ETV Bharat / state

ব্যাঙ্কে জমা করার নামে 7 লক্ষ টাকা নিয়ে চম্পট, ব্যবসায়ীর অভিযোগে গ্রেফতার কর্মচারী - Fraudulent Arrest

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 11:07 PM IST

ব্যবসায়িক খাতিরের জেরে নিজের কর্মচারীকে বিশ্বাস করে ঠকলেন ব্যবসায়ী ৷ সাত লক্ষ টাকা ব্যাঙ্কে জমা করতে দিয়েছিলেন তাকে ৷ টাকা পেতেই সেই কর্মী পলাতক ৷ থানার দ্বারস্থ হতেই গ্রেফতার অভিযুক্ত ৷

Kolkata News
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

কলকাতা, 6 জুন: ব্যাঙ্কে টাকা রাখতে দিয়ে প্রতারণার শিকার হলেন কলকাতার এক ব্যবসায়ী । অভিযোগ, 7 লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন সংস্থার কর্মী। শেষমেষ থানার দ্বারস্থ হয়ে উদ্ধার হয়েছে কিছু টাকা। তবে বাকি টাকা কোথায় তা জানার কাজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা ৷

জানা গিয়েছে, 3 জুন কলকাতার স্ট্র্যান্ড রোডের বাসিন্দা পঙ্কজ মিত্তল নামে এক ব্যবসায়ীর সঙ্গে এই ঘটনা ঘটে । ঘটনাটি ঘটেছে জোড়াবাগান থানা এলাকার স্ট্র্যান্ড রোডে। মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ হাওড়া-রাজাপুর অন্তর্গত একটি জায়গা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে । ধৃতের নাম, মেঘনাথ মণ্ডল । খোওয়া যাওয়া সাত লক্ষ টাকার মধ্যে ধৃতের কাছ থেকে 6 লক্ষ 26 হাজার টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ । বাকি টাকা কী কাজে খরচ করেছে, তা জানার চেষ্টা হচ্ছে ৷

সাইবার সুরক্ষায় সতর্কীকরণ: বাড়ছে ফেডএক্স ক্যুরিয়ার প্রতারণা, ঝুঁকির মুখে লক্ষাধিক

লালবাজার সূত্রের খবর, গত 3 জুন পঙ্কজ নামে এক ব্যবসায়ী স্থানীয় জোড়াবাগান থানায় একটি লিখিত অভিযোগ করেন । সেখান তিনি জানান, তাঁর একটি ব্যবসা রয়েছে ৷ সেই সংস্থার মোট সাত লক্ষ টাকা তিনি তাঁর কর্মী মেঘনাথ মণ্ডলকে জমা করার জন্য দেন । কিন্তু রহস্যজনকভাবে টাকা দেওয়ার পর কর্মীর মোবাইল ফোন বন্ধ পান পঙ্কজবাবু । এরপর তিনি স্থানীয় ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে তাঁর নামে ব্যাঙ্কে কোনও টাকাই জমা পড়েনি । এরপরেই সন্দেহ হয় । দীর্ঘক্ষণ ধরে মেঘনাথবাবুকে ফোন করতে থাকলেও তা বন্ধ পান পঙ্কজবাবু ।

রাতেই তিনি স্থানীয় জোড়াবাগান থানায় অভিযোগ জানান । তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তির মোবাইল লোকেশন ট্র্যাক করতে থাকে । গতকাল ভোররাতে জানা যায় ওই ব্যক্তি হাওড়ার রাজাপুর থানার অন্তর্গত একটি জায়গায় আত্মগোপন করে রয়েছে । বৃহস্পতিবার ভোররাতেই স্থানীয় জোড়াবাগান থানা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

পরনে কোভিড সেফটি স্যুট, অভিনব কায়দায় ব্যাঙ্ক থেকে গায়েব 5 কোটি

কলকাতা, 6 জুন: ব্যাঙ্কে টাকা রাখতে দিয়ে প্রতারণার শিকার হলেন কলকাতার এক ব্যবসায়ী । অভিযোগ, 7 লক্ষ টাকা নিয়ে পালিয়েছেন সংস্থার কর্মী। শেষমেষ থানার দ্বারস্থ হয়ে উদ্ধার হয়েছে কিছু টাকা। তবে বাকি টাকা কোথায় তা জানার কাজ চালাচ্ছে পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে তারা ৷

জানা গিয়েছে, 3 জুন কলকাতার স্ট্র্যান্ড রোডের বাসিন্দা পঙ্কজ মিত্তল নামে এক ব্যবসায়ীর সঙ্গে এই ঘটনা ঘটে । ঘটনাটি ঘটেছে জোড়াবাগান থানা এলাকার স্ট্র্যান্ড রোডে। মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ হাওড়া-রাজাপুর অন্তর্গত একটি জায়গা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে । ধৃতের নাম, মেঘনাথ মণ্ডল । খোওয়া যাওয়া সাত লক্ষ টাকার মধ্যে ধৃতের কাছ থেকে 6 লক্ষ 26 হাজার টাকা উদ্ধার করতে পেরেছে পুলিশ । বাকি টাকা কী কাজে খরচ করেছে, তা জানার চেষ্টা হচ্ছে ৷

সাইবার সুরক্ষায় সতর্কীকরণ: বাড়ছে ফেডএক্স ক্যুরিয়ার প্রতারণা, ঝুঁকির মুখে লক্ষাধিক

লালবাজার সূত্রের খবর, গত 3 জুন পঙ্কজ নামে এক ব্যবসায়ী স্থানীয় জোড়াবাগান থানায় একটি লিখিত অভিযোগ করেন । সেখান তিনি জানান, তাঁর একটি ব্যবসা রয়েছে ৷ সেই সংস্থার মোট সাত লক্ষ টাকা তিনি তাঁর কর্মী মেঘনাথ মণ্ডলকে জমা করার জন্য দেন । কিন্তু রহস্যজনকভাবে টাকা দেওয়ার পর কর্মীর মোবাইল ফোন বন্ধ পান পঙ্কজবাবু । এরপর তিনি স্থানীয় ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন যে তাঁর নামে ব্যাঙ্কে কোনও টাকাই জমা পড়েনি । এরপরেই সন্দেহ হয় । দীর্ঘক্ষণ ধরে মেঘনাথবাবুকে ফোন করতে থাকলেও তা বন্ধ পান পঙ্কজবাবু ।

রাতেই তিনি স্থানীয় জোড়াবাগান থানায় অভিযোগ জানান । তদন্তে নেমে পুলিশ ওই ব্যক্তির মোবাইল লোকেশন ট্র্যাক করতে থাকে । গতকাল ভোররাতে জানা যায় ওই ব্যক্তি হাওড়ার রাজাপুর থানার অন্তর্গত একটি জায়গায় আত্মগোপন করে রয়েছে । বৃহস্পতিবার ভোররাতেই স্থানীয় জোড়াবাগান থানা এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ।

পরনে কোভিড সেফটি স্যুট, অভিনব কায়দায় ব্যাঙ্ক থেকে গায়েব 5 কোটি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.