ETV Bharat / state

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করে লোক ঠকানোর অভিযোগ, গ্রেফতার 1

Abhishek Banerjee: সাংসদের সই জাল করে লোক ঠকানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷ ধৃত ব্যক্তি কলকাতার পাম অ্যাভিনিউর বাসিন্দা ৷

Etv Bharat
অভিষেক বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 12:14 PM IST

কলকাতা, 6 মার্চ: সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷ অভিযুক্ত যুবকের নাম জুনেইদুল হক চৌধুরী ৷ তিনি কলকাতার পাম অ্যাভিনিউর বাসিন্দা ৷ গত 5 মার্চ দক্ষিণ কলকাতার শেক্সপিয়ার সরণি থানায় অয়ন ঘোষদস্তিদার নামে এক তৃণমূল কর্মী জুনেইদুল হক চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷

ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, সাংসদের সই নকল করে তা একাধিক চিঠিতে ব্যবহার করতেন। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পরই তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয় থানায় । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "অয়ন ঘোষদস্তিদার নামে এক ব্যক্তির অভিযোগ আমরা পেয়েছিলাম । তাতে লেখা ছিল, অভিযুক্ত জুনেইদুল অনেকদিন ধরেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তৃণমূলের নাম ভাঙিয়ে প্রতারণা করছিলেন । তৃণমূল কংগ্রেসের লেটারহেড, নোটিশ নকল করে সাধারণ মানুষকে ঠকাচ্ছিলেন ।

শুধু তাই নয়, এর পাশাপাশি অভিযুক্ত নিজেকে তৃণমূলের হেভিওয়েট নেতা বলে পরিচয় দিতেন ৷ এমনকি তাবড়-তাবড় নেতাদের সই নকল করে তা দেখিয়ে লোক ঠকানোর কাজ করতেন । ওই ব্যক্তির বাড়ি থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে যে রাজ্য সরকারের একাধিক লেটারপ্যাড এবং রাবার স্ট্যান্ড কীভাবে তার কাছে এসে পৌঁছল তাও খতিয়ে দেখা হচ্ছে ।" লোকসভা নির্বাচনের ঘণ্টা বাজার মুখেই তৎপর পুলিশ ৷ অভিযোগ দায়ের হতেই গ্রেফতার অভিযুক্ত ৷

কলকাতা, 6 মার্চ: সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সই নকল করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ ৷ অভিযুক্ত যুবকের নাম জুনেইদুল হক চৌধুরী ৷ তিনি কলকাতার পাম অ্যাভিনিউর বাসিন্দা ৷ গত 5 মার্চ দক্ষিণ কলকাতার শেক্সপিয়ার সরণি থানায় অয়ন ঘোষদস্তিদার নামে এক তৃণমূল কর্মী জুনেইদুল হক চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন । তার ভিত্তিতেই অভিযুক্তকে গ্রেফতার করে কলকাতা পুলিশ ৷

ধৃত যুবকের বিরুদ্ধে অভিযোগ, সাংসদের সই নকল করে তা একাধিক চিঠিতে ব্যবহার করতেন। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পরই তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয় থানায় । এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "অয়ন ঘোষদস্তিদার নামে এক ব্যক্তির অভিযোগ আমরা পেয়েছিলাম । তাতে লেখা ছিল, অভিযুক্ত জুনেইদুল অনেকদিন ধরেই বিভিন্ন ব্যক্তির সঙ্গে তৃণমূলের নাম ভাঙিয়ে প্রতারণা করছিলেন । তৃণমূল কংগ্রেসের লেটারহেড, নোটিশ নকল করে সাধারণ মানুষকে ঠকাচ্ছিলেন ।

শুধু তাই নয়, এর পাশাপাশি অভিযুক্ত নিজেকে তৃণমূলের হেভিওয়েট নেতা বলে পরিচয় দিতেন ৷ এমনকি তাবড়-তাবড় নেতাদের সই নকল করে তা দেখিয়ে লোক ঠকানোর কাজ করতেন । ওই ব্যক্তির বাড়ি থেকে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ । খতিয়ে দেখা হচ্ছে যে রাজ্য সরকারের একাধিক লেটারপ্যাড এবং রাবার স্ট্যান্ড কীভাবে তার কাছে এসে পৌঁছল তাও খতিয়ে দেখা হচ্ছে ।" লোকসভা নির্বাচনের ঘণ্টা বাজার মুখেই তৎপর পুলিশ ৷ অভিযোগ দায়ের হতেই গ্রেফতার অভিযুক্ত ৷

আরও পড়ুন :

  1. গ্রাহকদের সই নকল করে কয়েক লক্ষ টাকা হাতালেন পোস্ট মাস্টার !
  2. ফিরহাদের সই নকল করে চাকরির প্রতারণা ! গ্রেফতার ভারতীয় জাদুঘরের কর্মী
  3. হাইকোর্টের প্রধান বিচারপতির সই জাল করে যাবজ্জীবন সাজার আসামিকে জামিন, গ্রেফতার আইনজীবী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.