ETV Bharat / state

মহুয়ার কেন্দ্রে 31 মার্চ নির্বাচনী প্রচার শুরু মমতার - LOK SABHA ELECTIONS - LOK SABHA ELECTIONS

Lok Sabha Elections: এই মুহূর্তে অসুস্থ মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামী 31 মার্চ থেকে লোকসভা ভোটের আসরে প্রচারে নামছেন তিনি৷ ওই দিন ধুবুলিয়ায় তাঁর প্রথম সভা অনুষ্ঠিত হতে চলেছে৷

Mamata Banerjee
অসুস্থতা কাটিয়ে উঠে ভোটের আসরে মমতা বন্দ্যোপাধ্যায়।
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 26, 2024, 5:27 PM IST

Updated : Mar 26, 2024, 5:55 PM IST

কলকাতা, 26 মার্চ: অসুস্থতা কাটিয়ে উঠে এবার ভোটযুদ্ধে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 31 মার্চ ধুবুলিয়ায় অর্থাৎ মহুয়া মৈত্রের কেন্দ্র থেকে তাঁর প্রথম সভা অনুষ্ঠিত হতে চলেছে ৷ কিন্তু মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই কেন প্রচার শুরু করছেন মমতা? রাজনৈতিক মহলের মতে, 'ঘুষের বিনিময়ে প্রশ্ন' ইস্যুতে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ, কৃষ্ণনগরের প্রার্থীর বিরুদ্ধে সিবিআই তদন্ত- এই সমস্ত ইস্যুকে সামনে রেখে তাঁরই কেন্দ্র থেকে প্রচার শুরু করছেন মমতা ৷ মহুয়া মৈত্র ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েই মমতা প্রচার শুরু করবেন বলে ধারণা বিশেষজ্ঞমহলে ৷

রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভোট প্রচারের দায়িত্ব সামলাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসুস্থতাকে কাটিয়ে নির্বাচনী প্রচার যুদ্ধে এবার নামছেন দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুত্রে খবর, চলতি মাসের শেষ থেকেই ভোটের প্রচার শুরু করছেন মমতা। 31 মার্চ কৃষ্ণনগরের জনসভা দিয়ে লোকসভার প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো।

এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটুকু প্রচার-সূচি পাওয়া গিয়েছে, তাতে ওইদিন কৃষ্ণনগর দক্ষিণের সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে দুপুর 12টায় সভা করবেন তিনি। এরপর ধাপে ধাপে উত্তর থেকে দক্ষিণ প্রত্যেক লোকসভাতেই কমবেশি দু'টি করে সভা করতে পারেন তিনি ৷ অন্তত এমনটাই খবর তৃণমূলের দলীয় সূত্রে।

প্রসঙ্গত গত 14 মার্চ সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের দিন গুরুতর আহত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই গৃহবন্দি হয়ে রয়েছেন তিনি। মাঝে গার্ডেনরিচে বাড়ি বিপর্যয়ের খবরে আহত অবস্থা নিয়েই পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে এরপর বাড়ি থেকেই প্রশাসনিক এবং দলীয় সমস্ত কাজ সামলেছেন তিনি। এর মধ্যেই ভোট ঘোষণা হওয়ার পর দলীয় নেতৃত্ব তাদের মতো করে প্রচার করলেও রাজনৈতিক মহলের মনে প্রশ্ন ছিল কবে আসরে নামবেন তৃণমূল সুপ্রিমো। সকলের সব জল্পনার অবসান এবার হতে চলেছে।

আরও পড়ুন:

  1. 'নমস্কার আমি সমতা...' ভোটের ময়দানে এআই-এর সঙ্গে বামেদের গাঁটছড়া - Lok Sabha Elections
  2. বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা - Lok Sabha Elections

কলকাতা, 26 মার্চ: অসুস্থতা কাটিয়ে উঠে এবার ভোটযুদ্ধে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 31 মার্চ ধুবুলিয়ায় অর্থাৎ মহুয়া মৈত্রের কেন্দ্র থেকে তাঁর প্রথম সভা অনুষ্ঠিত হতে চলেছে ৷ কিন্তু মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই কেন প্রচার শুরু করছেন মমতা? রাজনৈতিক মহলের মতে, 'ঘুষের বিনিময়ে প্রশ্ন' ইস্যুতে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ, কৃষ্ণনগরের প্রার্থীর বিরুদ্ধে সিবিআই তদন্ত- এই সমস্ত ইস্যুকে সামনে রেখে তাঁরই কেন্দ্র থেকে প্রচার শুরু করছেন মমতা ৷ মহুয়া মৈত্র ইস্যুতে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েই মমতা প্রচার শুরু করবেন বলে ধারণা বিশেষজ্ঞমহলে ৷

রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ভোট প্রচারের দায়িত্ব সামলাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসুস্থতাকে কাটিয়ে নির্বাচনী প্রচার যুদ্ধে এবার নামছেন দলের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুত্রে খবর, চলতি মাসের শেষ থেকেই ভোটের প্রচার শুরু করছেন মমতা। 31 মার্চ কৃষ্ণনগরের জনসভা দিয়ে লোকসভার প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো।

এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটুকু প্রচার-সূচি পাওয়া গিয়েছে, তাতে ওইদিন কৃষ্ণনগর দক্ষিণের সুকান্ত স্পোর্টিং ক্লাবের মাঠে দুপুর 12টায় সভা করবেন তিনি। এরপর ধাপে ধাপে উত্তর থেকে দক্ষিণ প্রত্যেক লোকসভাতেই কমবেশি দু'টি করে সভা করতে পারেন তিনি ৷ অন্তত এমনটাই খবর তৃণমূলের দলীয় সূত্রে।

প্রসঙ্গত গত 14 মার্চ সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচনের দিন গুরুতর আহত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই গৃহবন্দি হয়ে রয়েছেন তিনি। মাঝে গার্ডেনরিচে বাড়ি বিপর্যয়ের খবরে আহত অবস্থা নিয়েই পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে এরপর বাড়ি থেকেই প্রশাসনিক এবং দলীয় সমস্ত কাজ সামলেছেন তিনি। এর মধ্যেই ভোট ঘোষণা হওয়ার পর দলীয় নেতৃত্ব তাদের মতো করে প্রচার করলেও রাজনৈতিক মহলের মনে প্রশ্ন ছিল কবে আসরে নামবেন তৃণমূল সুপ্রিমো। সকলের সব জল্পনার অবসান এবার হতে চলেছে।

আরও পড়ুন:

  1. 'নমস্কার আমি সমতা...' ভোটের ময়দানে এআই-এর সঙ্গে বামেদের গাঁটছড়া - Lok Sabha Elections
  2. বসিরহাটের বিজেপি প্রার্থীকে শক্তি-স্বরূপ আখ্যা 'ভগবান' মোদির, অবাধে ভোট চান সন্দেশখালির রেখা - Lok Sabha Elections
Last Updated : Mar 26, 2024, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.