কলকাতা, 1 অগস্ট: ওয়েনাড়ে যাচ্ছেন তৃণমূলের দুই সাংসদ ৷ সোশাল মিডিয়ায় এ কথাই ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের রাজ্যসভার দুই সাংসদ সুস্মিতা দেব ও সাকেত গোখলে ধসে বিধ্বস্ত কেরলের ওয়েনাড়ে যাচ্ছেন ৷ এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার রাজ্যের প্রশসানিক প্রধান একথা লিখেছেন ৷
এই মুহূর্তে প্রাকৃতিক বিপর্যয় ও ভূমিধসে বিপর্যস্ত কেরল। ওয়েনাড়ে ভূমিধসের মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় তিনশো জনের প্রাণ হারিয়েছেন ৷ এখনও অনেকের খোঁজ নেই ৷এই ভয়ানক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই প্রাকৃতিক বিপর্যয় পাশে দাঁড়াতে তৃণমূলের প্রতিনিধিদল সেখানে পাঠাচ্ছেন। এদিন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন। সেখানেই তিনি জানিয়েছেন, তাঁর দলের দুই সাংসদ সাকেত গোলে ও সুস্মিতা দেবকে তিনি ওয়েনাড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
তাঁরা শুধু দুদিন সেখানে থাকবেন। এবং সেখানে প্রাকৃতিক বিপর্যয় দুর্গত পরিবার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। এদিন এই নিয়ে তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব টেলিফোন ই-টিভি ভারতকে জানিয়েছেন, ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে দলের কথা হয়েছে। তিনি এবং সাকেত গখলে কেরলে যাবেন। সেখানে কী অবস্থা রয়েছে তা নিয়ে দলকে ফিরে এসে একটা রিপোর্ট দেবেন।
এদিকে এদিনই সকালে বোন প্রিয়াঙ্কাকে নিয়ে ঘটনাস্থলে যান লোকসভাগর বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ পরপর দু'বার এই ওয়েনাড় থেকে জিতে লোকসভার সদস্য হন রাহুল ৷ এবার ওয়েনাড়ের পাশাপাশি উত্তরপ্রদেশের রায়বরেলি কেন্দ্র থেকেও জিতেছেন কংগ্রেসের এই প্রাক্তন সভাপতি ৷ এরপর ওয়েনাড় আসন ছেড়ে দেন ৷ এখান থেকেই লড়বেন প্রিয়াঙ্কা ৷ দীর্ঘক্ষণ ওয়েনাড়ের বিভিন্ন এলাকা ঘুরে দেখার পর বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি ৷ তিনি জানান, এখানে এসে তাঁর বাবার কথা মনে পড়ে যাচ্ছে ৷ তিনি বাবা রাজীবকে হারিয়েছিলেন ৷ কিন্তু ওয়েনাড়ের বহু মানুষ নিজের গোটা পরিবারকে হারিয়েছেন ৷ সারা দেশ তাঁদের পাশে আছে বলেও জানান রাহুল ৷ এবার কেরলের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷