ETV Bharat / state

পুলিশকে 'খালিস্তানি' মন্তব্যের প্রতিবাদ ভাষা দিবসের অনুষ্ঠানে, কাকে 'বাংলার কলঙ্ক' বললেন মমতা? - পুলিশকে খালিস্থানি

Mamata Banerjee: সন্দেশখালিতে কর্তব্যরত পাগড়িধারী আইপিএস অফিসার জসপ্রীত সিংকে 'খালিস্তানি' মন্তব্য নিয়ে বিতর্কে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই এক্সে এনিয়ে সরব হয়েছিলেন ৷ আর বুধবার ভাষা দিবসের অনুষ্ঠানে এনিয়ে বলতে গিয়ে 'বাংলার কলঙ্ক' বলে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায় ৷

কাকে বাংলার কলঙ্ক বললেন মমতা
Mamata Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 7:51 PM IST

Updated : Feb 21, 2024, 9:22 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: ভাষা দিবসের মঞ্চ থেকে পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' বলা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বুধবার এই বিষয়ে সরব হলেন তিনি।

মঙ্গলবার সন্দেশখালিতে প্রবেশের সময় পুলিশ আধিকারিককে (আইপিএস) বিজেপি নেতাদের 'খালিস্তানি' বলা নিয়ে রাজ্য-রাজনীতি উত্তাল। যা নিয়ে গতকালই এর বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন মমতা। এদিন প্রকাশ্যে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একটি পঞ্জাবি অফিসার, তার কী দোষ ছিল! সে ডিউটি করছিল। ভারতীয় সেনায় পঞ্জাবি রেজিমেন্ট থাকে না? গোর্খা রেজিমেন্ট থাকে না? বাঙালিরা সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলনে লড়াই করলেও বাঙালি রেজিমেন্ট নেই। তবে আমরা সব ধর্মকেই ভালোবাসি।"

এরপর তিনি বলেন, "একজন পুলিশ অফিসার পাগড়ি পরে আছে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? কত মুসলিম অফিসার, আইপিএস, আইএএস আছে, তুমি একজন মুসলিম অফিসার দেখলে তাকে পাকিস্তানি বলে দেবে। এটা চলতে পারে না। তিনি বলেন, "আমাদের কত সময় কত লোক কত কথা বলেন, আমি তা গায়ে লাগাই না। নাম না-করে দু-একজন হঠাৎ করে গজিয়ে উঠেছে, যারা সবচেয়ে বড় কলঙ্ক বাংলার।"

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই বিজেপি নেতার খালিস্তানি মন্তব্য নিয়ে রাজপথে নেমে প্রতিবাদ চলছে শিখ সম্প্রদায়ের। এমনকী বিজেপি সদর দফতরের সামনেও প্রতিবাদ হয়েছে। আর এসবের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একবার পুলিশ অফিসারকে খালিস্তানি বলা নিয়ে সরব হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

  1. রাজ্যকে অন্ধকারে রেখে নিষ্ক্রিয় করা হচ্ছে আধার, প্রতিবাদ করে মোদিকে চিঠি মমতার
  2. 21 ফেব্রুয়ারি পঞ্জাব সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন স্বর্ণমন্দিরেও
  3. বিজেপি সরকার গড়লে মমতাকে 'মিথ্যাশ্রী' পুরস্কার দেওয়া হবে, বিধানসভায় কটাক্ষ শুভেন্দুর

কলকাতা, 21 ফেব্রুয়ারি: ভাষা দিবসের মঞ্চ থেকে পুলিশ আধিকারিককে 'খালিস্তানি' বলা নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে বুধবার এই বিষয়ে সরব হলেন তিনি।

মঙ্গলবার সন্দেশখালিতে প্রবেশের সময় পুলিশ আধিকারিককে (আইপিএস) বিজেপি নেতাদের 'খালিস্তানি' বলা নিয়ে রাজ্য-রাজনীতি উত্তাল। যা নিয়ে গতকালই এর বিরুদ্ধে এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন মমতা। এদিন প্রকাশ্যে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একটি পঞ্জাবি অফিসার, তার কী দোষ ছিল! সে ডিউটি করছিল। ভারতীয় সেনায় পঞ্জাবি রেজিমেন্ট থাকে না? গোর্খা রেজিমেন্ট থাকে না? বাঙালিরা সবচেয়ে বেশি স্বাধীনতা আন্দোলনে লড়াই করলেও বাঙালি রেজিমেন্ট নেই। তবে আমরা সব ধর্মকেই ভালোবাসি।"

এরপর তিনি বলেন, "একজন পুলিশ অফিসার পাগড়ি পরে আছে বলে তুমি তাকে খালিস্তানি বলে দেবে? কত মুসলিম অফিসার, আইপিএস, আইএএস আছে, তুমি একজন মুসলিম অফিসার দেখলে তাকে পাকিস্তানি বলে দেবে। এটা চলতে পারে না। তিনি বলেন, "আমাদের কত সময় কত লোক কত কথা বলেন, আমি তা গায়ে লাগাই না। নাম না-করে দু-একজন হঠাৎ করে গজিয়ে উঠেছে, যারা সবচেয়ে বড় কলঙ্ক বাংলার।"

প্রসঙ্গত, এদিন সকাল থেকেই বিজেপি নেতার খালিস্তানি মন্তব্য নিয়ে রাজপথে নেমে প্রতিবাদ চলছে শিখ সম্প্রদায়ের। এমনকী বিজেপি সদর দফতরের সামনেও প্রতিবাদ হয়েছে। আর এসবের মাঝেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একবার পুলিশ অফিসারকে খালিস্তানি বলা নিয়ে সরব হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:

  1. রাজ্যকে অন্ধকারে রেখে নিষ্ক্রিয় করা হচ্ছে আধার, প্রতিবাদ করে মোদিকে চিঠি মমতার
  2. 21 ফেব্রুয়ারি পঞ্জাব সফরে মমতা বন্দ্যোপাধ্যায়, যাবেন স্বর্ণমন্দিরেও
  3. বিজেপি সরকার গড়লে মমতাকে 'মিথ্যাশ্রী' পুরস্কার দেওয়া হবে, বিধানসভায় কটাক্ষ শুভেন্দুর
Last Updated : Feb 21, 2024, 9:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.