআরপি । ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই যুবতী, তাঁর বন্ধু এবং যুবতীর বাবার করা অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানো হচ্ছে ।

অন্যদিকে শিয়ালদা ডিভিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মহিলা, শিশু এবং বয়স্ক যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রেল । তবে এই ঘটনা একেবারে অবাঞ্ছনীয় । তাই রেলের পক্ষ থেকে বিশেষ করে ছুটির দিনগুলিতে, যখন কামরা তুলনামূলকভাবে ফাঁকা থাকে, তখন প্রতিটি কামরায় আরও নিরাপত্তা জোরদার এবং নিরাপত্তারক্ষী মোতায়েন রাখার বিষয়ে অবিলম্বে পদক্ষেপ করা হবে ।

কলকাতা, 21 অক্টোবর: চলন্ত লোকাল ট্রেনে মহিলা যাত্রীর সঙ্গে 'অশালীন' ব্যবহার এবং তাঁর ছবি তোলার চেষ্টা ! বাধা দিতে গেলে যুবতীর সঙ্গীকে বেধড়ক মারধরেরও অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ রবিবার রাত 9টা নাগাদ ঘটনাটি ঘটে শিয়ালদা শাখার একটি লোকাল ট্রেনে ।

জানা গিয়েছে, দুষ্কৃতীরা যুবতীর ছবি তুলতে গেলে বাধা দেন তাঁর সঙ্গী ৷ এর ফলে প্রথমে দুষ্কৃতীদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি ৷ অভিযোগ, এরপরেই ট্রেনের মেঝেতে ফেলে বেধড়ক মারধর করা হয় ওই যুবতীর সঙ্গে থাকা ব্যক্তিকে । চলন্ত লোকাল ট্রেনে যুবতী ও তাঁর সঙ্গীকে হেনস্তা ও মারধরের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে রেল পুলিশ ৷ শুরু হয়েছে তদন্তও ৷

রেল সূত্রে খবর, রবিবার রাত 9টা নাগাদ ঢাকুরিয়া স্টেশন থেকে এক যুবতী ও তাঁর সঙ্গী লোকাল ট্রেনে ওঠেন । এরপর পার্কসার্কাস স্টেশন থেকে কয়েকজন পুরুষ যাত্রী ওই ট্রেনের একই কামরায় ওঠেন । ট্রেনে উঠে তাঁরা ওই যুবতীর সঙ্গে অভব্য আচরণ করতে থাকেন এবং মোবাইলে তাঁর ছবি তুলতে উদ্যত হন বলে অভিযোগ । যুবতী জানান, সেসময় ঘটনাস্থলে আরও যাত্রীরা উপস্থিত ছিলেন । তাঁরা কেউ ঘটনার প্রতিবাদ করেননি ৷ তবে যুবতীর সঙ্গী প্রতিবাদ জানাতে গেলে তাঁকে ট্রেনের কামরায় ফেলে দুষ্কৃতীরা বেধড়ক পেটায় বলে অভিযোগ ৷

এই ঘটনার পর শিয়ালদা স্টেশনে এবং জিআরপিএফ থানায় অভিযোগ জানান ওই যুবতী । যেহেতু বিষয়টি আইন শৃঙ্খলা সম্পর্কিত তাই পুরো ঘটনার তদন্ত করেছে জিআরপি । ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ ওই যুবতী, তাঁর বন্ধু এবং যুবতীর বাবার করা অভিযোগের ভিত্তিতে তদন্ত চালানো হচ্ছে ।

অন্যদিকে শিয়ালদা ডিভিশনের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, মহিলা, শিশু এবং বয়স্ক যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রেল । তবে এই ঘটনা একেবারে অবাঞ্ছনীয় । তাই রেলের পক্ষ থেকে বিশেষ করে ছুটির দিনগুলিতে, যখন কামরা তুলনামূলকভাবে ফাঁকা থাকে, তখন প্রতিটি কামরায় আরও নিরাপত্তা জোরদার এবং নিরাপত্তারক্ষী মোতায়েন রাখার বিষয়ে অবিলম্বে পদক্ষেপ করা হবে ।

Last Updated : Oct 21, 2024, 3:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.