ETV Bharat / state

'নির্বাচন এলেই ক্যা ক্যা', আধার থেকে নাগরিকত্ব - আবার সরব মমতা - নাগরিকত্ব আইন

Mamata Banerjee in Jhargram: ঝাড়গ্রামে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 4:18 PM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি: নির্বাচনের আগেই নাগরিকত্ব আইন কার্যকর করা হবে । গত কয়েকদিন ধরেই বিজেপি নেতাদের মুখে ফিরছে এই বক্তব্য । বৃহস্পতিবার ঝাড়গ্রামে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আধার কার্ড বাতিল, নাগরিকত্ব প্রদান প্রভৃতি একাধিক ইস্যু নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিলেন তিনি । তাঁর তোপ, নির্বাচন এলেই বলা হয় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে । পাঁচ বছরের জন্য মানুষকে বিদেশি করে দেওয়া হবে । মুখ্যমন্ত্রীর প্রশ্ন, নাগরিক না হলে নাগরিক পরিষেবা অর্থাৎ রেশন, লক্ষ্মীর ভান্ডার এগুলো পাবে কীভাবে ?

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের মুখে আরও একবার প্রাসঙ্গিকতা পেয়েছে নাগরিকত্ব নিয়ে তরজা । বিজেপি তথা কেন্দ্রের শাসক দল বলছে, নাগরিকত্ব দেওয়ার কথা । আর তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের শাসক দলের মুখে নাগরিকত্ব চলে যাওয়ার কথা । বরং তারা এও বলছে, এই নাগরিকত্ব প্রদানের মাধ্যমে ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে কেন্দ্র । আর এই প্রেক্ষিতেই বৃহস্পতিবার ঝাড়গ্রামে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এসেছে আধার ইস্যু ।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আধার কার্ড কেন কেড়ে নেওয়া হচ্ছিল ! হঠাৎ করে একদিন ভোরবেলায় দেখলাম আধার কার্ড যাঁদের ছিল, তাঁদের অনেকের আধার কার্ড কেড়ে নেওয়া হল । সঙ্গে সঙ্গে আমরা পোস্ট করলাম আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পালটা করে দেব । মনে রাখবেন, আমি একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে দেব না । এটা ওয়েস্ট বেঙ্গল ।"

মমতা বলেন "নির্বাচন আসবে ক্যা ক্যা...। পাঁচ বছরের জন্য তাঁকে ফরেনার হয়ে যেতে হবে । সে যে নাগরিক আছে অনেক দিন আগে থেকে, সে নাগরিক থাকবে না । নাগরিক না হলে সে রেশন পাবে কী করে ! নাগরিক না থাকলে সে লক্ষ্মীর ভান্ডার পাবে না । এতদিন সে যদি নাগরিক না-ই হবে, তাহলে এগুলো পাচ্ছিল কীভাবে ?" মুখ্যমন্ত্রীর ভাষায় এগুলি সব ছলনা ।

তাঁর অভিযোগ, "এনআরসির নাম করে মানুষের আধার বাতিল করে দেওয়া হচ্ছে । তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে । ওরা বলছে মানুষকে তাড়িয়ে দাও । আমি একটা মানুষকে তাড়াতে দেব না । সব মানুষ আমাদের কাছে প্রিয় ৷ সব ধর্ম আমাদের কাছে প্রিয় । সবাই এক থাকবে ৷"

এ দিন এই মঞ্চ থেকেই মমতা বলেন, সবাইকে নিয়ে পথ চলতে হবে । আমরা মনে করি কোনও ধর্মে কেউ হস্তক্ষেপ করবে না । সব ধর্মের আইন তারা মেনে চলবে । ধর্ম যার যার নিজের । উৎসব কিন্তু সবার । শুধু আধার ইস্যু নয়, এ দিন উজ্জ্বলা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । ঝাড়গ্রামের সভা থেকে তিনি বলেন, "ইলেকশন এলেই দিল্লির বাবুরা এসে বড় বড় কথা বলেন । কিছু গরিব লোককে ওরা লুকিয়ে লুকিয়ে উজালা দিচ্ছে । মনে আছে পাঁচ বছর আগেও ওরা দিয়েছিল । তারপর কেড়েও নিয়েছিল । গ্যাসের দাম কত বাড়ানো হয়েছিল ! আমরা বিনা পয়সায় চাল দিই । অর্থাৎ এক হাজার টাকার গ্যাসে জলে বিনা পয়সার চাল ।"

আরও পড়ুন:

  1. ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, বৃহস্পতিতে 400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস
  2. শাহজাহানের গ্রেফতারি নিয়ে ঝাড়গ্রামের সভায় 'চুপ' মমতা
  3. সন্দেশখালি কখনই সিঙ্গুর বা নন্দীগ্রাম নয়, নাম না-করে বোঝালেন মমতা

কলকাতা, 29 ফেব্রুয়ারি: নির্বাচনের আগেই নাগরিকত্ব আইন কার্যকর করা হবে । গত কয়েকদিন ধরেই বিজেপি নেতাদের মুখে ফিরছে এই বক্তব্য । বৃহস্পতিবার ঝাড়গ্রামে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে এই নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আধার কার্ড বাতিল, নাগরিকত্ব প্রদান প্রভৃতি একাধিক ইস্যু নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিলেন তিনি । তাঁর তোপ, নির্বাচন এলেই বলা হয় নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হবে । পাঁচ বছরের জন্য মানুষকে বিদেশি করে দেওয়া হবে । মুখ্যমন্ত্রীর প্রশ্ন, নাগরিক না হলে নাগরিক পরিষেবা অর্থাৎ রেশন, লক্ষ্মীর ভান্ডার এগুলো পাবে কীভাবে ?

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের মুখে আরও একবার প্রাসঙ্গিকতা পেয়েছে নাগরিকত্ব নিয়ে তরজা । বিজেপি তথা কেন্দ্রের শাসক দল বলছে, নাগরিকত্ব দেওয়ার কথা । আর তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের শাসক দলের মুখে নাগরিকত্ব চলে যাওয়ার কথা । বরং তারা এও বলছে, এই নাগরিকত্ব প্রদানের মাধ্যমে ঘুরপথে এনআরসি চালু করতে চাইছে কেন্দ্র । আর এই প্রেক্ষিতেই বৃহস্পতিবার ঝাড়গ্রামে আরও একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এসেছে আধার ইস্যু ।

এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আধার কার্ড কেন কেড়ে নেওয়া হচ্ছিল ! হঠাৎ করে একদিন ভোরবেলায় দেখলাম আধার কার্ড যাঁদের ছিল, তাঁদের অনেকের আধার কার্ড কেড়ে নেওয়া হল । সঙ্গে সঙ্গে আমরা পোস্ট করলাম আধার কার্ড কেড়ে নেওয়া হলে আমরা পালটা করে দেব । মনে রাখবেন, আমি একটা লোকের কাছ থেকে তার অধিকার কেড়ে নিতে দেব না । এটা ওয়েস্ট বেঙ্গল ।"

মমতা বলেন "নির্বাচন আসবে ক্যা ক্যা...। পাঁচ বছরের জন্য তাঁকে ফরেনার হয়ে যেতে হবে । সে যে নাগরিক আছে অনেক দিন আগে থেকে, সে নাগরিক থাকবে না । নাগরিক না হলে সে রেশন পাবে কী করে ! নাগরিক না থাকলে সে লক্ষ্মীর ভান্ডার পাবে না । এতদিন সে যদি নাগরিক না-ই হবে, তাহলে এগুলো পাচ্ছিল কীভাবে ?" মুখ্যমন্ত্রীর ভাষায় এগুলি সব ছলনা ।

তাঁর অভিযোগ, "এনআরসির নাম করে মানুষের আধার বাতিল করে দেওয়া হচ্ছে । তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে । ওরা বলছে মানুষকে তাড়িয়ে দাও । আমি একটা মানুষকে তাড়াতে দেব না । সব মানুষ আমাদের কাছে প্রিয় ৷ সব ধর্ম আমাদের কাছে প্রিয় । সবাই এক থাকবে ৷"

এ দিন এই মঞ্চ থেকেই মমতা বলেন, সবাইকে নিয়ে পথ চলতে হবে । আমরা মনে করি কোনও ধর্মে কেউ হস্তক্ষেপ করবে না । সব ধর্মের আইন তারা মেনে চলবে । ধর্ম যার যার নিজের । উৎসব কিন্তু সবার । শুধু আধার ইস্যু নয়, এ দিন উজ্জ্বলা নিয়েও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী । ঝাড়গ্রামের সভা থেকে তিনি বলেন, "ইলেকশন এলেই দিল্লির বাবুরা এসে বড় বড় কথা বলেন । কিছু গরিব লোককে ওরা লুকিয়ে লুকিয়ে উজালা দিচ্ছে । মনে আছে পাঁচ বছর আগেও ওরা দিয়েছিল । তারপর কেড়েও নিয়েছিল । গ্যাসের দাম কত বাড়ানো হয়েছিল ! আমরা বিনা পয়সায় চাল দিই । অর্থাৎ এক হাজার টাকার গ্যাসে জলে বিনা পয়সার চাল ।"

আরও পড়ুন:

  1. ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী, বৃহস্পতিতে 400 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস
  2. শাহজাহানের গ্রেফতারি নিয়ে ঝাড়গ্রামের সভায় 'চুপ' মমতা
  3. সন্দেশখালি কখনই সিঙ্গুর বা নন্দীগ্রাম নয়, নাম না-করে বোঝালেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.